কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, সিনেমায় নাম লেখাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। তিনি নিজেও জানিয়েছিলেন, সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিশা আবারও জানালেন সিনেমা নিয়ে পরিকল্পনার কথা। তিশার মতে, শাকিব খানের মতো তাঁরও অনেক ভক্ত আছে। দুজন একসঙ্গে হলে ভালো কিছুই হবে।
তানজিন তিশা বলেন, ‘দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। সেই জায়গা থেকেই পরিকল্পনা করছি। একটি ভালো কনটেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভালো গল্প, ভালো নির্মাতা ও ভালো প্রোডাকশন হাউস। সেটার জন্যই অপেক্ষা করছি। শিগগিরই সবাইকে ভালো খবর দিতে পারব।’
ছোট পর্দার শিল্পীদের ভিন্ন ঘরানার সিনেমায় বেশি দেখা গেলেও তানজিন তিশার আগ্রহ বাণিজ্যিক মশলাদার সিনেমা। অভিনেত্রী বলেন, ‘মনে হয় আমার সঙ্গে কমার্শিয়াল সিনেমা খুব ভালো যায়। এটা আমার দর্শকেরা বলেছে। তারা বলেছে, একটা হলেও আমার কমার্শিয়াল সিনেমা করা উচিত। তাই প্রথমে কমার্শিয়াল সিনেমার কথা চিন্তা করছি। পরবর্তীতে অন্য সিনেমা।’
বছর দুয়েক আগে গুঞ্জন শোনা গিয়েছিল, শাকিব খানের নায়িকা হয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তিশার। ভবিষ্যতে শাকিবের সঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সবকিছু মিলে গেলে কেন নয়? শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দুজনের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে। এ ছাড়া আমি যার সঙ্গেই কাজ করেছি, খুব ভালো রেসপন্স পেয়েছি। এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়।’
অনেক অভিনয়শিল্পী ব্যর্থতার ভয়ে সিনেমায় আসতে চান না। তবে তানজিন তিশা জানালেন, ব্যর্থতা নিয়ে ভাবেন না তিনি। তিশা বলেন, ‘আমি এসবের কোনো পরোয়া করি না। গল্প পছন্দ হলেই কাজটি করি। কখনোই চিন্তা করি না কাজটি সবার ভালো লাগবে কি লাগবে না। প্রতিটি অভিনয়শিল্পীর অনেক কাজ থাকে। এরমধ্যে প্রতিটি কাজ শতভাগ ভালো হতে হবে—এমন কোনো কথা নেই। একটা কাজ ভালো না হলে থেমে যাওয়ার মানুষ আমি নই। যে মানুষের চিন্তা এমন থাকে, তাদের কোনো কিছুতে ভয় থাকে না।’
কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, সিনেমায় নাম লেখাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। তিনি নিজেও জানিয়েছিলেন, সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিশা আবারও জানালেন সিনেমা নিয়ে পরিকল্পনার কথা। তিশার মতে, শাকিব খানের মতো তাঁরও অনেক ভক্ত আছে। দুজন একসঙ্গে হলে ভালো কিছুই হবে।
তানজিন তিশা বলেন, ‘দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। সেই জায়গা থেকেই পরিকল্পনা করছি। একটি ভালো কনটেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভালো গল্প, ভালো নির্মাতা ও ভালো প্রোডাকশন হাউস। সেটার জন্যই অপেক্ষা করছি। শিগগিরই সবাইকে ভালো খবর দিতে পারব।’
ছোট পর্দার শিল্পীদের ভিন্ন ঘরানার সিনেমায় বেশি দেখা গেলেও তানজিন তিশার আগ্রহ বাণিজ্যিক মশলাদার সিনেমা। অভিনেত্রী বলেন, ‘মনে হয় আমার সঙ্গে কমার্শিয়াল সিনেমা খুব ভালো যায়। এটা আমার দর্শকেরা বলেছে। তারা বলেছে, একটা হলেও আমার কমার্শিয়াল সিনেমা করা উচিত। তাই প্রথমে কমার্শিয়াল সিনেমার কথা চিন্তা করছি। পরবর্তীতে অন্য সিনেমা।’
বছর দুয়েক আগে গুঞ্জন শোনা গিয়েছিল, শাকিব খানের নায়িকা হয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তিশার। ভবিষ্যতে শাকিবের সঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সবকিছু মিলে গেলে কেন নয়? শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দুজনের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে। এ ছাড়া আমি যার সঙ্গেই কাজ করেছি, খুব ভালো রেসপন্স পেয়েছি। এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়।’
অনেক অভিনয়শিল্পী ব্যর্থতার ভয়ে সিনেমায় আসতে চান না। তবে তানজিন তিশা জানালেন, ব্যর্থতা নিয়ে ভাবেন না তিনি। তিশা বলেন, ‘আমি এসবের কোনো পরোয়া করি না। গল্প পছন্দ হলেই কাজটি করি। কখনোই চিন্তা করি না কাজটি সবার ভালো লাগবে কি লাগবে না। প্রতিটি অভিনয়শিল্পীর অনেক কাজ থাকে। এরমধ্যে প্রতিটি কাজ শতভাগ ভালো হতে হবে—এমন কোনো কথা নেই। একটা কাজ ভালো না হলে থেমে যাওয়ার মানুষ আমি নই। যে মানুষের চিন্তা এমন থাকে, তাদের কোনো কিছুতে ভয় থাকে না।’
আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২। এ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। নির্বাচিত এসব অনুষ্ঠানের খবর নিয়ে এই প্রতিবেদন।
৫ ঘণ্টা আগেআজ বাংলা পঞ্জিকাবর্ষের প্রথম দিন। বাংলা নববর্ষে সারা দেশ আনন্দ উৎসবে মেতে উঠবে। আয়োজন করা হয়েছে কনসার্ট আর সংগীতানুষ্ঠানের। এসব অনুষ্ঠানে গানে গানে দর্শক মাতাবেন দেশের খ্যাতিমান শিল্পী ও ব্যান্ড।
৫ ঘণ্টা আগে২০১৮ সালে ‘লেট মি আউট’ নাটক দিয়ে ঢাকার মঞ্চে যাত্রা শুরু করে নাট্যদল ‘তাড়ুয়া’। এখন পর্যন্ত মঞ্চে তিনটি নাটক নিয়ে এসেছে দলটি। প্রতিষ্ঠার সাত বছরের মাথায় নতুন নাটক নিয়ে আসছে তাড়ুয়া। নাম ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এরিখ মারিয়া রেমার্কের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন রুনা কাঞ্চন...
৫ ঘণ্টা আগেবাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান প্রকাশ করেছে ব্যান্ড নকশীকাঁথা। দলটির ইউটিউব চ্যানেলে গত শনিবার প্রকাশ পেয়েছে ‘জরিনা’ শিরোনামের গানটি। গানের গীতিকার, সুরকার ও গায়ক এবং নকশীকাঁথা ব্যান্ডের প্রধান সাজেদ ফাতেমী জানান, ২০ বছর আগে লেখা হয়েছিল জরিনা। নানা জটিলতা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখল গানটি।
৫ ঘণ্টা আগে