নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফীকে জালিয়াতি করে পাসপোর্ট দেওয়ার অভিযোগে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপসহকারী পরিচালক (ডিএডি) জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার বিকেলে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এ টি এম আবু আসাদ সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, ‘এই ঘটনার তদন্ত চলছে। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। পাশাপাশি এ ধরনের ঘটনার যাতে কোনো পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখছি।’
ঢাকা জেলার বরখাস্তকৃত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আবদুল্লাহিল কাফী গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের আগে সাভারে ছাত্র–জনতার আন্দোলনে নিহতদের লাশ পোড়ানোর ঘটনার মামলার আসামি।
সরকার পতনের পর সরকারি পাসপোর্টধারী কাফী মিথ্যা তথ্য দিয়ে ও পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের ‘ম্যানেজ করে’ এক দিনেই সাধারণ পাসপোর্ট সংগ্রহ করেন।
নতুন পাসপোর্ট ব্যবহার করে দেশ ছাড়ার চেষ্টাকালে গত ২ সেপ্টেম্বর তাঁকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ। পরে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে তাঁকে কারাগারে পাঠানো হয়।
পাসপোর্ট অধিদপ্তরের সূত্র জানিয়েছে, গত ১৫ আগস্ট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস আগারগাঁওয়ে আগের অফিশিয়াল পাসপোর্টের তথ্য গোপন করে (যার নম্বর বিজি ০০১৭১৭২) জমা দিতে আসলে তার জমার সব প্রক্রিয়া শেষ করেন উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। কাফী নির্ধারিত ১০১ নম্বর কক্ষে না গিয়ে তিনি সরাসরি উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের ১০৩ নম্বর রুমে আবেদনের হার্ড কপি জমা দেন। সেটি তিনি ই–পাসপোর্টের ইন্টারভিউ মডিউলে জমার অনুমোদন দেন। মূলত তাঁর সহযোগিতায় আবদুল্লাহিল কাফী ওই দিন অতি জরুরি পাসপোর্টটি গ্রহণ করেন যার নম্বর–(এ ০৮৭৫৭০৪৬)।
বিষয়টি জানাজানি হওয়ার পর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাফীর পাসপোর্ট বাতিল করার নির্দেশ দেয়। এরপর তাঁর পাসপোর্ট বাতিল করা হয়।
গত ৩ অক্টোবর তাঁর পাসপোর্ট জালিয়াতি নিয়ে আজকের পত্রিকায় ‘লাশ পোড়ানোর নির্দেশদাতা এএসপি আবদুল্লাহিল কাফী পাসপোর্ট পান এক দিনেই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর তিন দিন পর ৬ অক্টোবর অভিযুক্ত ডিএডি জাহাঙ্গীর আলমকে অধিদপ্তর সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে। পাশাপাশি ঘটনাটি তদন্তে এক সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যার দায়িত্বে আছেন পাসপোর্ট অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মাজহারুল।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট ও ইমিগ্রেশন) সেলিনা বানু, সিস্টেম এনালিস্ট নজরুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।
সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফীকে জালিয়াতি করে পাসপোর্ট দেওয়ার অভিযোগে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপসহকারী পরিচালক (ডিএডি) জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার বিকেলে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এ টি এম আবু আসাদ সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, ‘এই ঘটনার তদন্ত চলছে। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। পাশাপাশি এ ধরনের ঘটনার যাতে কোনো পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখছি।’
ঢাকা জেলার বরখাস্তকৃত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আবদুল্লাহিল কাফী গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের আগে সাভারে ছাত্র–জনতার আন্দোলনে নিহতদের লাশ পোড়ানোর ঘটনার মামলার আসামি।
সরকার পতনের পর সরকারি পাসপোর্টধারী কাফী মিথ্যা তথ্য দিয়ে ও পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের ‘ম্যানেজ করে’ এক দিনেই সাধারণ পাসপোর্ট সংগ্রহ করেন।
নতুন পাসপোর্ট ব্যবহার করে দেশ ছাড়ার চেষ্টাকালে গত ২ সেপ্টেম্বর তাঁকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ। পরে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে তাঁকে কারাগারে পাঠানো হয়।
পাসপোর্ট অধিদপ্তরের সূত্র জানিয়েছে, গত ১৫ আগস্ট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস আগারগাঁওয়ে আগের অফিশিয়াল পাসপোর্টের তথ্য গোপন করে (যার নম্বর বিজি ০০১৭১৭২) জমা দিতে আসলে তার জমার সব প্রক্রিয়া শেষ করেন উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। কাফী নির্ধারিত ১০১ নম্বর কক্ষে না গিয়ে তিনি সরাসরি উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের ১০৩ নম্বর রুমে আবেদনের হার্ড কপি জমা দেন। সেটি তিনি ই–পাসপোর্টের ইন্টারভিউ মডিউলে জমার অনুমোদন দেন। মূলত তাঁর সহযোগিতায় আবদুল্লাহিল কাফী ওই দিন অতি জরুরি পাসপোর্টটি গ্রহণ করেন যার নম্বর–(এ ০৮৭৫৭০৪৬)।
বিষয়টি জানাজানি হওয়ার পর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাফীর পাসপোর্ট বাতিল করার নির্দেশ দেয়। এরপর তাঁর পাসপোর্ট বাতিল করা হয়।
গত ৩ অক্টোবর তাঁর পাসপোর্ট জালিয়াতি নিয়ে আজকের পত্রিকায় ‘লাশ পোড়ানোর নির্দেশদাতা এএসপি আবদুল্লাহিল কাফী পাসপোর্ট পান এক দিনেই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর তিন দিন পর ৬ অক্টোবর অভিযুক্ত ডিএডি জাহাঙ্গীর আলমকে অধিদপ্তর সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে। পাশাপাশি ঘটনাটি তদন্তে এক সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যার দায়িত্বে আছেন পাসপোর্ট অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মাজহারুল।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট ও ইমিগ্রেশন) সেলিনা বানু, সিস্টেম এনালিস্ট নজরুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।
গাজীপুরের শ্রীপুরে মামা শ্বশুরের বাড়ি থেকে স্মৃতি রানী সরকার নামে এক গৃহবধূর গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ধারালো দা ও এক জোড়া জুতাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কাব্য সরকারকে আটক করেছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন
১ দিন আগেসাত দিন আগে বিয়ে হয় সৌদি আরব প্রবাসী যুবক সোহান আহমদের (২৩)। হাত থেকে মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে নিহত হয়েছেন এ যুবক। গতকাল সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সীমান্তে অবস্থিত ইনাতগঞ্জ বাজারে প্রতিপক্ষের হামলায় মৃত্যু হয় সোহান আহমদের। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
১ দিন আগেঅপরাধের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান জোরদারে নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আজ সোমবার এক বার্তায় পুলিশের সকল ইউনিট প্রধানকে এ নির্দেশ দেন তিনি। পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ দিন আগেরাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পল্লবী থানা-পুলিশ। গতকাল রোববার দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম ফারাহ দীবা। সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানান পল্লবী থানার পরির্দশক (তদন্ত) আদ
২ দিন আগে