প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
চলতি বছরের ফেব্রুয়ারিতে যখন সার দেশব্যাপী করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়, ঠিক তখন থেকেই সুনামগঞ্জের হাওর বেষ্টিত তাহিরপুর উপজেলার মানুষজনের মাঝে টিকা নেওয়ার বিষয়ে তেমন আগ্রহ দেখা যায়নি। এর মধ্যে উপজেলার হাওর পাড়ের গ্রামগুলোর লোকজনের মধ্যেই টিকা নিয়ে অনাগ্রহীর সংখ্যা বেশি।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক মির্জা রিয়াদ হাসান জানান, হাওর বেষ্টিত তাহিরপুর উপজেলার মানুষজনের মাঝে টিকা গ্রহণ নিয়ে নানা সংশয় কাজ করছে। তাই করোনা টীকাদান কর্মসূচির প্রথম ধাপে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৭০০ লোক টিকা গ্রহণ করে। টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপে ১২ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১ হাজার ২০৭ জন লোক টিকা গ্রহণ করেন।
উপজেলার টাঙ্গুয়ার হাওর তীরবর্তী গ্রাম ভবানীপুর গ্রামের চল্লিশোর্ধ্ব বয়সী কৃষক সঞ্জয় তালুকদার জানান, ভবানীপুর গ্রাম থেকে মাত্র ৪-৫ জন লোক করোনার টিকা গ্রহণ করেছেন। গ্রামের লোকজন করোনার টিকা কেন নিচ্ছেন না? এমন প্রশ্নের জবাবে কৃষক সঞ্জয় বলেন, গ্রামের মানুষ করোনার ভয়াবহতা সম্পর্কেই তেমন কিছু জানে না, যে কয়েকজন জানে তাদের মধ্যে করোনার টিকা গ্রহণ নিয়ে কি থেকে কি হয় এই ভয় কাজ করে।
গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নীহার রঞ্জন তালুকদার জানান, উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের একটি গ্রাম রামসিংহপুর, এই গ্রামের দুই একটি পরিবার ছাড়া অন্য কোনো পরিবারের লোকজন করোনার টিকা গ্রহণ করেননি। তিনি জানান, এ ইউনিয়নের অনেক গ্রামের মানুষ করোনা সম্পর্কেই কিছু জানে না যার ফলে করোনার টিকা নিতেও তাদের মাঝে কোন আগ্রহ নেই।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ হোসেন শাফী জানান, করোনার টিকা গ্রহণ নিয়ে এখানকার লোকজনের মাঝে অনীহা রয়েছে। তবে করোনার ভয়াবহতা সম্পর্কে প্রচারণা চালানো হলে টিকা নিতে লোকজন আগ্রহী হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, তাহিরপুর উপজেলার হাওর পাড়ের গ্রামগুলোতে করোনার ভয়াবহতা সম্পর্কে মাইকিং প্রচারণা চালানোর উদ্যোগ নেওয়া হবে। এলাকায় সচেতনতা তৈরির লক্ষ্যে ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও আমরা মাঠে কাজ করে যাচ্ছি। তবে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু হলেই লোকজনের মাঝে টিকা গ্রহণে আগ্রহ সৃষ্টি হবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যখন সার দেশব্যাপী করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়, ঠিক তখন থেকেই সুনামগঞ্জের হাওর বেষ্টিত তাহিরপুর উপজেলার মানুষজনের মাঝে টিকা নেওয়ার বিষয়ে তেমন আগ্রহ দেখা যায়নি। এর মধ্যে উপজেলার হাওর পাড়ের গ্রামগুলোর লোকজনের মধ্যেই টিকা নিয়ে অনাগ্রহীর সংখ্যা বেশি।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক মির্জা রিয়াদ হাসান জানান, হাওর বেষ্টিত তাহিরপুর উপজেলার মানুষজনের মাঝে টিকা গ্রহণ নিয়ে নানা সংশয় কাজ করছে। তাই করোনা টীকাদান কর্মসূচির প্রথম ধাপে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৭০০ লোক টিকা গ্রহণ করে। টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপে ১২ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১ হাজার ২০৭ জন লোক টিকা গ্রহণ করেন।
উপজেলার টাঙ্গুয়ার হাওর তীরবর্তী গ্রাম ভবানীপুর গ্রামের চল্লিশোর্ধ্ব বয়সী কৃষক সঞ্জয় তালুকদার জানান, ভবানীপুর গ্রাম থেকে মাত্র ৪-৫ জন লোক করোনার টিকা গ্রহণ করেছেন। গ্রামের লোকজন করোনার টিকা কেন নিচ্ছেন না? এমন প্রশ্নের জবাবে কৃষক সঞ্জয় বলেন, গ্রামের মানুষ করোনার ভয়াবহতা সম্পর্কেই তেমন কিছু জানে না, যে কয়েকজন জানে তাদের মধ্যে করোনার টিকা গ্রহণ নিয়ে কি থেকে কি হয় এই ভয় কাজ করে।
গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নীহার রঞ্জন তালুকদার জানান, উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের একটি গ্রাম রামসিংহপুর, এই গ্রামের দুই একটি পরিবার ছাড়া অন্য কোনো পরিবারের লোকজন করোনার টিকা গ্রহণ করেননি। তিনি জানান, এ ইউনিয়নের অনেক গ্রামের মানুষ করোনা সম্পর্কেই কিছু জানে না যার ফলে করোনার টিকা নিতেও তাদের মাঝে কোন আগ্রহ নেই।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ হোসেন শাফী জানান, করোনার টিকা গ্রহণ নিয়ে এখানকার লোকজনের মাঝে অনীহা রয়েছে। তবে করোনার ভয়াবহতা সম্পর্কে প্রচারণা চালানো হলে টিকা নিতে লোকজন আগ্রহী হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, তাহিরপুর উপজেলার হাওর পাড়ের গ্রামগুলোতে করোনার ভয়াবহতা সম্পর্কে মাইকিং প্রচারণা চালানোর উদ্যোগ নেওয়া হবে। এলাকায় সচেতনতা তৈরির লক্ষ্যে ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও আমরা মাঠে কাজ করে যাচ্ছি। তবে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু হলেই লোকজনের মাঝে টিকা গ্রহণে আগ্রহ সৃষ্টি হবে।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৫ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৬ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৭ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৭ ঘণ্টা আগে