বিতর্ক যেন পিছু ছাড়ছে না পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার। ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কের শুরু। এবার আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় তামিলনাড়ুর মাল্টিপ্লেক্সগুলোতে বন্ধ হয়ে গেল সিনেমাটির প্রদর্শন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে গতকাল শনিবার সিনেমাটির প্রদর্শন ঘিরে বিক্ষোভের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর আগে সিনেমার মুক্তি ঘিরে তামিলনাড়ুতে গোয়েন্দারা সতর্কবার্তা দিয়েছিলেন।
গতকাল শনিবার তামিলনাড়ু রাজ্যের রাজনৈতিক দল এনটিকে চেন্নাইয়ের স্কাইওয়াক শপিংমলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এরপরই আজ রোববার থেকে সংঘাতের আশঙ্কায় রাজ্যের মাল্টিপ্লেক্সগুলোতে বন্ধ করে দেওয়া হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন।
এদিকে গত শুক্রবার কেরালায় নির্বাচনী প্রচারণায় গিয়ে এই সিনেমার পক্ষে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছিলেন, ‘এই সিনেমাকে নিষিদ্ধ করার দাবি তুলে কংগ্রেস প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদকেই প্রশ্রয় দিচ্ছে।’
সিনেমার ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কের শুরু। সিনেমাটির মাধ্যমে কেরালার ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছিলেন কেরালার মুখ্যমন্ত্রীর পিনারাই বিজয়ন। সেই সঙ্গে কেরালার সরকার ও কংগ্রেসের পক্ষ থেকে সে রাজ্যে সিনেমাটি নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছিল। সিনেমাটির মুক্তি স্থগিত রাখতে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু গত মঙ্গলবার আদালতের পক্ষ থেকে জানানো হয়, ‘দ্য কেরালা স্টোরি’ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। তাই ছবিটির মুক্তি আটকানো যাবে না।
উল্লেখ্য, বক্স অফিসে বেশ ভালো অবস্থানে আছে সিনেমাটি। দুই দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৯ কোটি রুপিরও বেশি। প্রথম দিনের ৮.০৩ কোটি রুপির বক্স অফিস শুরুর পর, দ্বিতীয় দিনে ডাবল ডিজিটে পৌঁছে যায় সিনেমাটির আয়। গতকাল শনিবার সিনেমাটির আয় ছিল ১১.২২ কোটি রুপি।
গত শুক্রবার হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ।
বিতর্ক যেন পিছু ছাড়ছে না পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার। ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কের শুরু। এবার আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় তামিলনাড়ুর মাল্টিপ্লেক্সগুলোতে বন্ধ হয়ে গেল সিনেমাটির প্রদর্শন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে গতকাল শনিবার সিনেমাটির প্রদর্শন ঘিরে বিক্ষোভের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর আগে সিনেমার মুক্তি ঘিরে তামিলনাড়ুতে গোয়েন্দারা সতর্কবার্তা দিয়েছিলেন।
গতকাল শনিবার তামিলনাড়ু রাজ্যের রাজনৈতিক দল এনটিকে চেন্নাইয়ের স্কাইওয়াক শপিংমলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এরপরই আজ রোববার থেকে সংঘাতের আশঙ্কায় রাজ্যের মাল্টিপ্লেক্সগুলোতে বন্ধ করে দেওয়া হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন।
এদিকে গত শুক্রবার কেরালায় নির্বাচনী প্রচারণায় গিয়ে এই সিনেমার পক্ষে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছিলেন, ‘এই সিনেমাকে নিষিদ্ধ করার দাবি তুলে কংগ্রেস প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদকেই প্রশ্রয় দিচ্ছে।’
সিনেমার ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কের শুরু। সিনেমাটির মাধ্যমে কেরালার ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছিলেন কেরালার মুখ্যমন্ত্রীর পিনারাই বিজয়ন। সেই সঙ্গে কেরালার সরকার ও কংগ্রেসের পক্ষ থেকে সে রাজ্যে সিনেমাটি নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছিল। সিনেমাটির মুক্তি স্থগিত রাখতে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু গত মঙ্গলবার আদালতের পক্ষ থেকে জানানো হয়, ‘দ্য কেরালা স্টোরি’ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। তাই ছবিটির মুক্তি আটকানো যাবে না।
উল্লেখ্য, বক্স অফিসে বেশ ভালো অবস্থানে আছে সিনেমাটি। দুই দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৯ কোটি রুপিরও বেশি। প্রথম দিনের ৮.০৩ কোটি রুপির বক্স অফিস শুরুর পর, দ্বিতীয় দিনে ডাবল ডিজিটে পৌঁছে যায় সিনেমাটির আয়। গতকাল শনিবার সিনেমাটির আয় ছিল ১১.২২ কোটি রুপি।
গত শুক্রবার হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ।
আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২। এ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। নির্বাচিত এসব অনুষ্ঠানের খবর নিয়ে এই প্রতিবেদন।
৬ ঘণ্টা আগেআজ বাংলা পঞ্জিকাবর্ষের প্রথম দিন। বাংলা নববর্ষে সারা দেশ আনন্দ উৎসবে মেতে উঠবে। আয়োজন করা হয়েছে কনসার্ট আর সংগীতানুষ্ঠানের। এসব অনুষ্ঠানে গানে গানে দর্শক মাতাবেন দেশের খ্যাতিমান শিল্পী ও ব্যান্ড।
৬ ঘণ্টা আগে২০১৮ সালে ‘লেট মি আউট’ নাটক দিয়ে ঢাকার মঞ্চে যাত্রা শুরু করে নাট্যদল ‘তাড়ুয়া’। এখন পর্যন্ত মঞ্চে তিনটি নাটক নিয়ে এসেছে দলটি। প্রতিষ্ঠার সাত বছরের মাথায় নতুন নাটক নিয়ে আসছে তাড়ুয়া। নাম ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এরিখ মারিয়া রেমার্কের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন রুনা কাঞ্চন...
৬ ঘণ্টা আগেবাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান প্রকাশ করেছে ব্যান্ড নকশীকাঁথা। দলটির ইউটিউব চ্যানেলে গত শনিবার প্রকাশ পেয়েছে ‘জরিনা’ শিরোনামের গানটি। গানের গীতিকার, সুরকার ও গায়ক এবং নকশীকাঁথা ব্যান্ডের প্রধান সাজেদ ফাতেমী জানান, ২০ বছর আগে লেখা হয়েছিল জরিনা। নানা জটিলতা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখল গানটি।
৭ ঘণ্টা আগে