বিনোদন প্রতিবেদক, ঢাকা
দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত রিচি সোলায়মান। তবে অভিনয়ের প্রতি ভালোবাসাটা আছে এখনো। গল্প ও চরিত্র পছন্দ হলেই ক্যামেরার সামনে দাঁড়ানোর চেষ্টা করেন। গত বছর শেষ করেছেন ‘গিরগিটি’ নামের একটি ওয়েব ফিল্মের শুটিং। নতুন বছরের শুরুতে নাটকের কাজ শুরু করছেন তিনি। ইমরাউল রাফাতের পরিচালনায় ‘পরস্পর’ নাটকে অভিনয় করবেন রিচি। ৩ জানুয়ারি থেকে শুরু হবে শুটিং।
পরস্পর নাটকটির গল্প রচনা করেছেন অপূর্ণ রুবেল। নাটকে রিচিকে দেখা যাবে সোমা নামের চরিত্রে। রিচি বলেন, ‘গল্প ও চরিত্র ভালো হলে আনুষঙ্গিক অন্যান্য ব্যস্ততা পাশ কাটিয়ে কাজ করতে ইচ্ছা করে। পরস্পর নাটকের গল্পটা আমার ভালো লেগেছে। যে কারণে কাজটির সঙ্গে যুক্ত হওয়া।’
এ নিয়ে দ্বিতীয়বার ইমরাউল রাফাতের পরিচালনায় কাজ করছেন রিচি। আট বছর আগে এই পরিচালকের ‘দূরত্ব’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন তিনি। রিচি বলেন, ‘এই নিয়ে দ্বিতীয়বার রাফাতের নির্দেশনায় কাজ করব। রাফাত দীর্ঘদিন কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। নির্মাতা হিসেবে যেমন গুণী, তেমনি ভালো মানুষও। আশা করছি তাঁর সঙ্গে আমার দ্বিতীয় কাজের অভিজ্ঞতাটাও ভালো হবে।’
রিচি আরও জানান, বেশ কিছু স্ক্রিপ্ট এসেছে তাঁর হাতে। স্ক্রিপ্টগুলো পড়ার পর সিদ্ধান্ত নেবেন নতুন কাজের বিষয়ে। সম্প্রতি ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন রিচি। উত্তরায় শুরু করেছেন বিউটি পারলারের ব্যবসা। প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত রিচি সোলায়মান। তবে অভিনয়ের প্রতি ভালোবাসাটা আছে এখনো। গল্প ও চরিত্র পছন্দ হলেই ক্যামেরার সামনে দাঁড়ানোর চেষ্টা করেন। গত বছর শেষ করেছেন ‘গিরগিটি’ নামের একটি ওয়েব ফিল্মের শুটিং। নতুন বছরের শুরুতে নাটকের কাজ শুরু করছেন তিনি। ইমরাউল রাফাতের পরিচালনায় ‘পরস্পর’ নাটকে অভিনয় করবেন রিচি। ৩ জানুয়ারি থেকে শুরু হবে শুটিং।
পরস্পর নাটকটির গল্প রচনা করেছেন অপূর্ণ রুবেল। নাটকে রিচিকে দেখা যাবে সোমা নামের চরিত্রে। রিচি বলেন, ‘গল্প ও চরিত্র ভালো হলে আনুষঙ্গিক অন্যান্য ব্যস্ততা পাশ কাটিয়ে কাজ করতে ইচ্ছা করে। পরস্পর নাটকের গল্পটা আমার ভালো লেগেছে। যে কারণে কাজটির সঙ্গে যুক্ত হওয়া।’
এ নিয়ে দ্বিতীয়বার ইমরাউল রাফাতের পরিচালনায় কাজ করছেন রিচি। আট বছর আগে এই পরিচালকের ‘দূরত্ব’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন তিনি। রিচি বলেন, ‘এই নিয়ে দ্বিতীয়বার রাফাতের নির্দেশনায় কাজ করব। রাফাত দীর্ঘদিন কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। নির্মাতা হিসেবে যেমন গুণী, তেমনি ভালো মানুষও। আশা করছি তাঁর সঙ্গে আমার দ্বিতীয় কাজের অভিজ্ঞতাটাও ভালো হবে।’
রিচি আরও জানান, বেশ কিছু স্ক্রিপ্ট এসেছে তাঁর হাতে। স্ক্রিপ্টগুলো পড়ার পর সিদ্ধান্ত নেবেন নতুন কাজের বিষয়ে। সম্প্রতি ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন রিচি। উত্তরায় শুরু করেছেন বিউটি পারলারের ব্যবসা। প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
নিজেকে শুধু গানেই আটকে রাখেননি সংগীতশিল্পী সাবরিনা পড়শী। হয়েছেন রেডিও জকি, করেছেন অভিনয়ও। এবার নতুন আরও এক পরিচয়ে দেখা গেল তাঁকে। নিজের ফেসবুক পেজে খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছেন পড়শী। অনুষ্ঠানের নাম দিয়েছেন ‘কুক উইদ পড়শী’।
২০ ঘণ্টা আগেপর্দায় বিদ্যা বালানের অভিনয় দেখে মুগ্ধ হন দর্শক, আর বিদ্যাকে মুগ্ধ করে অভিনয়। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, ইদানীং কোন কোন সিনেমা-সিরিজ ভালো লেগেছে তাঁর। এসব কনটেন্ট দেখার জন্য ভক্তদেরও পরামর্শ দিলেন তিনি।
২০ ঘণ্টা আগেএকঝাঁক কিশোরের স্কুলজীবন, শৈশবের দুষ্টুমি ও বন্ধুত্বের গল্পে মাবরুর রশীদ বান্নাহ বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘বদমাইশ পোলাপাইন’। প্রচার হয়েছিল ইউটিউবে। অভিনয় করেছিলেন প্রত্যয় হিরন, মাখনুন সুলতানা মাহিমা, রাশেদ আমরান, বাপ্পী আশরাফ প্রমুখ।
২০ ঘণ্টা আগে১৯৯৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘প্রেমের সমাধি’। মুক্তির ২৯ বছর পর আলোচনায় এ সিনেমার ‘চাচা হেনা কোথায়’ সংলাপটি। ছেলে-বুড়ো সবাই মেতেছেন এই ট্রেন্ডে। এমনকি ঈদের পোশাক, নাটক কিংবা গান—সব জায়গায় ছড়িয়ে পড়েছে হেনা।
২০ ঘণ্টা আগে