নিজস্ব প্রতিবেদক, সিলেট
১০ দফা দাবিতে জনসভার অনুমতি না পাওয়ার প্রতিবাদে ঝটিকা মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত। আজ রোববার বিকেলে নগরের আম্বরখানা-শাহী ঈদগাহ সড়কে এই বিক্ষোভ মিছিল করে দলটি।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘বলা নাই, কওয়া নাই। আসরের নামাজের পর হঠাৎ করে ঝটিকা মিছিল করে তাঁরা (জামায়াতের নেতা-কর্মী) চলে গেছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি।’ তবে মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বলেন, ‘আম্বরখানা থেকে শাহী ঈদগাহ মিছিল সহকারে যেতে অন্তত ২০-২৫ মিনিট লাগে। আর মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ আরও ২৫-৩০ মিনিট। তাহলে ঝটিকা হইলো কীভাবে? আমরা সব সময়ই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাসী।’
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ‘শান্তিপূর্ণ সভা-সমাবেশ সব রাজনৈতিক দলের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। কিন্তু সিলেটে ও চট্টগ্রামে জামায়াতের শান্তিপূর্ণ জনসভা করতে না দিয়ে সরকার শুধু জামায়াতের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেনি, সংবিধানও লঙ্ঘন করেছে। দেশ-জাতির কঠিন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে সরকার প্রমাণ করেছে তারা ফ্যাসিবাদী শাসনব্যবস্থা থেকে সরে আসতে পারেনি। একই সঙ্গে তারা প্রমাণ করেছে স্থানীয় প্রশাসনকে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে।’
মুহাম্মদ ফখরুল আরও বলেন, ‘বর্তমান সরকারের মাধ্যমে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে আওয়ামী লীগ সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এর আগে আমিরে জামায়াত শফিকুর রহমানসহ সব জাতীয় নেতা ও আলেম-উলামাদের মুক্তি দিতে হবে, জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ দিতে হবে এবং বন্ধ করে দেওয়া কেন্দ্রীয়, জেলা ও মহানগরসহ সব কার্যালয় খুলে দিতে হবে। অন্যথায় জনতার ধৈর্যের বাধ ভেঙে গেলে ফ্যাসিস্ট সরকারের অবৈধ মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে।’ ।
মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী মিছিল পরবর্তী সমাবেশের পরিচালনা করেন। এতে উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমির সোহেল আহমদ, জেলা উত্তর জামায়াতের সেক্রেটারি ও সাবেক জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব, জামায়াত নেতা জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ প্রমুখ।
১০ দফা দাবিতে জনসভার অনুমতি না পাওয়ার প্রতিবাদে ঝটিকা মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত। আজ রোববার বিকেলে নগরের আম্বরখানা-শাহী ঈদগাহ সড়কে এই বিক্ষোভ মিছিল করে দলটি।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘বলা নাই, কওয়া নাই। আসরের নামাজের পর হঠাৎ করে ঝটিকা মিছিল করে তাঁরা (জামায়াতের নেতা-কর্মী) চলে গেছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি।’ তবে মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বলেন, ‘আম্বরখানা থেকে শাহী ঈদগাহ মিছিল সহকারে যেতে অন্তত ২০-২৫ মিনিট লাগে। আর মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ আরও ২৫-৩০ মিনিট। তাহলে ঝটিকা হইলো কীভাবে? আমরা সব সময়ই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাসী।’
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ‘শান্তিপূর্ণ সভা-সমাবেশ সব রাজনৈতিক দলের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। কিন্তু সিলেটে ও চট্টগ্রামে জামায়াতের শান্তিপূর্ণ জনসভা করতে না দিয়ে সরকার শুধু জামায়াতের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেনি, সংবিধানও লঙ্ঘন করেছে। দেশ-জাতির কঠিন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে সরকার প্রমাণ করেছে তারা ফ্যাসিবাদী শাসনব্যবস্থা থেকে সরে আসতে পারেনি। একই সঙ্গে তারা প্রমাণ করেছে স্থানীয় প্রশাসনকে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে।’
মুহাম্মদ ফখরুল আরও বলেন, ‘বর্তমান সরকারের মাধ্যমে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে আওয়ামী লীগ সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এর আগে আমিরে জামায়াত শফিকুর রহমানসহ সব জাতীয় নেতা ও আলেম-উলামাদের মুক্তি দিতে হবে, জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ দিতে হবে এবং বন্ধ করে দেওয়া কেন্দ্রীয়, জেলা ও মহানগরসহ সব কার্যালয় খুলে দিতে হবে। অন্যথায় জনতার ধৈর্যের বাধ ভেঙে গেলে ফ্যাসিস্ট সরকারের অবৈধ মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে।’ ।
মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী মিছিল পরবর্তী সমাবেশের পরিচালনা করেন। এতে উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমির সোহেল আহমদ, জেলা উত্তর জামায়াতের সেক্রেটারি ও সাবেক জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব, জামায়াত নেতা জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ প্রমুখ।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৭ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৮ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৯ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৯ ঘণ্টা আগে