বিনোদন ডেস্ক
শেষ হচ্ছে অপেক্ষা। বহু অপেক্ষায় পর মুক্তির দ্বারপ্রান্তে ‘পুষ্পা ২’। আগামী ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে আল্লু অর্জুন অভিনীত সিনেমাটি। আগামীকাল সন্ধ্যায় প্রকাশ পাবে সিনেমার ট্রেলার।
জানা গেছে, পুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ আরও বাড়বে বলেই প্রত্যাশা করছেন নির্মাতারা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
পুষ্পা ২ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে পাটনার গান্ধী স্টেডিয়ামে। সেখানে উপস্থিত থাকবেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে প্রস্তুতি। শহরের বিভিন্ন স্থান ছেয়ে গেছে পুষ্পার পোস্টার ও ফেস্টুনে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে অনুষ্ঠান, চলবে রাত ৯টা পর্যন্ত। ধারণা করা হচ্ছে, এ আয়োজনে প্রায় এক লাখ দর্শক উপস্থিত হতে পারেন।
তিন বছর আগে এসেছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। করোনা পরবর্তী সময়ে যখন পুরো ইন্ডাস্ট্রি ধুঁকছিল, ওই সময় প্রায় ৪ শ কোটি রুপি আয় করে ভারতীয় সিনেমাকে পথ দেখিয়েছিল পুষ্পা। এবার দ্বিতীয় পর্বের পালা। নাম দেওয়া হয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। এ বছরের ১৫ আগস্ট মুক্তির কথা ছিল, পিছিয়ে ৬ ডিসেম্বর করা হয়। পরে আবার মুক্তির তারিখ একদিন এগিয়ে আনা হয়।
এবার হাজার কোটি রুপির লক্ষ নিয়ে মাঠে নেমেছেন আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিলরা। সিনেমাটির পরিবেশক প্রাথিয়াঙ্গিরা সিনেমাস জানিয়েছে, বিশ্বের ছয় শ লোকেশনে প্রথম দিনে ২ হাজার ২ শর বেশি শো হবে পুষ্পা টুর। এরইমধ্যে শুরু হয়েছে অগ্রীম টিকিট বিক্রি। অগ্রিম টিকিট বিক্রির হিসেবে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে আড়াই শ কোটি রুপির বেশি ব্যবসা করে রেকর্ড গড়বে পুষ্পা টু।
শেষ হচ্ছে অপেক্ষা। বহু অপেক্ষায় পর মুক্তির দ্বারপ্রান্তে ‘পুষ্পা ২’। আগামী ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে আল্লু অর্জুন অভিনীত সিনেমাটি। আগামীকাল সন্ধ্যায় প্রকাশ পাবে সিনেমার ট্রেলার।
জানা গেছে, পুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ আরও বাড়বে বলেই প্রত্যাশা করছেন নির্মাতারা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
পুষ্পা ২ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে পাটনার গান্ধী স্টেডিয়ামে। সেখানে উপস্থিত থাকবেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে প্রস্তুতি। শহরের বিভিন্ন স্থান ছেয়ে গেছে পুষ্পার পোস্টার ও ফেস্টুনে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে অনুষ্ঠান, চলবে রাত ৯টা পর্যন্ত। ধারণা করা হচ্ছে, এ আয়োজনে প্রায় এক লাখ দর্শক উপস্থিত হতে পারেন।
তিন বছর আগে এসেছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। করোনা পরবর্তী সময়ে যখন পুরো ইন্ডাস্ট্রি ধুঁকছিল, ওই সময় প্রায় ৪ শ কোটি রুপি আয় করে ভারতীয় সিনেমাকে পথ দেখিয়েছিল পুষ্পা। এবার দ্বিতীয় পর্বের পালা। নাম দেওয়া হয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। এ বছরের ১৫ আগস্ট মুক্তির কথা ছিল, পিছিয়ে ৬ ডিসেম্বর করা হয়। পরে আবার মুক্তির তারিখ একদিন এগিয়ে আনা হয়।
এবার হাজার কোটি রুপির লক্ষ নিয়ে মাঠে নেমেছেন আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিলরা। সিনেমাটির পরিবেশক প্রাথিয়াঙ্গিরা সিনেমাস জানিয়েছে, বিশ্বের ছয় শ লোকেশনে প্রথম দিনে ২ হাজার ২ শর বেশি শো হবে পুষ্পা টুর। এরইমধ্যে শুরু হয়েছে অগ্রীম টিকিট বিক্রি। অগ্রিম টিকিট বিক্রির হিসেবে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে আড়াই শ কোটি রুপির বেশি ব্যবসা করে রেকর্ড গড়বে পুষ্পা টু।
এবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
৮ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
৯ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
৯ ঘণ্টা আগেরাজধানীর ছয়টি অডিটরিয়ামে ১১ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৯ ঘণ্টা আগে