Ajker Patrika

লালমনিরহাটে গৃহবধূ হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি 
গৃহবধূ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে আদালত থেকে কারাগারে নিচ্ছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা
গৃহবধূ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে আদালত থেকে কারাগারে নিচ্ছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গৃহবধূ দিপালী দেব সিংহ হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেকের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আদিব আলী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পশ্চিম হলদিবাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে ওসমান আলী (৫২) ও একই এলাকার মেছের আলীর ছেলে রবিউল ইসলাম (৪১)।

মৃত গৃহবধূ দিপালী দেব সিংহ হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রাম এলাকার পরিমল দেব সিংহের স্ত্রী।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৪ জুলাই নিজ বাড়ি থেকে নিখোঁজ হন দিপালী দেব সিংহ। নিখোঁজের তিন দিন পর উপজেলার দক্ষিণ হলদীবাড়ী এলাকার তিস্তার চর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় দিপালী দেব সিংহের ভাশুর নির্মল দেব সিংহ ওই বছরের ২২ জুলাই ৬ জনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় পুলিশ ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

আলোচিত এ হত্যা মামলাটি দীর্ঘ শুনানি শেষে সোমবার আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদিব আলী। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি ৪ আসামিকে বেকসুর খালাস দেন আদালত।

লালমনিরহাট আদালত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দিপালী হত্যা মামলার রায়ে আদালত ওসমান আলী ও রবিউল ইসলামকে মৃত্যুদণ্ড এবং বাকি আসামিদের খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত