অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কার অর্থনীতি চলতি বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে ৩ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে। যেখানে প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) দেশটির অর্থনীতি ১১ দশমিক ৫ শতাংশ সংকুচিত হয়েছিল। তবে আইএমএফের সহায়তার পর সেই সংকোচন হ্রাস পেয়েছে।
আজ শুক্রবার দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
শ্রীলঙ্কার জনগণনা ও পরিসংখ্যান বিভাগ এক বিবৃতিতে বলেছে, উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং ক্রয়ক্ষমতা হ্রাসের কারণে এ মন্দা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তবে দেশটির কৃষি খাত গত বছরের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু শিল্প খাতে ১১ দশমিক ৫ শতাংশ এবং সেবা খাতে ০ দশমিক ৮ শতাংশ আয় হ্রাস পেয়েছে।
শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক ধারণা করছে, এই বছর মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২ শতাংশ হ্রাস পাবে, যেখানে ২০২২ সালে ৭ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়েছিল। বৈদেশিক মুদ্রার সংকটের কারণে দ্বীপ দেশটির অর্থনীতি এই সংকোচনে পড়েছিল।
এই বছরের প্রথম তিন মাসে অর্থনীতি ১১ দশমিক ৫ শতাংশ সংকুচিত হয়েছে। কিন্তু সরকার মার্চ মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ২ দশমিক ৯ বিলিয়ন ডলার পাওয়ার পর থেকে অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীল হয়েছে।
ফার্স্ট ক্যাপিটালের গবেষণা প্রধান ডিমান্থা ম্যাথিউ বলেন, ‘সংকোচন কমছে। আমরা আশা করছি, দ্বিতীয় ত্রৈমাসিকে এটি আরও কমবে এবং তৃতীয় ত্রৈমাসিক থেকে প্রবৃদ্ধিতে ফিরে আসবে। গত ছয় ত্রৈমাসিকের মধ্যে জুলাই-সেপ্টেম্বরের শ্রীলঙ্কা প্রথম প্রবৃদ্ধি পেতে পারে।’
চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকের প্রবৃদ্ধিতে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের কম মূল্যস্ফীতি সাহায্য করবে। যেখানে ২০২২ সালের তীব্র মূল্যস্ফীতি ছিল। কেন্দ্রীয় ব্যাংক জুন এবং জুলাই মাসে প্রবৃদ্ধির জন্য সুদের হার ৪৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে।
ম্যাথিউ আরও বলেন, ‘আমরা তৃতীয় প্রান্তিকে প্রায় ৮ শতাংশ প্রবৃদ্ধি আশা করছি। কেননা প্রবৃদ্ধি ফিরিয়ে আনতে কৃত্রিমভাবে নানা চেষ্টা চলছে।’
আইএমএফের প্রতিনিধিদল বর্তমানে বর্ধিত তহবিল সুবিধা (ইএফএফ) প্রোগ্রামের প্রথম পর্যালোচনার জন্য শ্রীলঙ্কায় রয়েছে। তারা দ্বীপ দেশটির দ্বিপক্ষীয় এবং বন্ডহোল্ডার ঋণ পুনর্গঠনের অগ্রগতি দেখতে চাইবে।
শ্রীলঙ্কার আন্তর্জাতিক বন্ডহোল্ডাররা বলেছে, কলম্বোর সঙ্গে আলোচনা এগিয়ে যাচ্ছে এবং নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করছে, সম্ভবত আগামী মাসের মধ্যেই তা বাস্তবায়িত হবে।
শ্রীলঙ্কার অর্থনীতি চলতি বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে ৩ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে। যেখানে প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) দেশটির অর্থনীতি ১১ দশমিক ৫ শতাংশ সংকুচিত হয়েছিল। তবে আইএমএফের সহায়তার পর সেই সংকোচন হ্রাস পেয়েছে।
আজ শুক্রবার দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
