বিনোদন প্রতিবেদক, ঢাকা
দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত রিচি সোলায়মান। তবে অভিনয়ের প্রতি ভালোবাসাটা আছে এখনো। গল্প ও চরিত্র পছন্দ হলেই ক্যামেরার সামনে দাঁড়ানোর চেষ্টা করেন। গত বছর শেষ করেছেন ‘গিরগিটি’ নামের একটি ওয়েব ফিল্মের শুটিং। নতুন বছরের শুরুতে নাটকের কাজ শুরু করছেন তিনি। ইমরাউল রাফাতের পরিচালনায় ‘পরস্পর’ নাটকে অভিনয় করবেন রিচি। ৩ জানুয়ারি থেকে শুরু হবে শুটিং।
পরস্পর নাটকটির গল্প রচনা করেছেন অপূর্ণ রুবেল। নাটকে রিচিকে দেখা যাবে সোমা নামের চরিত্রে। রিচি বলেন, ‘গল্প ও চরিত্র ভালো হলে আনুষঙ্গিক অন্যান্য ব্যস্ততা পাশ কাটিয়ে কাজ করতে ইচ্ছা করে। পরস্পর নাটকের গল্পটা আমার ভালো লেগেছে। যে কারণে কাজটির সঙ্গে যুক্ত হওয়া।’
এ নিয়ে দ্বিতীয়বার ইমরাউল রাফাতের পরিচালনায় কাজ করছেন রিচি। আট বছর আগে এই পরিচালকের ‘দূরত্ব’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন তিনি। রিচি বলেন, ‘এই নিয়ে দ্বিতীয়বার রাফাতের নির্দেশনায় কাজ করব। রাফাত দীর্ঘদিন কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। নির্মাতা হিসেবে যেমন গুণী, তেমনি ভালো মানুষও। আশা করছি তাঁর সঙ্গে আমার দ্বিতীয় কাজের অভিজ্ঞতাটাও ভালো হবে।’
রিচি আরও জানান, বেশ কিছু স্ক্রিপ্ট এসেছে তাঁর হাতে। স্ক্রিপ্টগুলো পড়ার পর সিদ্ধান্ত নেবেন নতুন কাজের বিষয়ে। সম্প্রতি ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন রিচি। উত্তরায় শুরু করেছেন বিউটি পারলারের ব্যবসা। প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত রিচি সোলায়মান। তবে অভিনয়ের প্রতি ভালোবাসাটা আছে এখনো। গল্প ও চরিত্র পছন্দ হলেই ক্যামেরার সামনে দাঁড়ানোর চেষ্টা করেন। গত বছর শেষ করেছেন ‘গিরগিটি’ নামের একটি ওয়েব ফিল্মের শুটিং। নতুন বছরের শুরুতে নাটকের কাজ শুরু করছেন তিনি। ইমরাউল রাফাতের পরিচালনায় ‘পরস্পর’ নাটকে অভিনয় করবেন রিচি। ৩ জানুয়ারি থেকে শুরু হবে শুটিং।
পরস্পর নাটকটির গল্প রচনা করেছেন অপূর্ণ রুবেল। নাটকে রিচিকে দেখা যাবে সোমা নামের চরিত্রে। রিচি বলেন, ‘গল্প ও চরিত্র ভালো হলে আনুষঙ্গিক অন্যান্য ব্যস্ততা পাশ কাটিয়ে কাজ করতে ইচ্ছা করে। পরস্পর নাটকের গল্পটা আমার ভালো লেগেছে। যে কারণে কাজটির সঙ্গে যুক্ত হওয়া।’
এ নিয়ে দ্বিতীয়বার ইমরাউল রাফাতের পরিচালনায় কাজ করছেন রিচি। আট বছর আগে এই পরিচালকের ‘দূরত্ব’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন তিনি। রিচি বলেন, ‘এই নিয়ে দ্বিতীয়বার রাফাতের নির্দেশনায় কাজ করব। রাফাত দীর্ঘদিন কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। নির্মাতা হিসেবে যেমন গুণী, তেমনি ভালো মানুষও। আশা করছি তাঁর সঙ্গে আমার দ্বিতীয় কাজের অভিজ্ঞতাটাও ভালো হবে।’
রিচি আরও জানান, বেশ কিছু স্ক্রিপ্ট এসেছে তাঁর হাতে। স্ক্রিপ্টগুলো পড়ার পর সিদ্ধান্ত নেবেন নতুন কাজের বিষয়ে। সম্প্রতি ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন রিচি। উত্তরায় শুরু করেছেন বিউটি পারলারের ব্যবসা। প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
‘তারে জমিন পার’ মুক্তির ১৭ বছর পেরিয়ে গেছে। আমির খান পরিচালিত এ সিনেমায় দেখানো হয়েছিল ইশান নামের এক শিশুর গল্প। সে অমনোযোগী, বারবার পরীক্ষায় ফেল করে, মা-বাবার কথা শোনায় আগ্রহ নেই, সমবয়সীদের সঙ্গে মিশতে পারে না। ফলে মা-বাবার শাসন, স্কুলে শিক্ষকদের উপহাস জোটে। এই শিশুর ভাগ্য আমূল বদলে যায় আর্ট শিক্ষক
৬ মিনিট আগেপ্র্যাকটিস সেশন থেকে ফেসবুক লাইভে এসে রোদেলার গাওয়া ‘রাজকুমার’ গেয়ে শোনান ন্যান্সি। তিনি বলেন, ‘মেয়ের গান এভাবে আগে কণ্ঠে তুলিনি। এবারের গানটি বেশ অন্য রকম, মজার। রাজকুমার গানটি অনেকের প্রিয় হয়ে উঠেছে। আমিও বিভিন্ন অনুষ্ঠানে গানটি গাইব বলে ঠিক করেছি।’
১০ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগ মাধ্যমে হুলুস্থুল ফেলে দিয়েছে একটি গান—ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ। এই গানের মিউজিক ভিডিও এখন মিম, শর্টস, রিল ও টিকটকে ছড়াছড়ি। অর্থ না বুঝলেও মিউজিক ভিডিওর পটভূমি এবং সুরে সবাই মাতোয়ারা।
১৩ ঘণ্টা আগে‘আমি আর এক বছরের মধ্যে ৬০-এ পা রাখব, কিন্তু দেখুন তো, আমাকে ৩০ বছরের মতোই লাগছে। কিছু কিছু জিনিস আমি ভুলে যাই।’
২০ ঘণ্টা আগে