কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে ১৮১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চর শৌলমারী বাজারের একটি বসতবাড়ি ও দুটি গুদাম থেকে এসব চিনি উদ্ধারের ঘটনা ঘটে। প্রতি বস্তায় ৫০ কেজি করে চিনি রয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান ১৮১ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রৌমারী থানার ওসি আব্দুল্লা হিল জামানের নেতৃত্বে চর শৌলমারী বাজারের একটি বসতবাড়ি ও একটি গোডাউনে অভিযান চালায় পুলিশ। এ সময় আমির চাঁন (৪৫) ও চান্দু মিয়া (৫৫) নামের দুই অবৈধ মজুতকারী পালিয়ে যান।
গুদাম তালাবদ্ধ থাকায় সহকারী কমিশনার (ভূমি) মো. আছিফ উদ্দীন মিয়া ও রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তালা ভাঙার ব্যবস্থা করেন। তাঁদের উপস্থিতিতে আমির চাঁনের বাড়ি থেকে ৩০ বস্তা, চর শৌলমারী বাজারে অবস্থিত তাঁর গুদাম থেকে ১২৫ বস্তা এবং একই বাজারের চান্দু মিয়ার গুদাম থেকে ২৬ বস্তা চিনি উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি করে প্রায় ৯ মেট্রিক টন চিনি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
ওসি আব্দুল্লা হিল জামান বলেন, ‘ভারতীয় বস্তায় প্যাকেটজাত করা এসব চিনি উপজেলার কাউয়ার চর দিয়ে অবৈধ পথে এনে মজুত করা হয়েছে। চোরাচালানে জড়িত আমির চাঁন ও চান্দু মিয়া পলাতক রয়েছেন।’
ওসি বলেন, ‘জব্দ চিনি থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযোগ ওঠা দুজনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।’
স্থানীয় একাধিক সূত্র জানায়, উলিপুর উপজেলার সাহেবের আলগা ও রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ এবং রৌমারী উপজেলার হলহলিয়া ও জিঞ্জিরাম নদী হয়ে নৌপথে ভারতীয় চিনি রৌমারীর বিভিন্ন এলাকায় নিয়মিত প্রবেশ করছে।
কুড়িগ্রামের রৌমারীতে ১৮১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চর শৌলমারী বাজারের একটি বসতবাড়ি ও দুটি গুদাম থেকে এসব চিনি উদ্ধারের ঘটনা ঘটে। প্রতি বস্তায় ৫০ কেজি করে চিনি রয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান ১৮১ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রৌমারী থানার ওসি আব্দুল্লা হিল জামানের নেতৃত্বে চর শৌলমারী বাজারের একটি বসতবাড়ি ও একটি গোডাউনে অভিযান চালায় পুলিশ। এ সময় আমির চাঁন (৪৫) ও চান্দু মিয়া (৫৫) নামের দুই অবৈধ মজুতকারী পালিয়ে যান।
গুদাম তালাবদ্ধ থাকায় সহকারী কমিশনার (ভূমি) মো. আছিফ উদ্দীন মিয়া ও রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তালা ভাঙার ব্যবস্থা করেন। তাঁদের উপস্থিতিতে আমির চাঁনের বাড়ি থেকে ৩০ বস্তা, চর শৌলমারী বাজারে অবস্থিত তাঁর গুদাম থেকে ১২৫ বস্তা এবং একই বাজারের চান্দু মিয়ার গুদাম থেকে ২৬ বস্তা চিনি উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি করে প্রায় ৯ মেট্রিক টন চিনি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
ওসি আব্দুল্লা হিল জামান বলেন, ‘ভারতীয় বস্তায় প্যাকেটজাত করা এসব চিনি উপজেলার কাউয়ার চর দিয়ে অবৈধ পথে এনে মজুত করা হয়েছে। চোরাচালানে জড়িত আমির চাঁন ও চান্দু মিয়া পলাতক রয়েছেন।’
ওসি বলেন, ‘জব্দ চিনি থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযোগ ওঠা দুজনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।’
স্থানীয় একাধিক সূত্র জানায়, উলিপুর উপজেলার সাহেবের আলগা ও রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ এবং রৌমারী উপজেলার হলহলিয়া ও জিঞ্জিরাম নদী হয়ে নৌপথে ভারতীয় চিনি রৌমারীর বিভিন্ন এলাকায় নিয়মিত প্রবেশ করছে।
৫২ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েটে) ক্যাম্পাসে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার পরিচয়পত্র যাচাই করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশনস অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ।
৭ মিনিট আগেকৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছে ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন’। আজ রোববার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের পাঁচ শতাধিক ডিপ্লোমা শিক্ষার্থী অংশ নেন।
১০ মিনিট আগেযৌতুক না পেয়ে স্ত্রীর শরীরে গরম সয়াবিন তেল ঢেলে হত্যার দায়ে স্বামী মো. মিজান সরদারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। দুই বছর আগে রাজধানীর কদমতলী থানার খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেসরকারি পৃষ্ঠপোষকতায় ফিলিস্তিনের গাজায় গিয়ে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য বিভিন্ন হাসপাতালের ১০০ নার্স ও নার্সিং শিক্ষার্থী সরকারের অনুমোদন চেয়েছেন। আজ রোববার সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে প্রধান উপদেষ্টাসহ পাঁচজন উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়। ১০০ নার্সের পক্ষে
১ ঘণ্টা আগে