বিনোদন ডেস্ক
চলতি বছরের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের সর্বোচ্চ সম্মাননা ‘গ্লোবাল কে-পপ সং অ্যাওয়ার্ড’ পেয়েছেন বিটিএস তারকা জাংকুক। প্রথম একক অ্যালবাম ‘সেভেন’ এর কল্যাণে তাঁর ক্যারিয়ারে। জাংকুকের এই অ্যাওয়ার্ড প্রাপ্তির খবর দিয়েছে দ্য কোরিয়া টাইমস। সংবাদমাধ্যমটি বলছে, অ্যাওয়ার্ড গ্রহণ করে কোরীয় গায়ক বলেছেন, তিনি কতটা কৃতজ্ঞ তা ভাষায় প্রকাশ করা কঠিন।
জাংকুক বলেন, ‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড পাওয়া বিরাট সম্মানের। আমার দলের সদস্য, গানের আয়োজক এবং শ্রোতাদের ধন্যবাদ। যারা গানটি শুনে আমাকে এই পুরস্কার পেতে সহযোগিতা করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা।’
‘সেভেন’ অ্যালবাম তৈরির প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন বলে জানান জাংকুক। ধন্যবাদ দিয়েছেন বিলবোর্ড কর্তৃপক্ষকে।
জুলাইয়ের মাঝামাঝি ‘সেভেন’ প্রকাশের পর থেকে ইউটিউব থেকে শুরু করে মিউজিক অ্যাপ স্পটিফাইতেও ‘সেভেন’ নিয়ে ভক্তদের উন্মাদনা জাংকুককে রাখে আলোচনায়। গানটি দিয়ে জাংকুক দেড় মাসের কম সময়ের মধ্যে গড়েন ইতিহাস।
কোরিয়া টাইমস বলছে, জাংকুকের ‘সেভেন’ স্পটিফাইতে টানা ৬ সপ্তাহ ধরে সেরা গানের সাপ্তাহিক তালিকার শীর্ষস্থান দখল করেছিল। সাপ্তাহিক তালিকার পাশাপাশি স্পটিফাইয়ের দৈনিক তালিকাতেও ৪২ দিন ধরে শীর্ষে ছিল ‘সেভেন’।
স্পটিফাইয়ের হিসেব অনুযায়ী জাংকুকের গানটি প্রথম দুই মাস প্রতিদিন ৭৬ লাখের বেশিবার শুনেছেন শ্রোতারা। অল্পদিনের মধ্যে বিলবোর্ডে একক গানের তালিকায় শীর্ষস্থানটি দখল করে নেয় গানটি।
গত ১৪ জুলাই ‘বিটিএস’র এজেন্সি বিগহিট মিউজিক গানটি প্রকাশ করে। এই গান নিয়েই প্রথমবারের মত নিউ ইর্কের কনসার্ট সিরিজে একা মঞ্চে ওঠেন বিটিএস এর তরুণ গায়ক।
গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতিতে আছেন ব্যান্ড সদস্যরা। বিরতির মধ্যে জাংকুকের আগে ব্যান্ডের সদস্য জে-হোপ, জিন, আরএম, জিমিন ও সুগার একক গান প্রকাশ হয়। জাংকুকের পর সর্বশেষ একক গান নিয়ে আসেন বিটিএস’র সদস্য ভি।
চলতি বছরের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের সর্বোচ্চ সম্মাননা ‘গ্লোবাল কে-পপ সং অ্যাওয়ার্ড’ পেয়েছেন বিটিএস তারকা জাংকুক। প্রথম একক অ্যালবাম ‘সেভেন’ এর কল্যাণে তাঁর ক্যারিয়ারে। জাংকুকের এই অ্যাওয়ার্ড প্রাপ্তির খবর দিয়েছে দ্য কোরিয়া টাইমস। সংবাদমাধ্যমটি বলছে, অ্যাওয়ার্ড গ্রহণ করে কোরীয় গায়ক বলেছেন, তিনি কতটা কৃতজ্ঞ তা ভাষায় প্রকাশ করা কঠিন।
জাংকুক বলেন, ‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড পাওয়া বিরাট সম্মানের। আমার দলের সদস্য, গানের আয়োজক এবং শ্রোতাদের ধন্যবাদ। যারা গানটি শুনে আমাকে এই পুরস্কার পেতে সহযোগিতা করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা।’
‘সেভেন’ অ্যালবাম তৈরির প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন বলে জানান জাংকুক। ধন্যবাদ দিয়েছেন বিলবোর্ড কর্তৃপক্ষকে।
জুলাইয়ের মাঝামাঝি ‘সেভেন’ প্রকাশের পর থেকে ইউটিউব থেকে শুরু করে মিউজিক অ্যাপ স্পটিফাইতেও ‘সেভেন’ নিয়ে ভক্তদের উন্মাদনা জাংকুককে রাখে আলোচনায়। গানটি দিয়ে জাংকুক দেড় মাসের কম সময়ের মধ্যে গড়েন ইতিহাস।
কোরিয়া টাইমস বলছে, জাংকুকের ‘সেভেন’ স্পটিফাইতে টানা ৬ সপ্তাহ ধরে সেরা গানের সাপ্তাহিক তালিকার শীর্ষস্থান দখল করেছিল। সাপ্তাহিক তালিকার পাশাপাশি স্পটিফাইয়ের দৈনিক তালিকাতেও ৪২ দিন ধরে শীর্ষে ছিল ‘সেভেন’।
স্পটিফাইয়ের হিসেব অনুযায়ী জাংকুকের গানটি প্রথম দুই মাস প্রতিদিন ৭৬ লাখের বেশিবার শুনেছেন শ্রোতারা। অল্পদিনের মধ্যে বিলবোর্ডে একক গানের তালিকায় শীর্ষস্থানটি দখল করে নেয় গানটি।
গত ১৪ জুলাই ‘বিটিএস’র এজেন্সি বিগহিট মিউজিক গানটি প্রকাশ করে। এই গান নিয়েই প্রথমবারের মত নিউ ইর্কের কনসার্ট সিরিজে একা মঞ্চে ওঠেন বিটিএস এর তরুণ গায়ক।
গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতিতে আছেন ব্যান্ড সদস্যরা। বিরতির মধ্যে জাংকুকের আগে ব্যান্ডের সদস্য জে-হোপ, জিন, আরএম, জিমিন ও সুগার একক গান প্রকাশ হয়। জাংকুকের পর সর্বশেষ একক গান নিয়ে আসেন বিটিএস’র সদস্য ভি।
এখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
১১ ঘণ্টা আগেএবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
১৯ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
২১ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
২১ ঘণ্টা আগে