অনলাইন ডেস্ক
নিখোঁজ দুই কিশোরীর সন্ধানে গিয়ে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের ছোট্ট একটি শহরের এক বাড়িতে পাওয়া গেল সাতটি লাশ। পুলিশ বলছে, তাদের ধারণা, যে দুই কিশোরীকে তারা খুঁজছিল, ওই লাশগুলোর মধ্যে তারাও আছে। আইভি ওয়েবস্টার (১৪) এবং ব্রিটানি ব্রুয়ার (১৬) নামের দুই কিশোরীকে খুঁজছিল পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, সেখানে জেস ম্যাকফ্যাডেন নামে এক ব্যক্তিরও লাশ পাওয়া গেছে। তিনি চিহ্নিত যৌন অপরাধী। এই মেয়েরা তাঁর সঙ্গেই এখানে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য পুলিশ এখনো মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি।
স্থানীয় কর্মকর্তারাও বাকি চারটি লাশের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেননি। তবে ওকলাহোমার ওয়েস্টভিলের বাসিন্দা জ্যানেট মায়ো (৫৯) বার্তা সংস্থা এপিকে বলেন, অন্য চারজন তাঁর মেয়ে হলি গেস (৩৫), নাতনি রাইলি এলিজাবেথ অ্যালেন (১৭), মিশেল জেমস মায়ো (১৫) ও টিফানি ডোরে গেস (১৩)।
জ্যানেট মায়ো আরও বলেন, শেরিফের অফিস থেকে তাঁকে লাশ পাওয়ার কথা জানানো হয়েছে। কয়েক মাস আগে পর্যন্তও ম্যাকফ্যাডেনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তাঁরা কিছুই জানতেন না।
ওকলাহোমা হাইওয়ে প্যাট্রোল সোমবার (১ মে) আইভি ওয়েবস্টার ও ব্রিটানি ব্রুয়ারের সন্ধান চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল। হলি গেসের সঙ্গে তাদের বন্ধুত্ব ছিল। গত সপ্তাহে তারা পরিবারের সঙ্গেই ছিল।
সোমবার সকালে নির্ধারিত দিনে হাজিরা না দেওয়ায় আদালত ম্যাকফ্যাডেনের বিরুদ্ধে পরোয়ানা জারি করে। পরোয়ানা নিয়ে কর্তৃপক্ষ তাঁর বাড়িতে তল্লাশি চালাতে যায়। সেখানে তিনিসহ আরও ছয়টি লাশ পায়।
২০১৭ সালে এক নাবালককে কুপ্রস্তাব দেওয়া এবং নিজের হেফাজতে শিশু পর্নোগ্রাফি রাখার অভিযোগে ম্যাকফ্যাডেনের বিচার চলছিল।
আদালতের পরোয়ানা পেয়ে পুলিশ হেনরিয়েটায় ম্যাকফ্যাডেনের বাড়িতে যায়। মাত্র প্রায় ৬ হাজার বাসিন্দার এই ছোট্ট শহরে ম্যাকফ্যাডেনের বাড়িতে গিয়ে সাতটি লাশ পায় পুলিশ।
অকমুলগি কাউন্টি শেরিফ এডি রাইস সংবাদমাধ্যমকে বলেছেন, তাঁর ধারণা, আইভি ও ব্রিটানিকে পাওয়া গেছে। ওই লাশগুলোর মধ্যে তারাও আছে। কিন্তু নিশ্চিত হতে পোস্টমর্টেম করতে হবে।
নিখোঁজ দুই কিশোরীর সন্ধানে গিয়ে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের ছোট্ট একটি শহরের এক বাড়িতে পাওয়া গেল সাতটি লাশ। পুলিশ বলছে, তাদের ধারণা, যে দুই কিশোরীকে তারা খুঁজছিল, ওই লাশগুলোর মধ্যে তারাও আছে। আইভি ওয়েবস্টার (১৪) এবং ব্রিটানি ব্রুয়ার (১৬) নামের দুই কিশোরীকে খুঁজছিল পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, সেখানে জেস ম্যাকফ্যাডেন নামে এক ব্যক্তিরও লাশ পাওয়া গেছে। তিনি চিহ্নিত যৌন অপরাধী। এই মেয়েরা তাঁর সঙ্গেই এখানে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য পুলিশ এখনো মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি।
স্থানীয় কর্মকর্তারাও বাকি চারটি লাশের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেননি। তবে ওকলাহোমার ওয়েস্টভিলের বাসিন্দা জ্যানেট মায়ো (৫৯) বার্তা সংস্থা এপিকে বলেন, অন্য চারজন তাঁর মেয়ে হলি গেস (৩৫), নাতনি রাইলি এলিজাবেথ অ্যালেন (১৭), মিশেল জেমস মায়ো (১৫) ও টিফানি ডোরে গেস (১৩)।
জ্যানেট মায়ো আরও বলেন, শেরিফের অফিস থেকে তাঁকে লাশ পাওয়ার কথা জানানো হয়েছে। কয়েক মাস আগে পর্যন্তও ম্যাকফ্যাডেনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তাঁরা কিছুই জানতেন না।
ওকলাহোমা হাইওয়ে প্যাট্রোল সোমবার (১ মে) আইভি ওয়েবস্টার ও ব্রিটানি ব্রুয়ারের সন্ধান চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল। হলি গেসের সঙ্গে তাদের বন্ধুত্ব ছিল। গত সপ্তাহে তারা পরিবারের সঙ্গেই ছিল।
সোমবার সকালে নির্ধারিত দিনে হাজিরা না দেওয়ায় আদালত ম্যাকফ্যাডেনের বিরুদ্ধে পরোয়ানা জারি করে। পরোয়ানা নিয়ে কর্তৃপক্ষ তাঁর বাড়িতে তল্লাশি চালাতে যায়। সেখানে তিনিসহ আরও ছয়টি লাশ পায়।
২০১৭ সালে এক নাবালককে কুপ্রস্তাব দেওয়া এবং নিজের হেফাজতে শিশু পর্নোগ্রাফি রাখার অভিযোগে ম্যাকফ্যাডেনের বিচার চলছিল।
আদালতের পরোয়ানা পেয়ে পুলিশ হেনরিয়েটায় ম্যাকফ্যাডেনের বাড়িতে যায়। মাত্র প্রায় ৬ হাজার বাসিন্দার এই ছোট্ট শহরে ম্যাকফ্যাডেনের বাড়িতে গিয়ে সাতটি লাশ পায় পুলিশ।
অকমুলগি কাউন্টি শেরিফ এডি রাইস সংবাদমাধ্যমকে বলেছেন, তাঁর ধারণা, আইভি ও ব্রিটানিকে পাওয়া গেছে। ওই লাশগুলোর মধ্যে তারাও আছে। কিন্তু নিশ্চিত হতে পোস্টমর্টেম করতে হবে।
গাজীপুরের শ্রীপুরে মামা শ্বশুরের বাড়ি থেকে স্মৃতি রানী সরকার নামে এক গৃহবধূর গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ধারালো দা ও এক জোড়া জুতাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কাব্য সরকারকে আটক করেছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন
২ দিন আগেসাত দিন আগে বিয়ে হয় সৌদি আরব প্রবাসী যুবক সোহান আহমদের (২৩)। হাত থেকে মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে নিহত হয়েছেন এ যুবক। গতকাল সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সীমান্তে অবস্থিত ইনাতগঞ্জ বাজারে প্রতিপক্ষের হামলায় মৃত্যু হয় সোহান আহমদের। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
২ দিন আগেঅপরাধের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান জোরদারে নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আজ সোমবার এক বার্তায় পুলিশের সকল ইউনিট প্রধানকে এ নির্দেশ দেন তিনি। পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ দিন আগেরাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পল্লবী থানা-পুলিশ। গতকাল রোববার দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম ফারাহ দীবা। সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানান পল্লবী থানার পরির্দশক (তদন্ত) আদ
২ দিন আগে