পাচার হয়ে আসা প্রায় ১,০০০ বিপন্ন বন্য প্রাণী মাদাগাস্কার ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১৬: ১০
Thumbnail image
পাচার হয়ে আসা প্রায় ১,০০০ কচ্ছপ এবং লেমুর মাদাগাস্কারে ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড। ছবি: ডিপার্টমেন্ট অব ন্যাশনাল পার্কস, ওয়াইল্ডলাইফ অ্যান্ড প্ল্যান্ট কনজারভেশন

যত দিন যাচ্ছে পরিবেশ ধ্বংস এবং মানুষের লোভের কারণে বিপন্ন হচ্ছে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী। এই পরিস্থিতিতে দারুণ এক সুসংবাদ দিল থাইল্যান্ড। পাচার হয়ে দেশটিতে আসা প্রায় এক হাজার বিরল প্রজাতির কচ্ছপ এবং লেমুর মাদাগাস্কারে ফেরত পাঠাচ্ছে তারা। আজ শনিবার পাঠানো হয়েছে প্রথম চালানটি। একে বন্য প্রাণী পাচার রোধে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

থাইল্যান্ডের কর্মকর্তাদের মতে, মাদাগাস্কার ও থাইল্যান্ডের মধ্যে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ফেরত পাঠানোর উদ্যোগ।

এসব তথ্য জানা যায়, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।

গত মে মাসে, থাইল্যান্ডের চুমফন প্রদেশে একটি অভিযান চালিয়ে পুলিশ ১ হাজার ১১৭টি প্রাণী উদ্ধার করেছিল। এর মধ্যে ৮টি মারা গিয়েছিল। উদ্ধার হওয়া প্রাণীগুলোর মধ্যে ছিল স্পাইডার কচ্ছপ, রেডিয়েটেড কচ্ছপ, রিং-টেইল লেমুর এবং বাদামি লেমুর। এই প্রাণীগুলো কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এনডেনজারড স্পেসিজ অব ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা অনুসারে বিশ্বের সবচেয়ে বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মাদাগাস্কার থেকে পাচার হয়ে আসা কিছু কচ্ছপ। ছবি: ডিপার্টমেন্ট অব ন্যাশনাল পার্কস, ওয়াইল্ডলাইফ অ্যান্ড প্ল্যান্ট কনজারভেশন
মাদাগাস্কার থেকে পাচার হয়ে আসা কিছু কচ্ছপ। ছবি: ডিপার্টমেন্ট অব ন্যাশনাল পার্কস, ওয়াইল্ডলাইফ অ্যান্ড প্ল্যান্ট কনজারভেশন

মে মাসে উদ্ধার করা কিছু প্রাণী খাবার ও পানির অভাবে দুর্বল হয়ে মারা যায়। এ ছাড়া, কিছু প্রাণী নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। গত বুধবার ব্যাংককে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে থাই কর্তৃপক্ষ প্রাণীগুলো মাদাগাস্কারের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে।

কাতার এয়ারওয়েজের তিনটি ফ্লাইটে ৯৬১টি জীবিত প্রাণী আজ থেকে মাদাগাস্কারে পাঠানো হচ্ছে।

খাওয়া-দাওয়া করছে দুটি লেমুর। ছবি: ডিপার্টমেন্ট অব ন্যাশনাল পার্কস, ওয়াইল্ডলাইফ অ্যান্ড প্ল্যান্ট কনজারভেশন
খাওয়া-দাওয়া করছে দুটি লেমুর। ছবি: ডিপার্টমেন্ট অব ন্যাশনাল পার্কস, ওয়াইল্ডলাইফ অ্যান্ড প্ল্যান্ট কনজারভেশন

থাইল্যান্ডের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশমন্ত্রী ড. চ্যালার্মচাই শ্রী-অন জানান, এই পদক্ষেপটি বন্য প্রাণী পাচার রোধে থাইল্যান্ডের প্রতিশ্রুতি ও উদ্ধার করা প্রাণীদের কল্যাণকে গুরুত্ব দেওয়ার উদাহরণ।

থাইল্যান্ডের জাতীয় উদ্যান, বন্য প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ বিভাগের পরিচালক আটাপল চরুয়েনচানসা বলেন, এ ধরনের অভিযান বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে সাহায্য করে।

‘লোকজন বুঝতে পারছে যে টাকা থাকলেই এ ধরনের বিপন্ন প্রাণী কেনা বা সংগ্রহ করা সঠিক নয়।’ বলেন তিনি।

ব্রিটেনভিত্তিক সংস্থা ট্রাফিক এক বিবৃতিতে বলেছে, এই উদ্যোগ আন্তর্জাতিক সহযোগিতার শক্তির একটি চমৎকার উদাহরণ।

২০২৩ সালের এক প্রতিবেদনে জানানো হয়, কাঠ ও বন্য প্রাণীর অবৈধ বাণিজ্য মাদাগাস্কারের জীববৈচিত্র্যের দ্বিতীয় বৃহত্তম হুমকি।

থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ায় মাদাগাস্কারের বন্য প্রাণীর সবচেয়ে বড় আমদানিকারক। ১৯৭৫ থেকে ২০১৯ সালের মধ্যে প্রায় ৩৫ হাজার প্রাণী বা তাদের পণ্য থাইল্যান্ড আমদানি করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত