নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সদ্য সমাপ্ত নভেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১৫৫ কোটি ৩৭ লাখ (১ দশমিক ৫৫ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি গত বছরের একই সময়ের চেয়ে ৫২ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ২৫ শতাংশ কম।
গত বছরের নভেম্বর মাসে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ২০৭ কোটি ৮৭ লাখ ডলার। এ হিসাবে এ বছরের নভেম্বরে আগের বছরের তুলনায় রেমিট্যান্স এসেছে ৫২ কোটি ৫০ লাখ ডলার বা ২৫ দশমিক ২৫ শতাংশ কম।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নভেম্বরে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ গত ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের মে মাসের দেশে সর্বনিম্ন ১৫০ কোটি ডলার রেমিট্যান্স আসে। এ ছাড়া মহামারি করোনা পরিস্থিতির মধ্যেও উচ্চ প্রবাহের ধারায় থাকা রেমিট্যান্স গত ছয় মাস ধরেই নিম্নমুখী।
প্রতিবেদনে জানানো হয়, ২০২১-২২ অর্থবছরের জুলাই-নভেম্বর—এই পাঁচ মাসে দেশে ৮৬০ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২২৮ কোটি ৫২ লাখ ডলার (প্রায় ২১ শতাংশ) কম। ২০২০-২১ অর্থবছরে প্রথম পাঁচ মাসে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ৮৯ কোটি ৪১ লাখ ডলার।
এ ছাড়া ২০২০-২১ অর্থবছরের প্রায় পুরো সময় রেমিট্যান্সের উচ্চ প্রবাহ বজায় থাকায় রেকর্ড ২ হাজার ৪৭৮ কোটি ডলার রেমিট্যান্স দেশে আসে, যা তার আগের অর্থবছর (২০১৯-২০) এর চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি ছিল। গত অর্থবছরের ১২ মাসের মধ্যে সাত মাসের প্রতি মাসে ২০০ কোটি ডলারের ওপরে রেমিট্যান্স দেশে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, নভেম্বরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ৩০ কোটি ৯৪ লাখ ডলার। বিশেষায়িত দুটি ব্যাংকের মধ্যে একটির মাধ্যমে ৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। আর বেসরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এ মাসে ১২০ কোটি ৬৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৭৪ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সদ্য সমাপ্ত নভেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১৫৫ কোটি ৩৭ লাখ (১ দশমিক ৫৫ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি গত বছরের একই সময়ের চেয়ে ৫২ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ২৫ শতাংশ কম।
গত বছরের নভেম্বর মাসে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ২০৭ কোটি ৮৭ লাখ ডলার। এ হিসাবে এ বছরের নভেম্বরে আগের বছরের তুলনায় রেমিট্যান্স এসেছে ৫২ কোটি ৫০ লাখ ডলার বা ২৫ দশমিক ২৫ শতাংশ কম।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নভেম্বরে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ গত ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের মে মাসের দেশে সর্বনিম্ন ১৫০ কোটি ডলার রেমিট্যান্স আসে। এ ছাড়া মহামারি করোনা পরিস্থিতির মধ্যেও উচ্চ প্রবাহের ধারায় থাকা রেমিট্যান্স গত ছয় মাস ধরেই নিম্নমুখী।
প্রতিবেদনে জানানো হয়, ২০২১-২২ অর্থবছরের জুলাই-নভেম্বর—এই পাঁচ মাসে দেশে ৮৬০ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২২৮ কোটি ৫২ লাখ ডলার (প্রায় ২১ শতাংশ) কম। ২০২০-২১ অর্থবছরে প্রথম পাঁচ মাসে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ৮৯ কোটি ৪১ লাখ ডলার।
এ ছাড়া ২০২০-২১ অর্থবছরের প্রায় পুরো সময় রেমিট্যান্সের উচ্চ প্রবাহ বজায় থাকায় রেকর্ড ২ হাজার ৪৭৮ কোটি ডলার রেমিট্যান্স দেশে আসে, যা তার আগের অর্থবছর (২০১৯-২০) এর চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি ছিল। গত অর্থবছরের ১২ মাসের মধ্যে সাত মাসের প্রতি মাসে ২০০ কোটি ডলারের ওপরে রেমিট্যান্স দেশে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, নভেম্বরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ৩০ কোটি ৯৪ লাখ ডলার। বিশেষায়িত দুটি ব্যাংকের মধ্যে একটির মাধ্যমে ৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। আর বেসরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এ মাসে ১২০ কোটি ৬৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৭৪ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
১৪৭ কোটি টাকা ব্যয় বৃদ্ধি করে চতুর্থ দফায় ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এক্সটার্নাল টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন’ প্রকল্পের মেয়াদ বাড়ছে দুই বছর। প্রকল্পটির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ৩১ মার্চ।
১ মিনিট আগেপুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড গত চার বছরে ৮৭২ কোটি টাকার বেশি লোকসান করেছে, যা কোম্পানির পরিশোধিত মূলধনের সাড়ে ছয় গুণের বেশি। ধারাবাহিক লোকসান এবং ঋণখেলাপির কারণে কোম্পানিটি ২০২৩ সালের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।
৮ মিনিট আগেশ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসার পরিস্থিতি পর্যালোচনা করে সুপারিশ দিতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করে গতকাল রোববার প্রজ্ঞাপন জ
৭ ঘণ্টা আগেনভেম্বরের প্রথম ২৩ দিনে প্রবাসীরা ১৭৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ধারাবাহিক বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্স ২.২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
৮ ঘণ্টা আগে