Ajker Patrika

তিন দিন পর পঞ্চগড়ে আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা, ১০ দশমিক ৯ ডিগ্রি

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে রোদ দেখা যাচ্ছে। ছবি: আজকের পত্রিকা
পঞ্চগড়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে রোদ দেখা যাচ্ছে। ছবি: আজকের পত্রিকা

শীত ক্রমেই বাড়ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। আজ সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ তিন দিন পর আবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা দেখল হিমালয়ের কোলের জেলাটি। এ তথ্য নিশ্চিত করেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায়। এর আগে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে। এ সময় হালকা হিমেল হাওয়া ও শীত অনুভূত হয়। তবে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত শীত বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মেলে সূর্যের।

তিন দিন পর পঞ্চগড়ে আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা
তিন দিন পর পঞ্চগড়ে আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

স্থানীয়রা বলছেন, শীত ধীরে ধীরে বাড়ছে। শীতের শুরুতে যদি দরিদ্র, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় তাহলে তারা উপকৃত হবেন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়তে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত