বিনোদন ডেস্ক
বছরটা ভারতীয় সিনেমার ভালো যায়নি। বড় বাজেটের অনেক সিনেমা বক্স অফিসে ধুঁকেছে। আগামী ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’। অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমাটি নিয়ে বেশ আশা করা হচ্ছে। ভারতে ‘হিট’-এর সাম্প্রতিক খরা এ সিনেমা কাটাতে পারে কি না, সেই আশায় বুক বাঁধছেন সিনে-ব্যবসায়ীরা।
ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমার অগ্রিম টিকিট বুকিং। এর মধ্যেই একবার অনলাইন টিকিট বুকিং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ক্র্যাশ করেছে। ভারতজুড়ে হাউসফুল হয়ে গেছে এর একাধিক শো। হায়দরাবাদে ২৪৪টি শোয়ের মধ্যে ১২১টি শোই হাউসফুল। পুণে, বেঙ্গালুরু, মুম্বাই, চেন্নাইয়ে সিনেমাটির টিকিট বিক্রির সংখ্যা ঊর্ধ্বমুখী। ভারতের বাইরেও অগ্রিম বুকিংয়ের ছবিটা বেশ আশাপ্রদ।
আগামী ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’, এর মুক্তি পেছানোর পরে প্রভাসের ‘কল্কি ২৮৯৮ এডি’ নিয়েই প্রত্যাশা তৈরি হয়েছে হল মালিক, ডিস্ট্রিবিউটরদের মধ্যে। ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকা বাবলু দামানি বলেন, ‘সবে অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে। ইতিবাচক সাড়াই পাচ্ছি। তবে ‘‘পুষ্পা টু’’ যেহেতু সিকুয়্যেল সিনেমা, সেটার সম্পর্কে একটা আন্দাজ রয়েছে। সে দিক থেকে ‘কল্কি’ কেমন ব্যবসা দেবে, আগে থেকে আঁচ করা মুশকিল। তবে টিকিটের চাহিদা ভালোই রয়েছে, তাই আমরা আশাবাদী।’
শুধু ব্যবসায়িক দিক থেকেই নয়, প্রভাসের ক্যারিয়ারের মোড় ঘোরানো সিনেমা হিসেবেও বাজি ধরা যেতে পারে ‘কল্কি’র ওপরে। কারণ, গত কয়েক বছরে ‘সাহো’, ‘রাধে শ্যাম’ কিংবা ‘আদিপুরুষ’-এর বক্স অফিস অঙ্ক প্রভাসকে সাফল্য এনে দিতে পারেনি। ‘সালার: পার্ট ওয়ান-সিফায়ার’ মোটামুটি চললেও প্রত্যাশা মাফিক ব্যবসা করতে পারেনি। এ বার প্রভাসের সঙ্গে কমল, অমিতাভ, দীপিকার মতো একাধিক নামী শিল্পী রয়েছেন সিনেমাতে। সঙ্গে লার্জার দ্যান লাইফ প্রেক্ষাপট, আন্তর্জাতিক মানের ভিএফএক্স, সব মিলিয়ে দর্শক টানার কোনও ক্ষেত্রই বাকি রাখেননি নির্মাতারা।
টিকিটের বাড়তি চাহিদার দিকে নজর রেখে একাধিক শো বাড়ানো হয়েছে তেলেঙ্গানায়। আগামী বৃহস্পতিবার তেলেঙ্গানায় প্রথম শো সকাল সাড়ে পাঁচটায়। প্রথম সপ্তাহে সেখানে টিকিটের দাম বাড়ানো হয়েছে প্রায় ৭০-১০০ রুপি।
বছরটা ভারতীয় সিনেমার ভালো যায়নি। বড় বাজেটের অনেক সিনেমা বক্স অফিসে ধুঁকেছে। আগামী ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’। অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমাটি নিয়ে বেশ আশা করা হচ্ছে। ভারতে ‘হিট’-এর সাম্প্রতিক খরা এ সিনেমা কাটাতে পারে কি না, সেই আশায় বুক বাঁধছেন সিনে-ব্যবসায়ীরা।
ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমার অগ্রিম টিকিট বুকিং। এর মধ্যেই একবার অনলাইন টিকিট বুকিং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ক্র্যাশ করেছে। ভারতজুড়ে হাউসফুল হয়ে গেছে এর একাধিক শো। হায়দরাবাদে ২৪৪টি শোয়ের মধ্যে ১২১টি শোই হাউসফুল। পুণে, বেঙ্গালুরু, মুম্বাই, চেন্নাইয়ে সিনেমাটির টিকিট বিক্রির সংখ্যা ঊর্ধ্বমুখী। ভারতের বাইরেও অগ্রিম বুকিংয়ের ছবিটা বেশ আশাপ্রদ।
আগামী ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’, এর মুক্তি পেছানোর পরে প্রভাসের ‘কল্কি ২৮৯৮ এডি’ নিয়েই প্রত্যাশা তৈরি হয়েছে হল মালিক, ডিস্ট্রিবিউটরদের মধ্যে। ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকা বাবলু দামানি বলেন, ‘সবে অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে। ইতিবাচক সাড়াই পাচ্ছি। তবে ‘‘পুষ্পা টু’’ যেহেতু সিকুয়্যেল সিনেমা, সেটার সম্পর্কে একটা আন্দাজ রয়েছে। সে দিক থেকে ‘কল্কি’ কেমন ব্যবসা দেবে, আগে থেকে আঁচ করা মুশকিল। তবে টিকিটের চাহিদা ভালোই রয়েছে, তাই আমরা আশাবাদী।’
শুধু ব্যবসায়িক দিক থেকেই নয়, প্রভাসের ক্যারিয়ারের মোড় ঘোরানো সিনেমা হিসেবেও বাজি ধরা যেতে পারে ‘কল্কি’র ওপরে। কারণ, গত কয়েক বছরে ‘সাহো’, ‘রাধে শ্যাম’ কিংবা ‘আদিপুরুষ’-এর বক্স অফিস অঙ্ক প্রভাসকে সাফল্য এনে দিতে পারেনি। ‘সালার: পার্ট ওয়ান-সিফায়ার’ মোটামুটি চললেও প্রত্যাশা মাফিক ব্যবসা করতে পারেনি। এ বার প্রভাসের সঙ্গে কমল, অমিতাভ, দীপিকার মতো একাধিক নামী শিল্পী রয়েছেন সিনেমাতে। সঙ্গে লার্জার দ্যান লাইফ প্রেক্ষাপট, আন্তর্জাতিক মানের ভিএফএক্স, সব মিলিয়ে দর্শক টানার কোনও ক্ষেত্রই বাকি রাখেননি নির্মাতারা।
টিকিটের বাড়তি চাহিদার দিকে নজর রেখে একাধিক শো বাড়ানো হয়েছে তেলেঙ্গানায়। আগামী বৃহস্পতিবার তেলেঙ্গানায় প্রথম শো সকাল সাড়ে পাঁচটায়। প্রথম সপ্তাহে সেখানে টিকিটের দাম বাড়ানো হয়েছে প্রায় ৭০-১০০ রুপি।
শুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
১ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৪ ঘণ্টা আগেগত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম।
৪ ঘণ্টা আগেদীর্ঘ ১৫ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করছেন সংগীতশিল্পী আগুন। অনুষ্ঠানের নাম ‘আগুন ঝরা সন্ধ্যা’। এরই মধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।
১৫ ঘণ্টা আগে