বিজ্ঞপ্তি
সাউথইস্ট ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেমের সঙ্গে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক গোলাম রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ করেছে।
সৌজন্য সাক্ষাৎ মূল লক্ষ্য ছিল উভয় প্রতিষ্ঠানের আস্থা ও ব্যাংকিং সম্পর্ক শক্তিশালী করা এবং ব্যাংকের আর্থিক সেবা ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের নতুন উপায় অনুসন্ধান করা। প্রতিনিধিদলের পক্ষ থেকে সাউথইস্ট ব্যাংকের শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে কার্যক্রমকে ইতিবাচক হিসেবে চিহ্নিত করা হয় এবং ব্যাংকের আর্থিক সেবার মানের ভূয়সী প্রশংসা করা হয়।
বৈঠকে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেমকে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মিশন কর্তৃক পরিচালিত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলো পরিদর্শনের জন্য সবিনয় আমন্ত্রণ জানানো হয়।
সাক্ষাৎকালে সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাছুম উদ্দিন খান এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের জেনারেল সেক্রেটারি এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার আ ফ ম গোলাম শারফুদ্দিন, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ মহিউদ্দিন এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাশেম বলেন, ‘সাউথইস্ট ব্যাংক সব সময় দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নই দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের অন্যতম হাতিয়ার এবং এই লক্ষ্য অর্জনে আমাদের সহযোগিতার হাত সর্বদাই প্রসারিত থাকবে।’
প্রফেসর গোলাম রহমান বলেন, ‘ঢাকা আহ্ছানিয়া মিশন ও আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষার উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। সাউথইস্ট ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে আমরা আরও সহজ এবং ব্যাপকভাবে শিক্ষা বিস্তারে অবদান রাখতে পারব।’
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন শিক্ষা খাতে উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বিশেষ শিক্ষার্থী অ্যাকাউন্ট, শিক্ষা ঋণ এবং গবেষণা তহবিলের মাধ্যমে শিক্ষা খাতে ব্যাংকের অবদান রাখার উদাহরণ তুলে করেন। তিনি আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ব্যাংকের টিউশন ফি কালেকশন সেবা, পে-রোল ব্যাংকিং, ক্রেডিট কার্ড সেবা এবং এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সাউথইস্ট এডুফিন’-এর সুবিধা এবং প্লেসমেন্ট অব ফান্ডের সম্ভাবনার ওপর আলোকপাত করেন।
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক ব্যাংকের উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের জন্য আর্থিক সেবার সহজলভ্যতা বৃদ্ধি, গবেষণা ও উন্নয়নে সহায়তা এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ সৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করেন।
সাউথইস্ট ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেমের সঙ্গে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক গোলাম রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ করেছে।
সৌজন্য সাক্ষাৎ মূল লক্ষ্য ছিল উভয় প্রতিষ্ঠানের আস্থা ও ব্যাংকিং সম্পর্ক শক্তিশালী করা এবং ব্যাংকের আর্থিক সেবা ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের নতুন উপায় অনুসন্ধান করা। প্রতিনিধিদলের পক্ষ থেকে সাউথইস্ট ব্যাংকের শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে কার্যক্রমকে ইতিবাচক হিসেবে চিহ্নিত করা হয় এবং ব্যাংকের আর্থিক সেবার মানের ভূয়সী প্রশংসা করা হয়।
বৈঠকে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেমকে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মিশন কর্তৃক পরিচালিত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলো পরিদর্শনের জন্য সবিনয় আমন্ত্রণ জানানো হয়।
সাক্ষাৎকালে সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাছুম উদ্দিন খান এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের জেনারেল সেক্রেটারি এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার আ ফ ম গোলাম শারফুদ্দিন, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ মহিউদ্দিন এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাশেম বলেন, ‘সাউথইস্ট ব্যাংক সব সময় দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নই দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের অন্যতম হাতিয়ার এবং এই লক্ষ্য অর্জনে আমাদের সহযোগিতার হাত সর্বদাই প্রসারিত থাকবে।’
প্রফেসর গোলাম রহমান বলেন, ‘ঢাকা আহ্ছানিয়া মিশন ও আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষার উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। সাউথইস্ট ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে আমরা আরও সহজ এবং ব্যাপকভাবে শিক্ষা বিস্তারে অবদান রাখতে পারব।’
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন শিক্ষা খাতে উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বিশেষ শিক্ষার্থী অ্যাকাউন্ট, শিক্ষা ঋণ এবং গবেষণা তহবিলের মাধ্যমে শিক্ষা খাতে ব্যাংকের অবদান রাখার উদাহরণ তুলে করেন। তিনি আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ব্যাংকের টিউশন ফি কালেকশন সেবা, পে-রোল ব্যাংকিং, ক্রেডিট কার্ড সেবা এবং এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সাউথইস্ট এডুফিন’-এর সুবিধা এবং প্লেসমেন্ট অব ফান্ডের সম্ভাবনার ওপর আলোকপাত করেন।
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক ব্যাংকের উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের জন্য আর্থিক সেবার সহজলভ্যতা বৃদ্ধি, গবেষণা ও উন্নয়নে সহায়তা এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ সৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করেন।
বিশ্বব্যাপী ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এর ফলে দেশে ব্যবসায়িক পরিবেশে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা (এসএমই) বলছেন, আইনশৃঙ্খলার অবনতি, ব্যবসায়িক হয়রানি...
১ মিনিট আগেজমে উঠেছে বিজিএমইএ নির্বাচন। আগামী ৩১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠনের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন। এ উপলক্ষে গতকাল শনিবার উত্তরার কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই প্রধান প্যানেল—‘সম্মিলিত পরিষদ’ ও ‘সম্মিলিত ফোরাম’-এর প্রার্থীরা।
৩ মিনিট আগেকর্মসংস্থান ব্যাংকের চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক ও শাখা ব্যবস্থাপক এবং মাঠকর্মীদের অংশগ্রহণে শুক্রবার (২৫ এপ্রিল) বান্দরবানে ‘ব্যবসায়িক উন্নয়ন সভা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং কর্মসংস্থান সৃষ্টিতে আরও জোর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেদেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩’ (TICK AMX13)। আধুনিক প্রযুক্তি, দৃষ্টিনন্দন ডিজাইন এবং অল-ইন-ওয়ান স্মার্ট ফিচারের ব্যতিক্রমী সংমিশ্রণে তৈরি এই স্মার্টওয়াচটি দেশের...
৩ ঘণ্টা আগে