বিনোদন ডেস্ক
ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ১৬৯তম সিনেমা ‘জেলার’। মুক্তির দিনই সিনেমাটি গড়েছে নতুন রেকর্ড। গতকাল বৃহস্পতিবার মুক্তির পর প্রথম দিনে সিনেমাটির আয় ৫২ কোটি রুপি ছাড়িয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার ৫২ কোটি রুপি আয়ের মধ্যে তামিলনাড়ু থেকে ২৩ কোটি রুপি, কর্ণাটক থেকে ১১ কোটি রুপি, কেরালা থেকে ৫ কোটি রুপি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে ১০ কোটি রুপি এবং অন্যান্য রাজ্য থেকে ৩ কোটি রুপি আয় করেছে ছবিটি।
সিনেমাটি তামিলনাড়ু ও কেরালায় ২০২৩ সালের সবচেয়ে বড় উদ্বোধনীর রেকর্ড গড়েছে। অন্যদিকে এটি কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় যেকোনো তামিল সিনেমার জন্য সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে। শুধু তাই নয়, সিনেমাটির প্রথম দিনের মোট সংগ্রহ এই বছর মুক্তি পাওয়া যেকোনো তামিল চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ সংগ্রহ।
ফিল্ম ডিস্ট্রিবিউটর এবং তামিলনাড়ুর থিয়েটার ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান তিরুপুর সুব্রামানিয়াম সংবাদমাধ্যম পিটিআইকে বলেন, ‘এটি রজনীকান্তের সিনেমা। অবশ্যই, এটির সূচনা উদ্যাপনের সঙ্গেই হবে। সিনেমাটি তামিলনাড়ু জুড়ে ৯০০ পর্দায় দেখানো হচ্ছে এবং সবগুলোতেই উৎসবের রং লেগেছে।’
পিভিআর আইনক্স লিমিটেডের কো-সিইও গৌতম দত্ত বলেন, ‘“জেলার” বৈচিত্র্যময় দর্শকদের আকর্ষণ করছে। আমাদের পিভিআর আইনক্স থিয়েটারে ৫৫০টিরও বেশি পর্দায় সিনেমাটি চলছে। প্রথম দিনে ২০০০-এরও বেশি শোতে ২ লাখেরও বেশি টিকিট বিক্রির মাধ্যমে উদ্বোধনী দিনে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি।’
প্রসঙ্গত, ২০০ কোটি রুপির বাজেটে জেলার নির্মাণ করেছেন নেলসন দীলিপ কুমার। সিনেমায় রজনীকান্তর বিপরীতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ৪০ বছর। অ্যাকশন ঘরানার এই সিনেমায় আরও আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। এ ছাড়া মালায়লাম তারকা মোহনলালকে দেখা গেছে অতিথি চরিত্রে। তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় ৪ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।
ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ১৬৯তম সিনেমা ‘জেলার’। মুক্তির দিনই সিনেমাটি গড়েছে নতুন রেকর্ড। গতকাল বৃহস্পতিবার মুক্তির পর প্রথম দিনে সিনেমাটির আয় ৫২ কোটি রুপি ছাড়িয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার ৫২ কোটি রুপি আয়ের মধ্যে তামিলনাড়ু থেকে ২৩ কোটি রুপি, কর্ণাটক থেকে ১১ কোটি রুপি, কেরালা থেকে ৫ কোটি রুপি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে ১০ কোটি রুপি এবং অন্যান্য রাজ্য থেকে ৩ কোটি রুপি আয় করেছে ছবিটি।
সিনেমাটি তামিলনাড়ু ও কেরালায় ২০২৩ সালের সবচেয়ে বড় উদ্বোধনীর রেকর্ড গড়েছে। অন্যদিকে এটি কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় যেকোনো তামিল সিনেমার জন্য সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে। শুধু তাই নয়, সিনেমাটির প্রথম দিনের মোট সংগ্রহ এই বছর মুক্তি পাওয়া যেকোনো তামিল চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ সংগ্রহ।
ফিল্ম ডিস্ট্রিবিউটর এবং তামিলনাড়ুর থিয়েটার ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান তিরুপুর সুব্রামানিয়াম সংবাদমাধ্যম পিটিআইকে বলেন, ‘এটি রজনীকান্তের সিনেমা। অবশ্যই, এটির সূচনা উদ্যাপনের সঙ্গেই হবে। সিনেমাটি তামিলনাড়ু জুড়ে ৯০০ পর্দায় দেখানো হচ্ছে এবং সবগুলোতেই উৎসবের রং লেগেছে।’
পিভিআর আইনক্স লিমিটেডের কো-সিইও গৌতম দত্ত বলেন, ‘“জেলার” বৈচিত্র্যময় দর্শকদের আকর্ষণ করছে। আমাদের পিভিআর আইনক্স থিয়েটারে ৫৫০টিরও বেশি পর্দায় সিনেমাটি চলছে। প্রথম দিনে ২০০০-এরও বেশি শোতে ২ লাখেরও বেশি টিকিট বিক্রির মাধ্যমে উদ্বোধনী দিনে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি।’
প্রসঙ্গত, ২০০ কোটি রুপির বাজেটে জেলার নির্মাণ করেছেন নেলসন দীলিপ কুমার। সিনেমায় রজনীকান্তর বিপরীতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ৪০ বছর। অ্যাকশন ঘরানার এই সিনেমায় আরও আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। এ ছাড়া মালায়লাম তারকা মোহনলালকে দেখা গেছে অতিথি চরিত্রে। তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় ৪ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।
এখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
৫ ঘণ্টা আগেএবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
১৪ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
১৫ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
১৫ ঘণ্টা আগে