দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ৩ নম্বর সিংড়া ইউনিয়নের মন্দির মার্কেটে এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ মার্কেটের রূপক কুমারের মোটরসাইকেল সার্ভিসের দোকানের ভেতরে আগুন দেখতে পেয়ে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুন তাৎক্ষণিক আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে গোখাদ্য ও মোবাইল যন্ত্রপাতির চারটি দোকানের মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানদারদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাঁদের ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস বলছে দোকান গুলোতে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল সার্ভিসের দোকান মালিক রূপক কুমার সরকার বলেন, ‘আমার দোকানের প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এই দোকানের ওপর আমার সংসার চলত। এখন পথে নেমে গেলাম।’
গো খাদ্যের দোকান মালিক দিলীপ কুমার বলেন, ‘আমার দোকানে প্রায় ৬ লাখ টাকার মালামাল ছিল। তার মধ্যে প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমাদের চারটি দোকানে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
এদিকে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, ‘আমরা আগুনে ক্ষতিগ্রস্ত দোকান থেকে ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। পাশাপাশি এসব দোকানে থাকা আরও প্রায় ৩ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে ভল্কানাইজিং দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
দিনাজপুরের ঘোড়াঘাটে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ৩ নম্বর সিংড়া ইউনিয়নের মন্দির মার্কেটে এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ মার্কেটের রূপক কুমারের মোটরসাইকেল সার্ভিসের দোকানের ভেতরে আগুন দেখতে পেয়ে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুন তাৎক্ষণিক আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে গোখাদ্য ও মোবাইল যন্ত্রপাতির চারটি দোকানের মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানদারদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাঁদের ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস বলছে দোকান গুলোতে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল সার্ভিসের দোকান মালিক রূপক কুমার সরকার বলেন, ‘আমার দোকানের প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এই দোকানের ওপর আমার সংসার চলত। এখন পথে নেমে গেলাম।’
গো খাদ্যের দোকান মালিক দিলীপ কুমার বলেন, ‘আমার দোকানে প্রায় ৬ লাখ টাকার মালামাল ছিল। তার মধ্যে প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমাদের চারটি দোকানে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
এদিকে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, ‘আমরা আগুনে ক্ষতিগ্রস্ত দোকান থেকে ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। পাশাপাশি এসব দোকানে থাকা আরও প্রায় ৩ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে ভল্কানাইজিং দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
রাজধানীর মগবাজার এলাকায় মহিষের গুঁতায় সাথী আক্তার (৩০) নামের এক নারী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মগবাজার আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা হলেন—শামছু মিয়া (৫০), নাদিরা আক্তার (২৩) ও তা
৮ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কাশিমপুর থানার একটি ধর্ষণ মামলার আসামি দুই চীনা নাগরিক দেশত্যাগ করা সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বিকেলে গাজীপুর আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
৯ ঘণ্টা আগেশেরপুরে র্যাবের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আওলাদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে সদর উপজেলার ভাতশালা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১০ ঘণ্টা আগেসাইবার নিরাপত্তা আইনে করা মামলা থেকে আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম অব্যাহতির এই আদেশ দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাঁকে মামলার
১০ ঘণ্টা আগে