সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচ দিনের ব্যবধানে একই গ্রামে দুটি গরু ও দুটি মোটরসাইকেল চুরি এবং দুটি মোবাইল ফোন ছিনতাই হয়েছে। এতে নির্ঘুম আর আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই গ্রামের মানুষজন। উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামে এসব ঘটনা ঘটছে।এলাকাবাসীর দাবি, এলাকায় মাদক কারবারিদের তৎপরতা ও মোবাইল ফোনে জুয়া খেলা বৃদ্ধি পাওয়ায় এ অপরাধগুলো হরহামেশাই হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে তাঁরা এলাকায় পুলিশের প্যাট্রল ডিউটিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জোর দাবি জানিয়েছেন।
চুরি যাওয়া দুই গরুর মালিক বসুনিয়া ফলগাছা গ্রামের আবু জাফর শামসুদ্দিন দুলু বসুনিয়া (৭০) বলেন, ‘গত বুধবার রাতে গোয়ালঘর দেখে গরু দেখে ঘুমাই। পরদিন বৃহস্পতিবার সকালে দেখি তিনটি গরুর মধ্যে দুটি নেই। খোঁজাখুঁজির পর গরু দুটি না পেয়ে পুলিশে খবর দিই। এখন পর্যন্ত কোনো সন্ধান পাইনি। বাকি গরুটা নিয়ে খুব টেনশন হচ্ছে। গোয়ালঘরে না শোয়ার ঘরে রাখছি। ঘুমও হচ্ছে না রাতে। পালাক্রমে পাহারা দিচ্ছি।’
পীরগাছা উপজেলার পাঠক শিকড় গ্রামের মো. সাজেদুল ইসলাম সাজু (৪৫) বলেন, ‘গত শনিবার বিকেল চারটার দিকে ফলগাছা গ্রামের মো. ফজল হক মিয়ার বাড়িতে দাওয়াত খেতে যাই। বাড়ির উঠানে মোটরসাইকেল রেখে দাওয়াত খেতে বসি। সর্বোচ্চ ১০ মিনিট সময় লেগেছে আমার ভাত খেতে। বের হয়ে দেখি আমার মোটরসাইকেলটি নেই। থানায় সাধারণ ডায়েরি করেছি। এখন পর্যন্ত কোনো সন্ধান পাইনি।’
রামদেব খবির উদ্দিন মহাবিদ্যালয়ের প্রদর্শক মো. আবু হান্নান মিয়া বলেন, গত শনিবার রাতে তাফসির মাহফিল শুনে বাড়ি ফিরছিলেন মনিরাম কাজী গ্রামের দুই ছেলে। দুলু বসুনিয়ার বাড়িসংলগ্ন ব্রিজে পৌঁছালে তাঁদের কাছে থাকা দুটি দামি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
ক্ষোভ প্রকাশ করে হান্নান আরও বলেন, ‘এলাকায় থানা-পুলিশ গ্রাম পুলিশ, দফাদারসহ সবাই আছেন। তাঁরা কেউ আমাদের নিরাপত্তা দিতে পারছেন না। আমরা কোথায় যাব?।’
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম পেট্রল ডিউটি দেওয়ার বিষয়ে আশ্বস্ত করে বলেন, ‘দুটি গরু ও দুই মোটরসাইকেল চুরির বিষয়টি জেনেছি। উদ্ধারে পুলিশ ব্যাপক তৎপরও রয়েছে। তবে মোবাইল ফোন ছিনতাইয়ের বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।’
গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচ দিনের ব্যবধানে একই গ্রামে দুটি গরু ও দুটি মোটরসাইকেল চুরি এবং দুটি মোবাইল ফোন ছিনতাই হয়েছে। এতে নির্ঘুম আর আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই গ্রামের মানুষজন। উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামে এসব ঘটনা ঘটছে।এলাকাবাসীর দাবি, এলাকায় মাদক কারবারিদের তৎপরতা ও মোবাইল ফোনে জুয়া খেলা বৃদ্ধি পাওয়ায় এ অপরাধগুলো হরহামেশাই হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে তাঁরা এলাকায় পুলিশের প্যাট্রল ডিউটিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জোর দাবি জানিয়েছেন।
