নীলফামারী প্রতিনিধি
ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৫ ঘণ্টা পর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার দুপুর ১২টা থেকে বিমান চলাচল শুরু হয়।
এর আগে সকাল ৭টা থেকে ঘন কুয়াশার কারণে শিডিউল অনুযায়ী এয়ার এসট্রা (৭-১৫ মি.), ইউএস-বাংলা (১০-১০ মি.), নভোএয়ার (১০-৩০ মি.) ও বাংলাদেশ বিমান (১১-৩০ মি.) সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেনি। এতে ৪টি ফ্লাইটের ঢাকাগামী আড়াই শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।
বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের তথ্যমতে, উত্তরের জেলা নীলফামারীতে আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, তবে গত দিনের চেয়ে তাপমাত্রা বেড়েছে। গতকাল (শনিবার) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, শনিবার রাত সাড়ে ১০টা থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে বিমানবন্দর এলাকা। সকাল ৯টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ৫০ মিটার। পরে কুয়াশা কেটে সাড়ে ১০টায় তা বেড়ে ১০০০ মিটারে গিয়ে দাঁড়ায়। দুপুর ১২টার দিকে কুয়াশা কেটে যাওয়ায় ফ্লাইট চলাচলের প্রয়োজনীয় দৃষ্টিসীমা চলে আসে।
বিমানবন্দরের ম্যানেজার এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। দুপুর ১২টার দিকে তা স্বাভাবিক হয়। তবে কুয়াশার কারণে শিডিউল বিপর্যয় হলেও কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।
ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৫ ঘণ্টা পর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার দুপুর ১২টা থেকে বিমান চলাচল শুরু হয়।
এর আগে সকাল ৭টা থেকে ঘন কুয়াশার কারণে শিডিউল অনুযায়ী এয়ার এসট্রা (৭-১৫ মি.), ইউএস-বাংলা (১০-১০ মি.), নভোএয়ার (১০-৩০ মি.) ও বাংলাদেশ বিমান (১১-৩০ মি.) সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেনি। এতে ৪টি ফ্লাইটের ঢাকাগামী আড়াই শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।
বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের তথ্যমতে, উত্তরের জেলা নীলফামারীতে আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, তবে গত দিনের চেয়ে তাপমাত্রা বেড়েছে। গতকাল (শনিবার) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, শনিবার রাত সাড়ে ১০টা থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে বিমানবন্দর এলাকা। সকাল ৯টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ৫০ মিটার। পরে কুয়াশা কেটে সাড়ে ১০টায় তা বেড়ে ১০০০ মিটারে গিয়ে দাঁড়ায়। দুপুর ১২টার দিকে কুয়াশা কেটে যাওয়ায় ফ্লাইট চলাচলের প্রয়োজনীয় দৃষ্টিসীমা চলে আসে।
বিমানবন্দরের ম্যানেজার এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। দুপুর ১২টার দিকে তা স্বাভাবিক হয়। তবে কুয়াশার কারণে শিডিউল বিপর্যয় হলেও কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।
প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে আরও একটি প্রতারণার মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
২১ মিনিট আগেদিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (১৩ এপ্রিল) দুপুরে মহাসড়কটি পরিদর্শনে আসেন দিনাজপুর দুদকের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। এর আগে গত ২৩ মার্চ দৈনিক আজকের পত্রিকায় ‘মহাসড়কজুড়ে “আলপথ”, ঝুঁকি নিয়ে চলছে গাড়ি’ এই শিরোনামে
২২ মিনিট আগেবাংলা নববর্ষ উপলক্ষে মেট্রোরেলের দুটি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোর শাহবাগ ও টিএসসি স্টেশন দুটি বন্ধ থাকবে।
২৬ মিনিট আগেসাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় কারাগার থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। তবে, তাঁর অসুস্থতা তেমন গুরুতর কিছু নয় বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে