এক বছর ধরে নানা সংকটে প্রশ্নবিদ্ধ টিভি নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের বর্তমান কমিটি। সভাপতি অনন্ত হিরা ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগরের বিরুদ্ধে অনাস্থা এনেছেন কমিটির ১৬ সদস্য। ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনস (এফটিপিও) এগিয়ে এলেও হয়নি সমাধান। অস্থিরতার জন্য দায়ী করে ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হিরা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর ও সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েলকে এফটিপিওর সব কার্যক্রমে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মাঝে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অশোভন নাচের একটি ভিডিও নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছে সংগঠনটি।
১০ জুলাই ছিল ডিরেক্টরস গিল্ডের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েলসহ বেশ কয়েকজন উদ্দাম তালে নাচছেন। তাঁদের অঙ্গভঙ্গি ছিল দৃষ্টিকটু। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার মুখে পড়েছেন সংগঠনের নেতারা।
সংগঠনের অনুষ্ঠানে এমন কর্মকাণ্ড মেনে নিতে পারছেন না নির্মাতারাও। এমন কার্যকলাপকে রুচির দুর্ভিক্ষ মনে করছেন কচি খন্দকার ও এস এ হক অলীক। ফেসবুকে কচি খন্দকার লিখেছেন, ‘রুচির দুর্ভিক্ষ টেলিফিল্ম বানাইছিলাম। এখন নিজেরাই রুচির সংকটে। যে নাচ গান শুরু হয়েছে ডিরেক্টরদের। সেই লজ্জায় বউ নিয়ে ঢাকা ছেড়ে চাঁদপুর।’
এস এ হক অলীকের লেখা ছিল এ রকম, ‘ছি ছি ছি! এইটা আমার প্রাণের সংগঠনের আয়োজন! শ্রদ্ধেয় মামুনুর রশীদ আঙ্কেল সত্যিই বলেছিলেন রুচির দুর্ভিক্ষ!?’
চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘এইটা কী দেখছি? মানে? এই সব কী? এনারা কে? পরিচালকেরা কই? বিশ্বাস করতে চাই এটা অন্য কিছু। যদি ডিরেক্টরস গিল্ডের প্রোগ্রাম হয়, তবে বলতে হবে রুচির দুর্ভিক্ষ। যাঁরা প্রতিষ্ঠা করেছেন তাঁরা কী ভাবছেন বা মনের অবস্থা কী তাই ভাবছি। মুস্তাফা মনোয়ার আংকেল, মামুনুর রশীদ আংকেল, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ভাই, গাজী রাকায়েত ভাই, সাইদুল আনাম টুটুল ভাই—আহা রে, কী সুন্দর একটা প্রতিষ্ঠান ছিল! ছি ছি।’
নির্মাতা আবু হায়াত মাহমুদ ভাইরাল সেই ভিডিও শেয়ার করে লিখেছেন ‘এটা কি বাংলাদেশের ডিরেক্টরস গিল্ডের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের ভিডিও? দয়া করে জানাবেন? উত্তর যদি হ্যাঁ হয়, ডিরেক্টর হিসেবে আমি লজ্জিত। আসলে কী?! আশা করব উত্তরটা “না” হবে। এটা অন্য কোনো গ্রহের ঘটনা হোক।’
আবু হায়াতের পোস্টে নির্মাতা ও অভিনেতা সুজাত শিমুল মন্তব্যে লিখেছেন, ‘এতটা পতন! আফসোস। দুষ্ট কোকিল শেষ পর্যন্ত আপনাদেরও খেলো? কতিপয় মানুষ যখন এই সব কাণ্ড করে একটি কমিউনিটির ইতিহাস ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করে কিংবা মানহানি করে। সংগঠনের অভিভাবকদের উচিত এদের চিহ্নিত করে বয়কট ও বরখাস্ত করা। এখনো সময় আছে নির্লিপ্ততার খোলস ছেড়ে বেরিয়ে আসুন। নতুবা এই লেংটা শকুনরা সব গিলে খাবে। সময় আর বেশি দেরি নেই। এরাই কি মুস্তাফা মনোয়ার কিংবা মামুনুর রশীদ স্যারের উত্তরসূরি হবে?’
এ বিষয়ে কথা বলতে ডিরেক্টরস গিল্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কেউ ফোন রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও আসেনি কোনো উত্তর।
এক বছর ধরে নানা সংকটে প্রশ্নবিদ্ধ টিভি নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের বর্তমান কমিটি। সভাপতি অনন্ত হিরা ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগরের বিরুদ্ধে অনাস্থা এনেছেন কমিটির ১৬ সদস্য। ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনস (এফটিপিও) এগিয়ে এলেও হয়নি সমাধান। অস্থিরতার জন্য দায়ী করে ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হিরা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর ও সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েলকে এফটিপিওর সব কার্যক্রমে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মাঝে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অশোভন নাচের একটি ভিডিও নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছে সংগঠনটি।
১০ জুলাই ছিল ডিরেক্টরস গিল্ডের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েলসহ বেশ কয়েকজন উদ্দাম তালে নাচছেন। তাঁদের অঙ্গভঙ্গি ছিল দৃষ্টিকটু। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার মুখে পড়েছেন সংগঠনের নেতারা।
সংগঠনের অনুষ্ঠানে এমন কর্মকাণ্ড মেনে নিতে পারছেন না নির্মাতারাও। এমন কার্যকলাপকে রুচির দুর্ভিক্ষ মনে করছেন কচি খন্দকার ও এস এ হক অলীক। ফেসবুকে কচি খন্দকার লিখেছেন, ‘রুচির দুর্ভিক্ষ টেলিফিল্ম বানাইছিলাম। এখন নিজেরাই রুচির সংকটে। যে নাচ গান শুরু হয়েছে ডিরেক্টরদের। সেই লজ্জায় বউ নিয়ে ঢাকা ছেড়ে চাঁদপুর।’
এস এ হক অলীকের লেখা ছিল এ রকম, ‘ছি ছি ছি! এইটা আমার প্রাণের সংগঠনের আয়োজন! শ্রদ্ধেয় মামুনুর রশীদ আঙ্কেল সত্যিই বলেছিলেন রুচির দুর্ভিক্ষ!?’
চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘এইটা কী দেখছি? মানে? এই সব কী? এনারা কে? পরিচালকেরা কই? বিশ্বাস করতে চাই এটা অন্য কিছু। যদি ডিরেক্টরস গিল্ডের প্রোগ্রাম হয়, তবে বলতে হবে রুচির দুর্ভিক্ষ। যাঁরা প্রতিষ্ঠা করেছেন তাঁরা কী ভাবছেন বা মনের অবস্থা কী তাই ভাবছি। মুস্তাফা মনোয়ার আংকেল, মামুনুর রশীদ আংকেল, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ভাই, গাজী রাকায়েত ভাই, সাইদুল আনাম টুটুল ভাই—আহা রে, কী সুন্দর একটা প্রতিষ্ঠান ছিল! ছি ছি।’
নির্মাতা আবু হায়াত মাহমুদ ভাইরাল সেই ভিডিও শেয়ার করে লিখেছেন ‘এটা কি বাংলাদেশের ডিরেক্টরস গিল্ডের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের ভিডিও? দয়া করে জানাবেন? উত্তর যদি হ্যাঁ হয়, ডিরেক্টর হিসেবে আমি লজ্জিত। আসলে কী?! আশা করব উত্তরটা “না” হবে। এটা অন্য কোনো গ্রহের ঘটনা হোক।’
আবু হায়াতের পোস্টে নির্মাতা ও অভিনেতা সুজাত শিমুল মন্তব্যে লিখেছেন, ‘এতটা পতন! আফসোস। দুষ্ট কোকিল শেষ পর্যন্ত আপনাদেরও খেলো? কতিপয় মানুষ যখন এই সব কাণ্ড করে একটি কমিউনিটির ইতিহাস ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করে কিংবা মানহানি করে। সংগঠনের অভিভাবকদের উচিত এদের চিহ্নিত করে বয়কট ও বরখাস্ত করা। এখনো সময় আছে নির্লিপ্ততার খোলস ছেড়ে বেরিয়ে আসুন। নতুবা এই লেংটা শকুনরা সব গিলে খাবে। সময় আর বেশি দেরি নেই। এরাই কি মুস্তাফা মনোয়ার কিংবা মামুনুর রশীদ স্যারের উত্তরসূরি হবে?’
এ বিষয়ে কথা বলতে ডিরেক্টরস গিল্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কেউ ফোন রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও আসেনি কোনো উত্তর।
কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল কোরবানির ঈদে ‘নীলচক্র’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন আরিফিন শুভ। অবশেষে সেই খবর নিশ্চিত করলেন পরিচালক মিঠু খান। গতকাল আজকের পত্রিকাকে তিনি জানান, কোরবানির ঈদেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নীলচক্র।
১ ঘণ্টা আগেএকসময় ভারতীয় শোবিজে নিয়মিত অংশগ্রহণ ছিল পাকিস্তানি শিল্পীদের। অভিনয় থেকে গান—সব ক্ষেত্রে পাওয়া যেত তাঁদের। তবে ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের শিল্পীদের ওপর ভারতে নিষেধাজ্ঞা জারি হয়। ২০২৩ সালে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ভারতে স্বাভাবিক হতে শুরু করে...
১ ঘণ্টা আগে১ মে মহান মে দিবস ও ৫ মে কার্ল মার্ক্সের ২০৮তম জন্মদিন। এ উপলক্ষে ঢাকার মঞ্চে টানা তিন দিন নাট্য সংগঠন বটতলা ও যাত্রিকের যৌথ প্রযোজনা ‘মার্ক্স ইন সোহো’ নাটকের তিনটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ১ থেকে ৩ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে মার্ক্স...
১ ঘণ্টা আগেকান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে জায়গা পেল বাংলাদেশ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিল আদনান আল রাজীব পরিচালিত সিনেমা ‘আলী’। কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম।
১২ ঘণ্টা আগে