গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পারিবারিক নির্যাতনের কারণে ওই তরুণী এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ বলছে, পরিবারের কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আজ বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার সহকারী উপপরিদর্শক (এসআই) শাজাহান আলী।
নিহত ওই কিশোরীর নাম শিলা আক্তার (১৬)। সে উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট গামের শহিদুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা বলছেন, তিন বছর আগে স্কুলপড়ুয়া শিলা আক্তারের বিয়ে হয়। বিয়েতে শিলা রাজি না থাকলেও পরিবারের চাপে সম্মতি দিতে বাধ্য হয়। কম বয়সে বিয়ের ফলে সংসারে বিভিন্ন কাজ-কর্ম নিয়ে পারিবারিক দ্বন্দ্ব হতো। এসব কারণে কিছুদিন আগে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে বাবার বাড়িতে থাকত শিলা। কিন্তু সেখানেও পরিবারের লোকজন মানসিক নির্যাতন শুরু করে। এসব নির্যাতন সহ্য করতে না পেরে বুধবার ভোররাতে গ্যাস ট্যাবলেট খেয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। সকালে পরিবারের অন্য সদস্যরা ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।
স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মেয়েটিকে পারিবারিকভাবে নির্যাতন করা হতো। নির্যাতন সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যা করেছে।’
এ বিষয়ে কিশোরীর পরিবার বলছে, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। প্রশাসন মরদেহ দাফনের অনুমতি দিয়েছে।
এদিকে বুধবার দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখনো ঘটনাস্থলে আছি। মেয়েটি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। আশপাশের গণমান্য ব্যক্তি, পরিবারসহ কারও কোনো অভিযোগ না থাকার কারণে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পারিবারিক নির্যাতনের কারণে ওই তরুণী এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ বলছে, পরিবারের কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আজ বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার সহকারী উপপরিদর্শক (এসআই) শাজাহান আলী।
নিহত ওই কিশোরীর নাম শিলা আক্তার (১৬)। সে উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট গামের শহিদুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা বলছেন, তিন বছর আগে স্কুলপড়ুয়া শিলা আক্তারের বিয়ে হয়। বিয়েতে শিলা রাজি না থাকলেও পরিবারের চাপে সম্মতি দিতে বাধ্য হয়। কম বয়সে বিয়ের ফলে সংসারে বিভিন্ন কাজ-কর্ম নিয়ে পারিবারিক দ্বন্দ্ব হতো। এসব কারণে কিছুদিন আগে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে বাবার বাড়িতে থাকত শিলা। কিন্তু সেখানেও পরিবারের লোকজন মানসিক নির্যাতন শুরু করে। এসব নির্যাতন সহ্য করতে না পেরে বুধবার ভোররাতে গ্যাস ট্যাবলেট খেয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। সকালে পরিবারের অন্য সদস্যরা ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।
স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মেয়েটিকে পারিবারিকভাবে নির্যাতন করা হতো। নির্যাতন সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যা করেছে।’
এ বিষয়ে কিশোরীর পরিবার বলছে, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। প্রশাসন মরদেহ দাফনের অনুমতি দিয়েছে।
এদিকে বুধবার দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখনো ঘটনাস্থলে আছি। মেয়েটি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। আশপাশের গণমান্য ব্যক্তি, পরিবারসহ কারও কোনো অভিযোগ না থাকার কারণে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ৩ সদস্য নিহত হয়েছে। আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
৫ মিনিট আগেনারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা গ্রুপের অ্যারোসল কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় একটি সোয়েটার কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন মানুষ।
১ ঘণ্টা আগেরাজধানীর বিভিন্ন এলাকায় ফের সড়ক অবরোধ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এতে রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধসহ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ রোববার সকালে রাজধানী প্রেসক্লাবের সামনে তোপখানা ও পল্টন সড়ক, মোহাম্মদপুর বেড়িবাঁধ, খিলগাঁও এবং যাত্রাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে ব্যাটারিচালিত
২ ঘণ্টা আগে