শ্রীলঙ্কার জনগণনা ও পরিসংখ্যান বিভাগ এক বিবৃতিতে বলেছে, উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং ক্রয়ক্ষমতা হ্রাসের কারণে এ মন্দা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তবে দেশটির কৃষি খাত গত বছরের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু শিল্প খাতে ১১ দশমিক ৫ শতাংশ এবং সেবা খাতে ০ দশমিক ৮ শতাংশ আয় হ্রাস পেয়েছে।
শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক ধারণা করছে, এই বছর মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২ শতাংশ হ্রাস পাবে, যেখানে ২০২২ সালে ৭ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়েছিল। বৈদেশিক মুদ্রার সংকটের কারণে দ্বীপ দেশটির অর্থনীতি এই সংকোচনে পড়েছিল।
এই বছরের প্রথম তিন মাসে অর্থনীতি ১১ দশমিক ৫ শতাংশ সংকুচিত হয়েছে। কিন্তু সরকার মার্চ মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ২ দশমিক ৯ বিলিয়ন ডলার পাওয়ার পর থেকে অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীল হয়েছে।
ফার্স্ট ক্যাপিটালের গবেষণা প্রধান ডিমান্থা ম্যাথিউ বলেন, ‘সংকোচন কমছে। আমরা আশা করছি, দ্বিতীয় ত্রৈমাসিকে এটি আরও কমবে এবং তৃতীয় ত্রৈমাসিক থেকে প্রবৃদ্ধিতে ফিরে আসবে। গত ছয় ত্রৈমাসিকের মধ্যে জুলাই-সেপ্টেম্বরের শ্রীলঙ্কা প্রথম প্রবৃদ্ধি পেতে পারে।’
চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকের প্রবৃদ্ধিতে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের কম মূল্যস্ফীতি সাহায্য করবে। যেখানে ২০২২ সালের তীব্র মূল্যস্ফীতি ছিল। কেন্দ্রীয় ব্যাংক জুন এবং জুলাই মাসে প্রবৃদ্ধির জন্য সুদের হার ৪৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে।
ম্যাথিউ আরও বলেন, ‘আমরা তৃতীয় প্রান্তিকে প্রায় ৮ শতাংশ প্রবৃদ্ধি আশা করছি। কেননা প্রবৃদ্ধি ফিরিয়ে আনতে কৃত্রিমভাবে নানা চেষ্টা চলছে।’
আইএমএফের প্রতিনিধিদল বর্তমানে বর্ধিত তহবিল সুবিধা (ইএফএফ) প্রোগ্রামের প্রথম পর্যালোচনার জন্য শ্রীলঙ্কায় রয়েছে। তারা দ্বীপ দেশটির দ্বিপক্ষীয় এবং বন্ডহোল্ডার ঋণ পুনর্গঠনের অগ্রগতি দেখতে চাইবে।
শ্রীলঙ্কার আন্তর্জাতিক বন্ডহোল্ডাররা বলেছে, কলম্বোর সঙ্গে আলোচনা এগিয়ে যাচ্ছে এবং নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করছে, সম্ভবত আগামী মাসের মধ্যেই তা বাস্তবায়িত হবে।
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
৩৬ মিনিট আগেবাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার চায় পাকিস্তান। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ গতকাল বুধবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) গুলশান কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. হাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন। এ জন্য যৌথ বিজন
১ ঘণ্টা আগেআগামী বছরের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিভিন্ন ক্যাটাগরির স্টল/প্যাভিলিয়ন/রেস্টুরেন্ট বরাদ্দের প্রক্রিয়া অনলাইনে করার জন্য মেলার আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) নতুন সফটওয়্যার তৈরি করেছে।
১ ঘণ্টা আগেক্যাপিটাল গেইন বা মূলধনি মুনাফার ওপর বিদ্যমান কর স্থগিত করা এবং সিকিউরিটিজ লেনদেনের ওপর অগ্রিম আয়কর কমানোর দাবি জানিয়েছে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। অর্থ উপদেষ্টাকে চিঠি দিয়েছে সংগঠনটি।
২ ঘণ্টা আগে