Ajker Patrika

মূল্যস্ফীতির লাগাম টানতে আর্থিক প্রতিষ্ঠানেও বাড়ল সুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মূল্যস্ফীতির লাগাম টানতে আর্থিক প্রতিষ্ঠানেও বাড়ল সুদ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ঋণ ও আমানতের সুদ হারও বাড়াল বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, স্মার্ট সুদের হারের সঙ্গে সর্বোচ্চ ২ দশমিক ৭৫ শতাংশ যোগ করে আমানতে সুদ দিতে পারবে আর্থিক প্রতিষ্ঠানগুলো। একই সঙ্গে স্মার্ট রেটের সঙ্গে সর্বোচ্চ ৫ দশমিক ৭৫ শতাংশ যোগ করে ঋণে সুদ নিতে পারবে এসব প্রতিষ্ঠান। 

এর ফলে এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানে ঋণে সর্বোচ্চ সুদহার হবে ১৩ দশমিক ১৮ শতাংশ। আর আমানতের সুদহার হবে ১০ দশমিক ১৮ শতাংশ। 

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। 

তবে আগামী ডিসেম্বরে এই হার আরও বাড়বে। কেননা, বর্তমানে অক্টোবর ভিত্তিতে সুদে হর ৭ দশমিক ৪৩ শতাংশ। যা ডিসেম্বর ভিত্তিক হবে ৮ দশমিক ০৬ শতাংশ। 

বাংলাদেশ ব্যাংক সূত্র জানা গেছে, সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিলের হিসেবে এখন ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে এসএমএআরটি বা স্মার্ট রেট। প্রতি মাসের শুরুতে এ হার জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের অক্টোবরে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদহার (স্মার্ট রেট) ছিল ৭ দশমিক ৪৩ শতাংশ। 

এর আগে মুদ্রানীতি কমিটির (এমপিসি) প্রথম সভায় চার ধরনের সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। সভায় অভ্যন্তরীণ এবং বৈশ্বিকসহ সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, উচ্চ মূল্যস্ফীতি পরিস্থিতি, মুদ্রা বিনিময় হার, তারল্য ও সুদহার পরিস্থিতি এবং নীতি সুদহারের গতিবিধি নিয়ে পর্যালোচনা করা হয়। বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং ব্যাংকিং খাতে ক্রমবর্ধমান খেলাপি ঋণের সমস্যা মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার পক্ষে সবাই একমত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত