বিনোদন ডেস্ক
‘টক্সিক’-এর অপেক্ষায় ইয়াশভক্তরা। ‘কেজিএফ’খ্যাত কন্নড় অভিনেতা ইয়াশের পরবর্তী সিনেমা টক্সিক মুক্তি পাবে ২০২৫ সালে। চলছে শুটিং। তবে শুটিং করতে গিয়ে বিপদে পড়েছেন সিনেমাটির নির্মাতারা। তাদের বিরুদ্ধে মামলা করেছে কর্নাটক ফরেস্ট বিভাগ। অভিযোগ, এ সিনেমার সেট তৈরির জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের শতাধিক গাছ কাটা হয়েছে।
অক্টোবরের শেষের দিকে বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন কর্নাটকের পরিবেশ মন্ত্রী ঈশ্বর খান্দ্রে। কঠিন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এ বিষয়ে এক্সে পোস্টও করেছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, যে এলাকার গাছ কেটে যশের সিনেমার সেট তৈরির অভিযোগ উঠেছে, সে জায়গা পরিদর্শন করেছেন পরিবেশ মন্ত্রী। গত বছর ওই এলাকার স্যাটেলাইট ইমেজে তিনি অনেক গাছ দেখেছিলেন, কিন্তু এখন এলাকাটি প্রায় ফাঁকা।
এরপর তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন, বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে। সে অনুযায়ী, আইনি ব্যবস্থা নিয়েছে কর্ণাটকের বনদপ্তর।
তবে শুধু টক্সিক সিনেমার নির্মাতারা নন, গাছ কেটে ফেঁসে গেছে আরও দুটি প্রতিষ্ঠান। জায়গাটি সংরক্ষিত বনাঞ্চল হওয়ায় এক সংস্থাকে তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল।
ಎಚ್.ಎಂ.ಟಿ. ವಶದಲ್ಲಿರುವ ಅರಣ್ಯ ಭೂಮಿಯಲ್ಲಿ ‘ಟಾಕ್ಸಿಕ್’ ಎಂಬ ಚಲನಚಿತ್ರದ ಚಿತ್ರೀಕರಣಕ್ಕಾಗಿ ನೂರಾರು ಮರಗಳನ್ನು ಅಕ್ರಮವಾಗಿ ಕಡಿದು ಹಾನಿಗೊಳಿಸಿರುವ ವಿಚಾರ ಗಂಭೀರ ಚಿಂತೆ ಮೂಡಿಸಿದೆ. ಸ್ಯಾಟೆಲೈಟ್ ಚಿತ್ರಗಳಿಂದ ಈ ಅಕ್ರಮ ಕೃತ್ಯವು ಸ್ಪಷ್ಟವಾಗಿ ಕಾಣುತ್ತಿದ್ದು, ಇಂದು ಸ್ಥಳಕ್ಕೆ ಭೇಟಿ ನೀಡಿ ಪರಿಶೀಲನೆ ನಡೆಸಿದ್ದೇನೆ. ಈ ಅಕ್ರಮ ಕೃತ್ಯಕ್ಕೆ… pic.twitter.com/yrjHhG9kLA
— Eshwar Khandre (@eshwar_khandre) October 29, 2024
গাছ কাটার অনুমতি দেওয়ায় টক্সিক সিনেমার নির্মাতাদের পাশাপাশি ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। এ ঘটনায় বড়সড় বিপদে পড়ল টক্সিক। ঠিক সময়ে সিনেমাটির শুটিং শেষ হওয়া নিয়ে তৈরি হলো অনিশ্চয়তা।
উল্লেখ্য, ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রাউন-আপস’ সিনেমাটি পরিচালনা করছেন গীতু মোহনদাস। প্রযোজনা করছে কেভিএন প্রডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। এক মাদকসম্রাটের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। এতে ইয়াশের সঙ্গে কারিনা কাপুর থাকবেন বলে জানা গেছে। ২০২৫ সালের ১০ এপ্রিল টক্সিক মুক্তি পাওয়ার কথা।
‘টক্সিক’-এর অপেক্ষায় ইয়াশভক্তরা। ‘কেজিএফ’খ্যাত কন্নড় অভিনেতা ইয়াশের পরবর্তী সিনেমা টক্সিক মুক্তি পাবে ২০২৫ সালে। চলছে শুটিং। তবে শুটিং করতে গিয়ে বিপদে পড়েছেন সিনেমাটির নির্মাতারা। তাদের বিরুদ্ধে মামলা করেছে কর্নাটক ফরেস্ট বিভাগ। অভিযোগ, এ সিনেমার সেট তৈরির জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের শতাধিক গাছ কাটা হয়েছে।
অক্টোবরের শেষের দিকে বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন কর্নাটকের পরিবেশ মন্ত্রী ঈশ্বর খান্দ্রে। কঠিন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এ বিষয়ে এক্সে পোস্টও করেছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, যে এলাকার গাছ কেটে যশের সিনেমার সেট তৈরির অভিযোগ উঠেছে, সে জায়গা পরিদর্শন করেছেন পরিবেশ মন্ত্রী। গত বছর ওই এলাকার স্যাটেলাইট ইমেজে তিনি অনেক গাছ দেখেছিলেন, কিন্তু এখন এলাকাটি প্রায় ফাঁকা।
এরপর তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন, বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে। সে অনুযায়ী, আইনি ব্যবস্থা নিয়েছে কর্ণাটকের বনদপ্তর।
তবে শুধু টক্সিক সিনেমার নির্মাতারা নন, গাছ কেটে ফেঁসে গেছে আরও দুটি প্রতিষ্ঠান। জায়গাটি সংরক্ষিত বনাঞ্চল হওয়ায় এক সংস্থাকে তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল।
ಎಚ್.ಎಂ.ಟಿ. ವಶದಲ್ಲಿರುವ ಅರಣ್ಯ ಭೂಮಿಯಲ್ಲಿ ‘ಟಾಕ್ಸಿಕ್’ ಎಂಬ ಚಲನಚಿತ್ರದ ಚಿತ್ರೀಕರಣಕ್ಕಾಗಿ ನೂರಾರು ಮರಗಳನ್ನು ಅಕ್ರಮವಾಗಿ ಕಡಿದು ಹಾನಿಗೊಳಿಸಿರುವ ವಿಚಾರ ಗಂಭೀರ ಚಿಂತೆ ಮೂಡಿಸಿದೆ. ಸ್ಯಾಟೆಲೈಟ್ ಚಿತ್ರಗಳಿಂದ ಈ ಅಕ್ರಮ ಕೃತ್ಯವು ಸ್ಪಷ್ಟವಾಗಿ ಕಾಣುತ್ತಿದ್ದು, ಇಂದು ಸ್ಥಳಕ್ಕೆ ಭೇಟಿ ನೀಡಿ ಪರಿಶೀಲನೆ ನಡೆಸಿದ್ದೇನೆ. ಈ ಅಕ್ರಮ ಕೃತ್ಯಕ್ಕೆ… pic.twitter.com/yrjHhG9kLA
— Eshwar Khandre (@eshwar_khandre) October 29, 2024
গাছ কাটার অনুমতি দেওয়ায় টক্সিক সিনেমার নির্মাতাদের পাশাপাশি ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। এ ঘটনায় বড়সড় বিপদে পড়ল টক্সিক। ঠিক সময়ে সিনেমাটির শুটিং শেষ হওয়া নিয়ে তৈরি হলো অনিশ্চয়তা।
উল্লেখ্য, ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রাউন-আপস’ সিনেমাটি পরিচালনা করছেন গীতু মোহনদাস। প্রযোজনা করছে কেভিএন প্রডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। এক মাদকসম্রাটের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। এতে ইয়াশের সঙ্গে কারিনা কাপুর থাকবেন বলে জানা গেছে। ২০২৫ সালের ১০ এপ্রিল টক্সিক মুক্তি পাওয়ার কথা।
কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল কোরবানির ঈদে ‘নীলচক্র’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন আরিফিন শুভ। অবশেষে সেই খবর নিশ্চিত করলেন পরিচালক মিঠু খান। গতকাল আজকের পত্রিকাকে তিনি জানান, কোরবানির ঈদেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নীলচক্র।
১১ ঘণ্টা আগেএকসময় ভারতীয় শোবিজে নিয়মিত অংশগ্রহণ ছিল পাকিস্তানি শিল্পীদের। অভিনয় থেকে গান—সব ক্ষেত্রে পাওয়া যেত তাঁদের। তবে ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের শিল্পীদের ওপর ভারতে নিষেধাজ্ঞা জারি হয়। ২০২৩ সালে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ভারতে স্বাভাবিক হতে শুরু করে...
১১ ঘণ্টা আগে১ মে মহান মে দিবস ও ৫ মে কার্ল মার্ক্সের ২০৮তম জন্মদিন। এ উপলক্ষে ঢাকার মঞ্চে টানা তিন দিন নাট্য সংগঠন বটতলা ও যাত্রিকের যৌথ প্রযোজনা ‘মার্ক্স ইন সোহো’ নাটকের তিনটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ১ থেকে ৩ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে মার্ক্স...
১১ ঘণ্টা আগেকান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে জায়গা পেল বাংলাদেশ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিল আদনান আল রাজীব পরিচালিত সিনেমা ‘আলী’। কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম।
১ দিন আগে