কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে রাষ্ট্রীয় সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। গত রোববার রাত ১টা থেকে কারখানাটিতে উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন সিইউএফএলের কর্মকর্তারা।
এর আগে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস-সংকটের কারণে গত ৯ ফেব্রুয়ারি থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানাটিতে ইউরিয়া সারের পাশাপাশি অ্যামোনিয়াও উৎপাদিত হয়। পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য সম্পূর্ণ গ্যাসনির্ভর এ কারখানায় দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। আট মাস উৎপাদন বন্ধের কারণে ১ হাজার ৮১৫ কোটি ৩৬ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, যান্ত্রিক ত্রুটি ও গ্যাস-সংকটের কারণে গত ৯ ফেব্রুয়ারি থেকে কারখানায় ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ ছিল। রোববার রাত ১টা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। চাহিদামতো গ্যাস পাওয়া গেলে দেশের কৃষি খাতে বিরাট ভূমিকা রাখবে এ কারখানা। দীর্ঘদিন বন্ধ থাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। এখন কারখানায় উৎপাদনের প্রক্রিয়া শুরু হওয়ায় শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
কারখানা সূত্রে জানা যায়, বিসিআইসির নিয়ন্ত্রণাধীন এ কারখানায় প্রতিদিন গড়ে ১ হাজার ২০০ টন ইউরিয়া সার ও ৮০০ টন অ্যামোনিয়া উৎপাদিত হয়। কারখানার উৎপাদিত এসব সার বিসিআইসির ডিলারদের মাধ্যমে প্রতি টন ইউরিয়া ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। এতে ইউরিয়া সার থেকে প্রতিদিন আয় হয় ৩ কোটি টাকা। আর প্রতি টন অ্যামোনিয়া বিক্রি হয় ৫৪ হাজার টাকা। এতে মোট ৪ কোটি ৩২ লাখ টাকার দৈনিক অ্যামোনিয়া উৎপাদন হয়।
জানা যায়, ১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পারে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সার কারখানাটি প্রতিষ্ঠা করা হয়। কারখানায় উৎপাদন শুরু হওয়ার সময় দৈনিক ১ হাজার ৭০০ টন হিসাবে বার্ষিক ৫ লাখ ৬১ হাজার টন ইউরিয়া উৎপাদনের ক্ষমতা থাকলেও বর্তমানে ১ হাজার ২০০ টন উৎপাদিত হচ্ছে। পাশাপাশি দৈনিক ৮০০ টন হিসাবে বার্ষিক ৩ লাখ ১০ টন অ্যামোনিয়া উৎপাদন করা যায় এ কারখানায়।
দেশে ইউরিয়া সারের চাহিদা বছরে প্রায় ২৬ লাখ টন। তার মধ্যে সিইউএফএলসহ বিসিআইসির অন্যান্য কারখানা প্রায় ১০ লাখ টন ইউরিয়া উৎপাদন করে। অবশিষ্ট ১৬ লাখ টন ইউরিয়া উচ্চমূল্যে আমদানি করতে হয়।
দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে রাষ্ট্রীয় সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। গত রোববার রাত ১টা থেকে কারখানাটিতে উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন সিইউএফএলের কর্মকর্তারা।
এর আগে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস-সংকটের কারণে গত ৯ ফেব্রুয়ারি থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানাটিতে ইউরিয়া সারের পাশাপাশি অ্যামোনিয়াও উৎপাদিত হয়। পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য সম্পূর্ণ গ্যাসনির্ভর এ কারখানায় দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। আট মাস উৎপাদন বন্ধের কারণে ১ হাজার ৮১৫ কোটি ৩৬ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, যান্ত্রিক ত্রুটি ও গ্যাস-সংকটের কারণে গত ৯ ফেব্রুয়ারি থেকে কারখানায় ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ ছিল। রোববার রাত ১টা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। চাহিদামতো গ্যাস পাওয়া গেলে দেশের কৃষি খাতে বিরাট ভূমিকা রাখবে এ কারখানা। দীর্ঘদিন বন্ধ থাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। এখন কারখানায় উৎপাদনের প্রক্রিয়া শুরু হওয়ায় শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
কারখানা সূত্রে জানা যায়, বিসিআইসির নিয়ন্ত্রণাধীন এ কারখানায় প্রতিদিন গড়ে ১ হাজার ২০০ টন ইউরিয়া সার ও ৮০০ টন অ্যামোনিয়া উৎপাদিত হয়। কারখানার উৎপাদিত এসব সার বিসিআইসির ডিলারদের মাধ্যমে প্রতি টন ইউরিয়া ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। এতে ইউরিয়া সার থেকে প্রতিদিন আয় হয় ৩ কোটি টাকা। আর প্রতি টন অ্যামোনিয়া বিক্রি হয় ৫৪ হাজার টাকা। এতে মোট ৪ কোটি ৩২ লাখ টাকার দৈনিক অ্যামোনিয়া উৎপাদন হয়।
জানা যায়, ১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পারে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সার কারখানাটি প্রতিষ্ঠা করা হয়। কারখানায় উৎপাদন শুরু হওয়ার সময় দৈনিক ১ হাজার ৭০০ টন হিসাবে বার্ষিক ৫ লাখ ৬১ হাজার টন ইউরিয়া উৎপাদনের ক্ষমতা থাকলেও বর্তমানে ১ হাজার ২০০ টন উৎপাদিত হচ্ছে। পাশাপাশি দৈনিক ৮০০ টন হিসাবে বার্ষিক ৩ লাখ ১০ টন অ্যামোনিয়া উৎপাদন করা যায় এ কারখানায়।
দেশে ইউরিয়া সারের চাহিদা বছরে প্রায় ২৬ লাখ টন। তার মধ্যে সিইউএফএলসহ বিসিআইসির অন্যান্য কারখানা প্রায় ১০ লাখ টন ইউরিয়া উৎপাদন করে। অবশিষ্ট ১৬ লাখ টন ইউরিয়া উচ্চমূল্যে আমদানি করতে হয়।
আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। পাশাপাশি রোজার ইফতারির অন্যতম অনুষঙ্গ এই পণ্যের ওপর থাকা অগ্রিম করও পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। সরকারের নির্দেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে। তবে খেজুর আমদানির অযৌক্তিক ট্যারিফ ভ্যালু...
৮ ঘণ্টা আগেদেশের বাজারে ফের সোনার দাম বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেট সোনার ভরির নতুন দাম ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। দাম বৃদ্ধির কারণ ও বিস্তারিত জানতে পড়ুন।
৮ ঘণ্টা আগেপুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন জুতা প্রস্তুতকারক ও রপ্তানিকারক তিন কোম্পানির কাছে প্রস্তুতকৃত চামড়া বিক্রি করা সিদ্ধান্ত নিয়েছে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেড। এ লক্ষ্যে শিগগিরই হবে চুক্তি। চুক্তির আওতায় বছরে ১৬ কোটি টাকার চামড়া বিক্রি করবে এপেক্স ট্যানারি।
৮ ঘণ্টা আগেফলজাত পণ্য রপ্তানির জন্য বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক। স্থানীয়ভাবে উৎপাদিত ফলজাত পাল্প থেকে প্রস্তুত করা জুস ও ড্রিংকস রপ্তানির বিপরীতে রপ্তানিকারকেরা এখন মোট রপ্তানি আয়ের ১০ শতাংশ নগদ প্রণোদনা পাবেন। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ
৯ ঘণ্টা আগে