Ajker Patrika

সৈয়দপুরে কুয়াশা কেটে যাওয়ার ৫ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক

নীলফামারী প্রতিনিধি
সৈয়দপুরে কুয়াশা কেটে যাওয়ার ৫ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। ফাইল ছবি
সৈয়দপুরে কুয়াশা কেটে যাওয়ার ৫ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। ফাইল ছবি

ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৫ ঘণ্টা পর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার দুপুর ১২টা থেকে বিমান চলাচল শুরু হয়।

এর আগে সকাল ৭টা থেকে ঘন কুয়াশার কারণে শিডিউল অনুযায়ী এয়ার এসট্রা (৭-১৫ মি.), ইউএস-বাংলা (১০-১০ মি.), নভোএয়ার (১০-৩০ মি.) ও বাংলাদেশ বিমান (১১-৩০ মি.) সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেনি। এতে ৪টি ফ্লাইটের ঢাকাগামী আড়াই শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।

বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের তথ্যমতে, উত্তরের জেলা নীলফামারীতে আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, তবে গত দিনের চেয়ে তাপমাত্রা বেড়েছে। গতকাল (শনিবার) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, শনিবার রাত সাড়ে ১০টা থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে বিমানবন্দর এলাকা। সকাল ৯টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ৫০ মিটার। পরে কুয়াশা কেটে সাড়ে ১০টায় তা বেড়ে ১০০০ মিটারে গিয়ে দাঁড়ায়। দুপুর ১২টার দিকে কুয়াশা কেটে যাওয়ায় ফ্লাইট চলাচলের প্রয়োজনীয় দৃষ্টিসীমা চলে আসে।

বিমানবন্দরের ম্যানেজার এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। দুপুর ১২টার দিকে তা স্বাভাবিক হয়। তবে কুয়াশার কারণে শিডিউল বিপর্যয় হলেও কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত