সময় যেন সত্যিই দৌড়ে পালায়! দেখতে দেখতে ২০২৪ সাল বিদায়ের দ্বারপ্রান্তে। এ বছর ক্যাম্পাসগুলোতে ঘটেছে অসংখ্য উল্লেখযোগ্য ঘটনা; কিছু গৌরবময় অর্জন, কিছু না বলা বিসর্জন। নানা অর্জন, উদ্ভাবনের পাশাপাশি এ বছর শিক্ষার্থীদের হাত ধরে দেশের রাজনৈতিক পটভূমিতে ব্যাপক পরিবর্তন এসেছে। তারা প্রমাণ করেছে তাদের সামর্থ্য কেবল পাঠ্যবইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; বরং তারা জাতির ভবিষ্যৎ গড়তে এক বড় শক্তি, এক অগ্রগতির প্রতীক। চলুন, ফিরে দেখি এই বছরে শিক্ষার্থীদের হাত ধরে ক্যাম্পাসে কী কী স্মরণীয় ঘটনা ঘটেছে। লিখেছেন মুসাররাত আবির।
মুসাররাত আবির
জানুয়ারি
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) টিম আলতাইর ইন্টারন্যাশনাল রোভার চ্যালেঞ্জে ‘সায়েন্টিস্ট অব দ্য ফিউচার’ অ্যাওয়ার্ড অর্জন করে, যা তাদের উদ্ভাবনী শক্তির অনন্য স্বীকৃতি।
ফেব্রুয়ারি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তাসনুভা তানভীন জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করেন। একই মাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের দল জেসাপ মুট কোর্ট প্রতিযোগিতায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। এ ছাড়া রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মুশফিকুর রহমান কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন। ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ বশির আহমাদ মাত্র পাঁচ মাসে হিফজ শেষ করে ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১১০ দেশের প্রতিযোগীদের মধ্যে প্রথম হন।
মার্চ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আল-বেরুনী জাতীয় বায়োটেকনোলজি থিসিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। বিইউপি তাদের বার্ষিক গবেষণা উপস্থাপনার আয়োজন করে। এতে ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের গবেষণা প্রকল্পগুলোর ফলাফল উপস্থাপন করা হয়।
এপ্রিল
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির দল নভোনীল আন্তর্জাতিক বিমান ডিজাইন প্রতিযোগিতায় দক্ষিণ এশীয়দের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করে, যা তাদের দক্ষতা ও প্রতিভার প্রমাণ।
মে
বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের মাধ্যমে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। একই মাসে বাংলাদেশের দুটি রোবটিকস দল ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড সায়েন্স এনভায়রনমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিটিশন ২০২৪-এ স্বর্ণপদক লাভ করে, যা দেশের প্রযুক্তিগত উৎকর্ষের প্রতিফলন।
জুন
বিইউপিতে প্রথমবারের মতো টেডএক্স অনুষ্ঠিত হয়, যা প্রযুক্তি, শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধন ঘটায়। আইইউবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের একটি দল যুক্তরাজ্যে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘এফিশিয়েন্সি ফর অ্যাকসেস ডিজাইন চ্যালেঞ্জ ২০২৩-২৪ ’-এ তাদের সৌরশক্তিচালিত গিয়ার পাম্প প্রকল্পের জন্য সিলভার অ্যাওয়ার্ড জেতে।
জুলাই
জুলাই মাসে বাংলাদেশের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে, যা দেশের রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলে। একপর্যায়ে কোটা সংস্কার আন্দোলন পরিণত হয় বৈষম্যবিরোধী আন্দোলনে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে বিক্ষোভে অংশ নেন। সরকার দাবি না মেনে কঠোর হলে শিক্ষার্থীরা ‘বাংলা অবরোধ’ ঘোষণা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত বক্তব্য আন্দোলনকে আরও তীব্র করে তোলে।
আগস্ট
৩ আগস্ট শিক্ষার্থীরা ‘অসহযোগ আন্দোলন’-এর ঘোষণা দেন। ৫ আগস্ট এক দফা দাবির পরিপ্রেক্ষিতে সম্মিলিত ছাত্র-জনতার এক গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরই মধ্য দিয়ে তাঁর ১৫ বছরের বেশি সময়ের শাসনের অবসান ঘটে। দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়।
সেপ্টেম্বর
সোনাদিয়া দ্বীপের জন্য টেকসই ওশানেরিয়াম কমপ্লেক্স ডিজাইন করে ‘দ্য ইন্সপায়ারলি অ্যাওয়ার্ডস’-এর স্থাপত্য বিভাগে প্রথম হন এমআইএসটির শিক্ষার্থী সারাফ নাওয়ার। এ ছাড়া বাংলাদেশি শিক্ষার্থী দেবজ্যোতি দাস সৌম্য আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতে ২০০৪ সালের পর প্রথম বাংলাদেশি হিসেবে এই সাফল্য অর্জন করেন।
অক্টোবর
এ বছর টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় ৮০১-১০০০ র্যাঙ্কিংয়ে স্থান পায়। গবেষণার ক্ষেত্রেও সাফল্য এসেছে, যেমন গ্রিন ইউনিভার্সিটির ‘সেন্টার ফর রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ কর্তৃক গবেষণার স্বীকৃতি।
নভেম্বর
ঢাকায় অনুষ্ঠিত কেমব্রিজ আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডস (ওসিএলএ) ২০২৪-এ বাংলাদেশের ৬৫ জন শিক্ষার্থী ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কার পান। একই মাসে বিইউপি প্রথমবারের মতো ‘ব্যাটল অব মাইন্ডস’ বিজয়ী হয়ে গ্লোবাল রাউন্ডে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।
ডিসেম্বর
বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্ব গণিত চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ৬টি স্বর্ণপদক, ১১টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ পদক অর্জন করে, যা দেশের গৌরবময় অর্জন হিসেবে চিহ্নিত হয়।
২০২৪ সাল ছিল শিক্ষার্থীদের অপরিসীম অর্জনের বছর। তাঁদের কঠোর পরিশ্রম, উদ্ভাবনী শক্তি এবং নেতৃত্বের গুণই আজ বাংলাদেশের ভবিষ্যতের ভিত্তি তৈরির পথে রেখেছে।
জানুয়ারি
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) টিম আলতাইর ইন্টারন্যাশনাল রোভার চ্যালেঞ্জে ‘সায়েন্টিস্ট অব দ্য ফিউচার’ অ্যাওয়ার্ড অর্জন করে, যা তাদের উদ্ভাবনী শক্তির অনন্য স্বীকৃতি।
ফেব্রুয়ারি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তাসনুভা তানভীন জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করেন। একই মাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের দল জেসাপ মুট কোর্ট প্রতিযোগিতায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। এ ছাড়া রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মুশফিকুর রহমান কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন। ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ বশির আহমাদ মাত্র পাঁচ মাসে হিফজ শেষ করে ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১১০ দেশের প্রতিযোগীদের মধ্যে প্রথম হন।
মার্চ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আল-বেরুনী জাতীয় বায়োটেকনোলজি থিসিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। বিইউপি তাদের বার্ষিক গবেষণা উপস্থাপনার আয়োজন করে। এতে ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের গবেষণা প্রকল্পগুলোর ফলাফল উপস্থাপন করা হয়।
এপ্রিল
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির দল নভোনীল আন্তর্জাতিক বিমান ডিজাইন প্রতিযোগিতায় দক্ষিণ এশীয়দের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করে, যা তাদের দক্ষতা ও প্রতিভার প্রমাণ।
মে
বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের মাধ্যমে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। একই মাসে বাংলাদেশের দুটি রোবটিকস দল ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড সায়েন্স এনভায়রনমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিটিশন ২০২৪-এ স্বর্ণপদক লাভ করে, যা দেশের প্রযুক্তিগত উৎকর্ষের প্রতিফলন।
জুন
বিইউপিতে প্রথমবারের মতো টেডএক্স অনুষ্ঠিত হয়, যা প্রযুক্তি, শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধন ঘটায়। আইইউবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের একটি দল যুক্তরাজ্যে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘এফিশিয়েন্সি ফর অ্যাকসেস ডিজাইন চ্যালেঞ্জ ২০২৩-২৪ ’-এ তাদের সৌরশক্তিচালিত গিয়ার পাম্প প্রকল্পের জন্য সিলভার অ্যাওয়ার্ড জেতে।
জুলাই
জুলাই মাসে বাংলাদেশের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে, যা দেশের রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলে। একপর্যায়ে কোটা সংস্কার আন্দোলন পরিণত হয় বৈষম্যবিরোধী আন্দোলনে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে বিক্ষোভে অংশ নেন। সরকার দাবি না মেনে কঠোর হলে শিক্ষার্থীরা ‘বাংলা অবরোধ’ ঘোষণা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত বক্তব্য আন্দোলনকে আরও তীব্র করে তোলে।
আগস্ট
৩ আগস্ট শিক্ষার্থীরা ‘অসহযোগ আন্দোলন’-এর ঘোষণা দেন। ৫ আগস্ট এক দফা দাবির পরিপ্রেক্ষিতে সম্মিলিত ছাত্র-জনতার এক গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরই মধ্য দিয়ে তাঁর ১৫ বছরের বেশি সময়ের শাসনের অবসান ঘটে। দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়।
সেপ্টেম্বর
সোনাদিয়া দ্বীপের জন্য টেকসই ওশানেরিয়াম কমপ্লেক্স ডিজাইন করে ‘দ্য ইন্সপায়ারলি অ্যাওয়ার্ডস’-এর স্থাপত্য বিভাগে প্রথম হন এমআইএসটির শিক্ষার্থী সারাফ নাওয়ার। এ ছাড়া বাংলাদেশি শিক্ষার্থী দেবজ্যোতি দাস সৌম্য আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতে ২০০৪ সালের পর প্রথম বাংলাদেশি হিসেবে এই সাফল্য অর্জন করেন।
অক্টোবর
এ বছর টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় ৮০১-১০০০ র্যাঙ্কিংয়ে স্থান পায়। গবেষণার ক্ষেত্রেও সাফল্য এসেছে, যেমন গ্রিন ইউনিভার্সিটির ‘সেন্টার ফর রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ কর্তৃক গবেষণার স্বীকৃতি।
নভেম্বর
ঢাকায় অনুষ্ঠিত কেমব্রিজ আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডস (ওসিএলএ) ২০২৪-এ বাংলাদেশের ৬৫ জন শিক্ষার্থী ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কার পান। একই মাসে বিইউপি প্রথমবারের মতো ‘ব্যাটল অব মাইন্ডস’ বিজয়ী হয়ে গ্লোবাল রাউন্ডে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।
ডিসেম্বর
বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্ব গণিত চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ৬টি স্বর্ণপদক, ১১টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ পদক অর্জন করে, যা দেশের গৌরবময় অর্জন হিসেবে চিহ্নিত হয়।
২০২৪ সাল ছিল শিক্ষার্থীদের অপরিসীম অর্জনের বছর। তাঁদের কঠোর পরিশ্রম, উদ্ভাবনী শক্তি এবং নেতৃত্বের গুণই আজ বাংলাদেশের ভবিষ্যতের ভিত্তি তৈরির পথে রেখেছে।
এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিন আজ মঙ্গলবার ৮৩ জন পরীক্ষার্থী ও ১৮ জন পরিদর্শকসহ মোট ১০১ জন বহিষ্কৃত হয়েছে। এদিন অনুপস্থিত ছিল ২৮ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী। এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষা শেষে আজ বিকেলে এ তথ্য জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
১২ ঘণ্টা আগেবিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) স্প্রিং সেমিস্টার ২০২৫-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের লেভেল-১/টার্ম-১-এর স্নাতক শ্রেণির নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
২০ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের (ডাকসু) ‘পথনকশা’ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক রফিকুল ইসলাম পান্না স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পথ নকশার কথা জানানো হয়।
২০ ঘণ্টা আগে