চুরি যাওয়া দুই গরুর মালিক বসুনিয়া ফলগাছা গ্রামের আবু জাফর শামসুদ্দিন দুলু বসুনিয়া (৭০) বলেন, ‘গত বুধবার রাতে গোয়ালঘর দেখে গরু দেখে ঘুমাই। পরদিন বৃহস্পতিবার সকালে দেখি তিনটি গরুর মধ্যে দুটি নেই। খোঁজাখুঁজির পর গরু দুটি না পেয়ে পুলিশে খবর দিই। এখন পর্যন্ত কোনো সন্ধান পাইনি। বাকি গরুটা নিয়ে খুব টেনশন হচ্ছে। গোয়ালঘরে না শোয়ার ঘরে রাখছি। ঘুমও হচ্ছে না রাতে। পালাক্রমে পাহারা দিচ্ছি।’
পীরগাছা উপজেলার পাঠক শিকড় গ্রামের মো. সাজেদুল ইসলাম সাজু (৪৫) বলেন, ‘গত শনিবার বিকেল চারটার দিকে ফলগাছা গ্রামের মো. ফজল হক মিয়ার বাড়িতে দাওয়াত খেতে যাই। বাড়ির উঠানে মোটরসাইকেল রেখে দাওয়াত খেতে বসি। সর্বোচ্চ ১০ মিনিট সময় লেগেছে আমার ভাত খেতে। বের হয়ে দেখি আমার মোটরসাইকেলটি নেই। থানায় সাধারণ ডায়েরি করেছি। এখন পর্যন্ত কোনো সন্ধান পাইনি।’
রামদেব খবির উদ্দিন মহাবিদ্যালয়ের প্রদর্শক মো. আবু হান্নান মিয়া বলেন, গত শনিবার রাতে তাফসির মাহফিল শুনে বাড়ি ফিরছিলেন মনিরাম কাজী গ্রামের দুই ছেলে। দুলু বসুনিয়ার বাড়িসংলগ্ন ব্রিজে পৌঁছালে তাঁদের কাছে থাকা দুটি দামি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
ক্ষোভ প্রকাশ করে হান্নান আরও বলেন, ‘এলাকায় থানা-পুলিশ গ্রাম পুলিশ, দফাদারসহ সবাই আছেন। তাঁরা কেউ আমাদের নিরাপত্তা দিতে পারছেন না। আমরা কোথায় যাব?।’
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম পেট্রল ডিউটি দেওয়ার বিষয়ে আশ্বস্ত করে বলেন, ‘দুটি গরু ও দুই মোটরসাইকেল চুরির বিষয়টি জেনেছি। উদ্ধারে পুলিশ ব্যাপক তৎপরও রয়েছে। তবে মোবাইল ফোন ছিনতাইয়ের বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।’
গাজীপুরের শ্রীপুরে মামা শ্বশুরের বাড়ি থেকে স্মৃতি রানী সরকার নামে এক গৃহবধূর গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ধারালো দা ও এক জোড়া জুতাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কাব্য সরকারকে আটক করেছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন
২ দিন আগেসাত দিন আগে বিয়ে হয় সৌদি আরব প্রবাসী যুবক সোহান আহমদের (২৩)। হাত থেকে মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে নিহত হয়েছেন এ যুবক। গতকাল সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সীমান্তে অবস্থিত ইনাতগঞ্জ বাজারে প্রতিপক্ষের হামলায় মৃত্যু হয় সোহান আহমদের। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
২ দিন আগেঅপরাধের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান জোরদারে নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আজ সোমবার এক বার্তায় পুলিশের সকল ইউনিট প্রধানকে এ নির্দেশ দেন তিনি। পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ দিন আগেরাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পল্লবী থানা-পুলিশ। গতকাল রোববার দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম ফারাহ দীবা। সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানান পল্লবী থানার পরির্দশক (তদন্ত) আদ
২ দিন আগে