পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে বড় ভাইয়ের অবৈধ পিস্তলের গুলিতে তাঁর সপ্তম শ্রেণি পড়ুয়া প্রতিবন্ধী ছোট ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১০ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার সূর্যমণি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন (১৬) সূর্যমণি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাবুল হোসেনের ছোট ছেলে। অভিযুক্ত সজিব হোসেন (২৩)।
এদিকে এ ঘটনায় সোমবার (১১ মার্চ) দুপুরে নিহতের বাড়ির রান্নাঘরে জ্বালানির জন্য রাখা শুকনো পাতার বস্তার ভেতর থেকে একটি অবৈধ পিস্তল উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বড় ভাই সজিব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার সকাল ৮টার দিকে ঘটনা ঘটলেও পরিবারের লোকজন ধামাচাপা দিতে বিদ্যুতায়িত হওয়ার খবর জানিয়ে সাব্বিরকে ওই দিনই বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতাল সূত্রে পুলিশ জানতে পারে ভুক্তভোগীর মাথায় গুলির চিহ্ন রয়েছে।
ভুক্তভোগীর অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে রোববার দিবাগত রাত দেড়টার দিকে মারা যায় সাব্বির হোসেন।
সোমবার দুপুরে নিহতের বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘরে পাতার বস্তা থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, এই পিস্তল দিয়েই সাব্বিরকে গুলি করা হয়েছে। সাব্বিরের বড় ভাই সজিবকে প্রধান সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। সাব্বির কীভাবে খুন হলো এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এ ছাড়া সন্দেহভাজন হিসেবে ভিকটিমের বড় ভাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের বাড়ি থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’
পটুয়াখালীর বাউফলে বড় ভাইয়ের অবৈধ পিস্তলের গুলিতে তাঁর সপ্তম শ্রেণি পড়ুয়া প্রতিবন্ধী ছোট ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১০ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার সূর্যমণি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন (১৬) সূর্যমণি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাবুল হোসেনের ছোট ছেলে। অভিযুক্ত সজিব হোসেন (২৩)।
এদিকে এ ঘটনায় সোমবার (১১ মার্চ) দুপুরে নিহতের বাড়ির রান্নাঘরে জ্বালানির জন্য রাখা শুকনো পাতার বস্তার ভেতর থেকে একটি অবৈধ পিস্তল উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বড় ভাই সজিব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার সকাল ৮টার দিকে ঘটনা ঘটলেও পরিবারের লোকজন ধামাচাপা দিতে বিদ্যুতায়িত হওয়ার খবর জানিয়ে সাব্বিরকে ওই দিনই বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতাল সূত্রে পুলিশ জানতে পারে ভুক্তভোগীর মাথায় গুলির চিহ্ন রয়েছে।
ভুক্তভোগীর অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে রোববার দিবাগত রাত দেড়টার দিকে মারা যায় সাব্বির হোসেন।
সোমবার দুপুরে নিহতের বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘরে পাতার বস্তা থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, এই পিস্তল দিয়েই সাব্বিরকে গুলি করা হয়েছে। সাব্বিরের বড় ভাই সজিবকে প্রধান সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। সাব্বির কীভাবে খুন হলো এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এ ছাড়া সন্দেহভাজন হিসেবে ভিকটিমের বড় ভাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের বাড়ি থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’
গাজীপুরের শ্রীপুরে মামা শ্বশুরের বাড়ি থেকে স্মৃতি রানী সরকার নামে এক গৃহবধূর গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ধারালো দা ও এক জোড়া জুতাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কাব্য সরকারকে আটক করেছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন
২ দিন আগেসাত দিন আগে বিয়ে হয় সৌদি আরব প্রবাসী যুবক সোহান আহমদের (২৩)। হাত থেকে মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে নিহত হয়েছেন এ যুবক। গতকাল সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সীমান্তে অবস্থিত ইনাতগঞ্জ বাজারে প্রতিপক্ষের হামলায় মৃত্যু হয় সোহান আহমদের। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
২ দিন আগেঅপরাধের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান জোরদারে নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আজ সোমবার এক বার্তায় পুলিশের সকল ইউনিট প্রধানকে এ নির্দেশ দেন তিনি। পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ দিন আগেরাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পল্লবী থানা-পুলিশ। গতকাল রোববার দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম ফারাহ দীবা। সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানান পল্লবী থানার পরির্দশক (তদন্ত) আদ
২ দিন আগে