অক্টোবরে ব্যাংক ঋণে সুদ ১০ দশমিক ২০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ১৯: ২৪

স্মার্ট পদ্ধতিতে সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিলের হিসাবে চলতি অক্টোবর মাসের সুদ হার নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ২০ শতাংশ। এই স্মার্ট সুদ হারের সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ করে অক্টোবরে ঋণ দিতে পারবে ব্যাংকগুলো। আর এর সঙ্গে ৫ শতাংশ হারে মার্জিন যোগ করতে পারবে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো।

সব মিলিয়ে অক্টোবর মাসে ব্যাংক ঋণের সুদ হার হবে ১০ দশমিক ২০ শতাংশ।

সুদহার কার্যকর করা হলে পরবর্তী ছয় মাসে তা আর পরিবর্তন করা যায় না।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মে মাস থেকে ট্রেজারি বিলে বন্ডের ভিত্তিতে সুদ হার নির্ধারণ করছে কেন্দ্রীয় ব্যাংক, যা জুলাই মাস থেকে স্মার্ট পদ্ধতি হিসেবে ঘোষণা করা হয়।

লাগামহীন মূল্যস্ফীতির পরিস্থিতিতে ব্যাংক সুদের হার বেড়েই চলেছে। গত মে মাসের জন্য সুদের হার ছিল ৭ দশমিক ১০ শতাংশ, জুনে ছিল ৭ দশমিক ১৩ শতাংশ, জুলাই ও আগস্টে ৭ দশমিক ১০ শতাংশ। তবে সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ১৪ শতাংশ। অক্টোবরের জন্য সেটি নির্ধারণ করা হলো ৭ দশমিক ২০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০২০ সালের এপ্রিল থেকে ব্যাংক ঋণে সুদ হারের সর্বোচ্চ সীমা ছিল ৯ শতাংশ। গত ১ জুলাই থেকে সুদহারের নতুন ব্যবস্থা চালু হয়েছে। এর আগে প্রতি মাসেই স্মার্ট রেট প্রকাশ করছে কেন্দ্রীয় ব্যাংক। এর সঙ্গে সাধারণভাবে ব্যাংকগুলো সর্বোচ্চ ৩ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো ৫ শতাংশ সুদ যোগ করতে পারবে।

তবে কৃষি ঋণে স্মার্ট সুদ হারের সঙ্গে যোগ করা যাবে ২ শতাংশ। এতে কৃষি ঋণে সেপ্টেম্বরে সর্বোচ্চ সুদহার ছিল ৯ দশমিক ১৪ শতাংশ। আর সিএমএসএমই, ব্যক্তিগত ও গাড়ি কেনার ঋণে অতিরিক্ত ১ শতাংশ তদারকি বা সুপারভিশন চার্জ নেওয়া যাবে বলে নির্দেশনায় বলা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত