নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরিবর্তিত পরিস্থিতিতে চলতি বছরের জুনের পর অর্থনীতির যে নিম্নগতি ও রুগ্ণ চেহারা লক্ষ করা গেছে, সেটি ছিল ভীষণ উদ্বেগজনক। তা সত্ত্বেও অর্থনীতির মূল স্তম্ভ কৃষি, শিল্প, সেবা ও নির্মাণ খাতসহ বিনির্মাণের অন্য কারিগরেরা থাকেননি বসে। নানা রকম প্রতিবন্ধকতার মধ্যেও তাঁরা উৎপাদন ও সেবা সরবরাহে থেকেছেন সচল। যার ওপর ভর করে অর্থনীতি একটু একটু করে ঊর্ধ্বমুখী হতে শুরু করে। সে ধারাবাহিকতায় সংকোচনের ধারায় আবর্তিত অর্থনীতি গত অক্টোবরে ফিরেছে সম্প্রসারণের ধারায়। এর মধ্য দিয়ে তিন মাস পর প্রবৃদ্ধির ছোঁয়া লাগল দেশের অর্থনীতিতে।
অর্থনীতির হালনাগাদ অবস্থায় তৈরি করা ‘পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স’ বা পিএমআই সূচক প্রতিবেদনে এমন তথ্যই স্পষ্ট হয়ে উঠেছে। প্রধান চারটি খাত কৃষি, শিল্প, সেবা ও নির্মাণ খাতে অর্থনীতি কতটা সংকোচন ঘটল বা সম্প্রসারিত হলো, তার জরিপভিত্তিক মানদণ্ড নির্ধারণ করে প্রতি মাসে এ সূচকটি যৌথভাবে প্রকাশ করে আসছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ (পিই)।
গতকাল বৃহস্পতিবার এমসিসিআইর এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা পিএমআই সূচকে দাবি করা হয়েছে, অক্টোবরের অর্থনীতি সেপ্টেম্বরের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ৫৫ দশমিক ৭ পয়েন্টে উঠেছে। এ সময় অর্থনীতির মূল চারটি খাতেরই সম্প্রসারণ ঘটেছে। এর মানে হচ্ছে, সংকোচনমুখী প্রবণতার ব্র্যাকেটবন্দী থেকে বেরিয়ে অর্থনীতি হাঁটতে শুরু করেছে সম্প্রসারণমূলক ধারায়।
মোট ১০০ নম্বরের মধ্যে এই পিএমআই সূচক প্রণয়ন করা হয়। পিএমআই মান ৫০-এর নিচে থাকার অর্থ হলো, অর্থনীতি সংকুচিত হয়েছে। তার বেশি হলে সম্প্রসারণ বোঝায়।
প্রতিবেদনমতে, অক্টোবরে অর্থনীতির মূল চারটি খাতের মধ্যে কৃষির পিএমআই সূচক দাঁড়িয়েছে ৫৩ পয়েন্ট, আগের মাসে যা ছিল ৪৭ পয়েন্ট। উৎপাদন খাতের সূচকের মান ছিল ৫৬ দশমিক ৬ পয়েন্ট। এই খাত অবশ্য অক্টোবরেও সম্প্রসারণের ধারায় ছিল। সেই মাসে এই সূচকের মান ছিল ৫২ দশমিক ৬ পয়েন্ট। এ ছাড়া নির্মাণ খাতের পিএমআই মান ছিল ৫০ দশমিক ১ পয়েন্ট, আগের মাসে যা ছিল ৪৬ পয়েন্ট। সেবা খাতের পিএমআই মান ছিল ৫৬ দশমিক ৯, আগের মাসে যা ছিল ৪৯ দশমিক ৪।
অক্টোবরের প্রতিবেদনে বলা হয়, কৃষি খাতের নতুন ব্যবসা ও অন্যান্য তৎপরতায় গতি এসেছে, যদিও এই খাতে কর্মসংস্থানের হার কমছে। উৎপাদন খাতের নতুন ব্যবসা, রপ্তানি, কারখানার উৎপাদন—সব ক্ষেত্রেই গতি এসেছে। কিন্তু এই খাতের আমদানি, কর্মসংস্থান, সরবরাহ—এসব ক্ষেত্রে এখনো সংকোচনের ধারা অব্যাহত রয়েছে। গত মাসে নির্মাণ খাতের সম্প্রসারণ হলেও গতি ছিল অন্যান্য খাতের মধ্যে সবচেয়ে কম।
প্রতিবেদনে বলা হয়েছে, তিন মাস পর অর্থনীতি সম্প্রসারণের ধারায় ফিরলেও চ্যালেঞ্জ রয়ে গেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্দোলন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়া, প্রশাসনিক কাজের গতি কমে যাওয়া—এগুলোকে চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে। এই পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, ভবিষ্যতে অর্থনীতির মূল চারটি খাতের সম্প্রসারণ হবে ঠিক, কিন্তু গতি কমে যাবে।
এর আগে গত জুলাইয়ে দেশের অর্থনীতির প্রধান চারটি খাত সংকুচিত হয়। পিএমআই সূচকের মান ৩৬ দশমিক ৯-এ নেমে আসে, জুনে যা ছিল ৬৩ দশমিক ৯। অর্থাৎ এক মাসের ব্যবধানে দেশে পিএমআই সূচকের মান কমে যায় ২৭ পয়েন্ট। এরপর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়। সেপ্টেম্বরে পিএমআই সূচক ছিল ৪৯ দশমিক ৭, যা আগস্টে ছিল ৪৩ দশমিক ৫।
পরিবর্তিত পরিস্থিতিতে চলতি বছরের জুনের পর অর্থনীতির যে নিম্নগতি ও রুগ্ণ চেহারা লক্ষ করা গেছে, সেটি ছিল ভীষণ উদ্বেগজনক। তা সত্ত্বেও অর্থনীতির মূল স্তম্ভ কৃষি, শিল্প, সেবা ও নির্মাণ খাতসহ বিনির্মাণের অন্য কারিগরেরা থাকেননি বসে। নানা রকম প্রতিবন্ধকতার মধ্যেও তাঁরা উৎপাদন ও সেবা সরবরাহে থেকেছেন সচল। যার ওপর ভর করে অর্থনীতি একটু একটু করে ঊর্ধ্বমুখী হতে শুরু করে। সে ধারাবাহিকতায় সংকোচনের ধারায় আবর্তিত অর্থনীতি গত অক্টোবরে ফিরেছে সম্প্রসারণের ধারায়। এর মধ্য দিয়ে তিন মাস পর প্রবৃদ্ধির ছোঁয়া লাগল দেশের অর্থনীতিতে।
অর্থনীতির হালনাগাদ অবস্থায় তৈরি করা ‘পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স’ বা পিএমআই সূচক প্রতিবেদনে এমন তথ্যই স্পষ্ট হয়ে উঠেছে। প্রধান চারটি খাত কৃষি, শিল্প, সেবা ও নির্মাণ খাতে অর্থনীতি কতটা সংকোচন ঘটল বা সম্প্রসারিত হলো, তার জরিপভিত্তিক মানদণ্ড নির্ধারণ করে প্রতি মাসে এ সূচকটি যৌথভাবে প্রকাশ করে আসছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ (পিই)।
গতকাল বৃহস্পতিবার এমসিসিআইর এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা পিএমআই সূচকে দাবি করা হয়েছে, অক্টোবরের অর্থনীতি সেপ্টেম্বরের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ৫৫ দশমিক ৭ পয়েন্টে উঠেছে। এ সময় অর্থনীতির মূল চারটি খাতেরই সম্প্রসারণ ঘটেছে। এর মানে হচ্ছে, সংকোচনমুখী প্রবণতার ব্র্যাকেটবন্দী থেকে বেরিয়ে অর্থনীতি হাঁটতে শুরু করেছে সম্প্রসারণমূলক ধারায়।
মোট ১০০ নম্বরের মধ্যে এই পিএমআই সূচক প্রণয়ন করা হয়। পিএমআই মান ৫০-এর নিচে থাকার অর্থ হলো, অর্থনীতি সংকুচিত হয়েছে। তার বেশি হলে সম্প্রসারণ বোঝায়।
প্রতিবেদনমতে, অক্টোবরে অর্থনীতির মূল চারটি খাতের মধ্যে কৃষির পিএমআই সূচক দাঁড়িয়েছে ৫৩ পয়েন্ট, আগের মাসে যা ছিল ৪৭ পয়েন্ট। উৎপাদন খাতের সূচকের মান ছিল ৫৬ দশমিক ৬ পয়েন্ট। এই খাত অবশ্য অক্টোবরেও সম্প্রসারণের ধারায় ছিল। সেই মাসে এই সূচকের মান ছিল ৫২ দশমিক ৬ পয়েন্ট। এ ছাড়া নির্মাণ খাতের পিএমআই মান ছিল ৫০ দশমিক ১ পয়েন্ট, আগের মাসে যা ছিল ৪৬ পয়েন্ট। সেবা খাতের পিএমআই মান ছিল ৫৬ দশমিক ৯, আগের মাসে যা ছিল ৪৯ দশমিক ৪।
অক্টোবরের প্রতিবেদনে বলা হয়, কৃষি খাতের নতুন ব্যবসা ও অন্যান্য তৎপরতায় গতি এসেছে, যদিও এই খাতে কর্মসংস্থানের হার কমছে। উৎপাদন খাতের নতুন ব্যবসা, রপ্তানি, কারখানার উৎপাদন—সব ক্ষেত্রেই গতি এসেছে। কিন্তু এই খাতের আমদানি, কর্মসংস্থান, সরবরাহ—এসব ক্ষেত্রে এখনো সংকোচনের ধারা অব্যাহত রয়েছে। গত মাসে নির্মাণ খাতের সম্প্রসারণ হলেও গতি ছিল অন্যান্য খাতের মধ্যে সবচেয়ে কম।
প্রতিবেদনে বলা হয়েছে, তিন মাস পর অর্থনীতি সম্প্রসারণের ধারায় ফিরলেও চ্যালেঞ্জ রয়ে গেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্দোলন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়া, প্রশাসনিক কাজের গতি কমে যাওয়া—এগুলোকে চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে। এই পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, ভবিষ্যতে অর্থনীতির মূল চারটি খাতের সম্প্রসারণ হবে ঠিক, কিন্তু গতি কমে যাবে।
এর আগে গত জুলাইয়ে দেশের অর্থনীতির প্রধান চারটি খাত সংকুচিত হয়। পিএমআই সূচকের মান ৩৬ দশমিক ৯-এ নেমে আসে, জুনে যা ছিল ৬৩ দশমিক ৯। অর্থাৎ এক মাসের ব্যবধানে দেশে পিএমআই সূচকের মান কমে যায় ২৭ পয়েন্ট। এরপর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়। সেপ্টেম্বরে পিএমআই সূচক ছিল ৪৯ দশমিক ৭, যা আগস্টে ছিল ৪৩ দশমিক ৫।
সরকার ঘোষিত নিম্নতম মজুরির কমে কাউকে মজুরি দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। আজ বৃহস্পতিবার হেমায়েতপুর চামড়াশিল্প নগরীতে আয়োজিত ট্যানারি শ্রমিকদের এক জনসভায় এ দাবি জানান ইউনিয়ন নেতৃবৃন্দ
১ ঘণ্টা আগেঢাকার আমিনবাজারে ও প্রস্তাবিত ঢাকা-হেমায়েতপুর মেট্রোরেল লাইনের পাশেই গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম টেকসই জীবনযাপনের সুবিধা নিয়ে আধুনিক টাউনশিপ ‘বাংলা বসতি’। ৩০ পারসেন্ট ডাউন-পেমেন্টের টাকা পরিশোধের মাধ্যমেই গ্রাহকদের সাফ-কবলা দলিলের মাধ্যমে জমির মালিকানা বুঝিয়ে দেওয়া ও পরবর্তী ৫ বছরে গড়পড়তা বাড়িভাড়ার স
১ ঘণ্টা আগেফারহা নাজ জামানকে চিফ মার্কেটিং অফিসার (সিএমও) এবং সোলায়মান আলমকে চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) হিসেবে নিয়োগ দিয়েছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে এ নিয়োগ কার্যকর হবে। তাঁরা হবেন গ্রামীণফোন ব্যবস্থাপনা দলের গুরুত্বপূর্ণ সদস্য। এই নিয়োগের আগে
২ ঘণ্টা আগেজিপিএইচ ইস্পাত লিমিটেডের ১৮ তম বার্ষিক সাধারণ সভা আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির।
২ ঘণ্টা আগে