বিটিভির ৬০ বছর পূর্তি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
‘সোনার সিন্দুক’ নাটকে গোলাম কিবরিয়া তানভীর ও সাদিয়া ইসলাম মৌ। ছবি: বিটিভির সৌজন্যে

রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের ৬০ বছর পূর্তি আজ। এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে চ্যানেলটি। ২৪ ডিসেম্বর দিবাগত রাত ১২টায় কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। আজ দিনব্যাপী বিটিভির পর্দায় থাকছে নানা পরিবেশনা।

৬০ বছর পূর্তি উপলক্ষে একটি থিম সং বানিয়েছে বিটিভি কর্তৃপক্ষ। মিল্টন খন্দকারের সংগীতায়োজনে গানটি গেয়েছেন আলম আরা মিনু, রিজিয়া পারভীন, রোমানা ইসলাম, হাসান চৌধুরী, বশিরুজ্জামান সাব্বির, মুহিন ও স্বরলিপি। আজ দিনব্যাপী ভিন্ন ভিন্ন সময়ে প্রচার করা হবে গানটি। এ ছাড়াও সরাসরি প্রচারিত সংগীতানুষ্ঠানে গাইবেন খুরশিদ আলম, রিজিয়া পারভীন, ফেরদৌস আরা, বুলবুল ইসলাম, অপু আমান, স্বরলিপি, রাজীব, শাহনাজ বেলী, গামছা পলাশ, আয়েশা জেবিন দীপা ও মনির বাউলা। মুনমুন আহমেদের পরিচালনায় বিশেষ নৃত্যানুষ্ঠানে নৃত্য পরিবেশ করবেন মুনমুন, তামান্না, নিসা, উপমাসহ অনেকে। এ ছাড়াও বর্ষপূর্তি উপলক্ষে চ্যানেলটি প্রচার করবে বিশেষ আলোচনা অনুষ্ঠান, তারকাদের শুভেচ্ছা বাণী এবং প্রামাণ্য অনুষ্ঠান ‘ডিআইটি থেকে রামপুরা’।

রাত ৯টা ৫ মিনিটে প্রচার করা হবে বিশেষ নাটক ‘সোনার সিন্দুক’। আলী ইমরানের রচনা ও আনোয়ার হোসেন বুলুর চিত্রনাট্যে নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফোরদৌস। নাটকটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, তাঁর বিপরীতে আছেন গোলাম কিবরিয়া তানভীর। আরও অভিনয় করেছেন আজম খান, ফারুক আহমেদ, মাসুদ রানা মিঠু, ওবায়দুর রহমান, তাবাসসুম মিথিলা প্রমুখ।

১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার তৎকালীন ডিআইটি ভবনের নিচতলায় টেলিভিশন চ্যানেলটির যাত্রা শুরু। এরপর সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের জন্মের পরের বছর নতুনভাবে শুরু হয় বাংলাদেশ টেলিভিশন নামে। ১৯৭৫ সালে ডিআইটি ভবন থেকে বিটিভিকে রামপুরায় নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়। ১৯৮০ সালে দর্শকদের রঙিন পর্দা উপহার দেওয়ার মাধ্যমে নতুন যুগে পদার্পণ করে বিটিভি। বর্তমানে এইচডি ফরমেটে টেরিস্ট্রিয়াল, স্যাটেলাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে অনুষ্ঠান প্রচার করছে বিটিভি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিকে বাংলাদেশি-রোহিঙ্গা মুক্ত করবে বিজেপি: অমিত শাহ

মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা রেলকর্মীদের

গবাদিপশুজাত পণ্য আমদানি বন্ধ করল চীন, প্রভাব পড়বে বাংলাদেশেও

গ্রেপ্তার সাংবাদিক দম্পতি রুপা-শাকিলের পক্ষে জাতিসংঘে অভিযোগ

ঢাবির অধীনে থাকছে না সাত কলেজ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আলাদা ভর্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত