ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে ছয় দিনের ব্যবধানে অটোরিকশা বা ইজিবাইকের তিন চালক খুন হয়েছেন। এ নিয়ে অন্য চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাঁদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য সভা করছে পুলিশ। দেওয়া হচ্ছে নানা নির্দেশনা।
নগরীর ইজিবাইকচালক হোসেন মিয়া বলেন, ‘চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই আমরা খুব সতর্ক। বিশেষ করে রাতে অপরিচিত লোকজন নিয়ে কোথাও যাই না।’
ময়মনসিংহ সিএনজি মালিক সমিতির সভাপতি রাকিবুল ইসলাম শাহীন জানান, অধিকাংশ চালক অপ্রাপ্তবয়স্ক। তারাই মূলত লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তাদের কোনো সংগঠন নেই, সেখান থেকে পরামর্শ পাবে।
রাজনৈতিক হস্তক্ষেপের কারণে যথাযথ বিচার না হওয়ায় এসব হত্যাকাণ্ড রোধ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংগঠনের ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ। তিনি বলেন, এক্ষেত্রে পুলিশ প্রশাসনেরও দায় রয়েছে।
এ নিয়ে কথা হলে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামীম হোসেন বলেন, থানার ওসিদের বলা হয়েছে চালকদের নিয়ে সচেতনতামূলক সভা করতে। নিরাপত্তার কথা চিন্তা করে মহাসড়কে রাত ১২টার পর কোনো অটোরিকশা চালাতে অনুমতি দেওয়া হচ্ছে না। চালকেরা বেশি ভাড়ার লোভে রাতে গাড়ি চালাতে গেলে ঘটনাগুলো ঘটে। অসময়ে কেউ যেন ভাড়া নিয়ে না যায়। রাত ১২টার পর কোনো যাত্রী নিতে হলে তাঁকে চিনতে ও ছবি তুলে কাউকে দিয়ে রাখতে হবে। তাহলে এ ধরনের ঘটনা ঘটানোর সাহস কেউ পাবে না।
ময়মনসিংহে ছয় দিনের ব্যবধানে অটোরিকশা বা ইজিবাইকের তিন চালক খুন হয়েছেন। এ নিয়ে অন্য চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাঁদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য সভা করছে পুলিশ। দেওয়া হচ্ছে নানা নির্দেশনা।
নগরীর ইজিবাইকচালক হোসেন মিয়া বলেন, ‘চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই আমরা খুব সতর্ক। বিশেষ করে রাতে অপরিচিত লোকজন নিয়ে কোথাও যাই না।’
ময়মনসিংহ সিএনজি মালিক সমিতির সভাপতি রাকিবুল ইসলাম শাহীন জানান, অধিকাংশ চালক অপ্রাপ্তবয়স্ক। তারাই মূলত লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তাদের কোনো সংগঠন নেই, সেখান থেকে পরামর্শ পাবে।
রাজনৈতিক হস্তক্ষেপের কারণে যথাযথ বিচার না হওয়ায় এসব হত্যাকাণ্ড রোধ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংগঠনের ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ। তিনি বলেন, এক্ষেত্রে পুলিশ প্রশাসনেরও দায় রয়েছে।
এ নিয়ে কথা হলে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামীম হোসেন বলেন, থানার ওসিদের বলা হয়েছে চালকদের নিয়ে সচেতনতামূলক সভা করতে। নিরাপত্তার কথা চিন্তা করে মহাসড়কে রাত ১২টার পর কোনো অটোরিকশা চালাতে অনুমতি দেওয়া হচ্ছে না। চালকেরা বেশি ভাড়ার লোভে রাতে গাড়ি চালাতে গেলে ঘটনাগুলো ঘটে। অসময়ে কেউ যেন ভাড়া নিয়ে না যায়। রাত ১২টার পর কোনো যাত্রী নিতে হলে তাঁকে চিনতে ও ছবি তুলে কাউকে দিয়ে রাখতে হবে। তাহলে এ ধরনের ঘটনা ঘটানোর সাহস কেউ পাবে না।
গাজীপুরের শ্রীপুরে মামা শ্বশুরের বাড়ি থেকে স্মৃতি রানী সরকার নামে এক গৃহবধূর গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ধারালো দা ও এক জোড়া জুতাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কাব্য সরকারকে আটক করেছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন
২ দিন আগেসাত দিন আগে বিয়ে হয় সৌদি আরব প্রবাসী যুবক সোহান আহমদের (২৩)। হাত থেকে মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে নিহত হয়েছেন এ যুবক। গতকাল সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সীমান্তে অবস্থিত ইনাতগঞ্জ বাজারে প্রতিপক্ষের হামলায় মৃত্যু হয় সোহান আহমদের। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
২ দিন আগেঅপরাধের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান জোরদারে নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আজ সোমবার এক বার্তায় পুলিশের সকল ইউনিট প্রধানকে এ নির্দেশ দেন তিনি। পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ দিন আগেরাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পল্লবী থানা-পুলিশ। গতকাল রোববার দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম ফারাহ দীবা। সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানান পল্লবী থানার পরির্দশক (তদন্ত) আদ
২ দিন আগে