Ajker Patrika

রংপুরে হত্যাচেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি
চেয়ারম্যান ইদ্রিস উদ্দিন। ছবি: সংগৃহীত
চেয়ারম্যান ইদ্রিস উদ্দিন। ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার দুপুরে ইকরচালী ইউনিয়ন পরিষদের সামনে থেকে ওই চেয়ারম্যানকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম।

ইদ্রিস উদ্দিন উপজেলার ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এ কারণে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন তিনি।

স্থানীয়রা জানান, আজ বেলা ২টা ৩০ মিনিটের দিকে একটি গাড়িতে ডিবি পুলিশের একটি টিম ইকরচালী ইউনিয়ন পরিষদে আসে। সেখান থাকা চেয়ারম্যান ইদ্রিস উদ্দিনকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এ সময় স্থানীয় কয়েকজন বাধা দিলে তাঁদের অফিসে যেতে বলা হয়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ইকরচালী ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস উদ্দিনকে আজ দুপুরে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে। তাঁর নামে মহানগর কোতোয়ালি থানায় মামলা আছে।

মহানগর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই টাউন হলের সামনে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়। এ ঘটনায় রংপুর নগরীর বাবুখা এলাকার আবু সাঈদ মিয়া (৪০) বাদী হয়ে ৭ নভেম্বর ইউপি চেয়ারম্যান ইদ্রিস উদ্দিনকে আসামি করে রংপুর মহানগর কোতোয়ালি থানায় হত্যা চেষ্টার মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত