Ajker Patrika

ক্রেতাসংকটে পুঁজিবাজারে বড় দরপতন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৯: ৫২
ক্রেতাসংকটে পুঁজিবাজারে বড় দরপতন

নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। গতকাল রোববার শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপ বেশি ছিল। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে দিনের সর্বোচ্চ পরিমাণ। লেনদেন পাঁচ শ কোটি টাকার নিচে নেমেছে। 

লেনদেনের সময় যত গড়িয়েছে, বাজারে ক্রেতাসংকট তত বেড়েছে। অনেক কোম্পানির শেয়ার দিনের সর্বনিম্ন দামে বিক্রির চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন অনেকেই। 

হাতবদল হওয়া সিকিউরিটিজের মধ্যে দর বেড়েছে ১৮টি, কমেছে ৩৬৬টির এবং ১৪টির লেনদেন হয়েছে আগের দরে। এতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২৫ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। 

দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৮০ কোটি ৮৯ লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ৯৯৯ কোটি ১ লাখ টাকা। লেনদেন কমেছে ৪১৮ কোটি ১২ লাখ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত