Ajker Patrika

শেখ হাসিনার আমলের বৈদেশিক চুক্তিগুলো পর্যালোচনা করবে শ্বেতপত্র কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২১: ১২
শেখ হাসিনার আমলের বৈদেশিক চুক্তিগুলো পর্যালোচনা করবে শ্বেতপত্র কমিটি

শেখ হাসিনা সরকারের সময় বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে জ্বালানি চুক্তিসহ যেসব ঋণচুক্তি হয়েছে, সেগুলো পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, ‘বৈদেশিক চুক্তিগুলো যদি প্রয়োজন হয়, তাহলে দেখা হবে।’ 

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের নাজিয়া সালমা সম্মেলনকক্ষে শ্বেতপত্র কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ড. দেবপ্রিয়। বৈঠকে সভাপতিত্বও করেন তিনি।

ড. দেবপ্রিয় বলেন, ‘আজকের বৈঠকে আমরা ঠিক করলাম, কোন সদস্য কী বিষয়ে দায়িত্ব পালন করবেন। আমাদের ইস্যুগুলো নিয়ে ঢাকা, ঢাকার বাইরে এবং বিদেশেও যাঁরা বিশেষজ্ঞ আছেন, তাঁদের সঙ্গে মতবিনিময় করা হবে। আগামী দুই মাসের মধ্যেই কার্যক্রম গুছিয়ে আনা হবে।’

অর্থনীতির প্রতিটি খাত নিয়ে পর্যালোচনার করা হবে বলে জানিয়ে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘জ্বালানি, প্রাতিষ্ঠানিক, ব্যাংক, রাজস্ব খাত, অর্থ পাচার, বৈষম্য, দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা ও মতামত সদস্যদের মধ্যে শেয়ার করা হবে।’

দেবপ্রিয় ছাড়াও শ্বেতপত্র প্রণয়ন কমিটির অন্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁরা হলেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন, বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এ কে এনামুল হক, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রধান নির্বাহী ফেরদৌস আরা বেগম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ইমরান মতিন।

এ ছাড়া কমিটির সদস্য বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো কাজী ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ম তামিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা চেয়ার তাসনিম আরিফা সিদ্দিকী বৈঠকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

ঈদের ছুটিতে কৃষি প্রকল্পে পাতানো দরপত্র

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

এশিয়ার সেরা সুপ্ত সম্ভাবনা বাংলাদেশের স্বাস্থ্য খাত, বিপুল বিনিয়োগের সুযোগ

ডিবিপ্রধানকে সরানোর সঙ্গে মডেল মেঘনার ঘটনার সম্পর্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত