নিরাপদ পানির জন্য যা যা করা দরকার

অনলাইন ডেস্ক
Thumbnail image

আজ বিশ্ব পানি দিবস। সবার জন্য বিশুদ্ধ পানির ব্যবহার নিশ্চিত করতে যে ১০টি কাজ আমরা করতে পারি।

 ১ পানির অপচয় রোধ: পরিমিত পানি ব্যবহার করে গোসল করতে হবে। দাঁত ব্রাশ, রান্না ও খাবার তৈরি করার সময় পানির ট্যাপ চালিয়ে রাখা যাবে না। 

 ২ পানি ব্যবহারে সচেতনতা: যে উৎস থেকে মহল্লায় পানি সরবরাহ করা হয়, তা নিরাপদে পরিচালিত হয় কী না তার খোঁজ খবর রাখতে হবে। 

 ৩ সুষম বণ্টন: মহল্লার সবাই যেন প্রয়োজনীয় নিরাপদ পানি পায় তা নিশ্চিত করতে হবে। 

 ৪ নিরাপদ পয়োনিষ্কাশন: নিরাপদ পয়োনিষ্কাশন নিশ্চিত করতে বজ্র পরিবহনের জন্য পাইপ, সেপটিক ট্যাংক সচল রাখতে হবে। 

 ৫ কুসংস্কার প্রতিরোধ: নারীদের ঋতুস্রাবের সময় নিরাপদ পানি ও স্যানিটেশনের গুরুত্ব নিয়ে কথা বলতে হবে। 

 ৬ দূষণ প্রতিরোধ: দূষণ প্রতিরোধে টয়লেট বা ড্রেনের বর্জ্য, উচ্ছিষ্ট খাবার, আবর্জনা, তেল, ওষুধ এবং রাসায়নিক দ্রব্য যেখানে সেখানে নয় নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। 

 ৭ প্রকৃতি রক্ষা: প্রকৃতি রক্ষার্থে বনায়নের জন্য প্রচুর গাছ লাগাতে হবে। বন্যার ঝুঁকি কমাতে এবং পানি সঞ্চয় করতে রেইন হারভেস্টিং করতে হবে। 

 ৮ নিরাপদ জলাধার তৈরি: নিরাপদ পানির জন্য আশপাশের পুকুর, জলাশয়, জলাভূমি, নদী, হ্রদ, সমুদ্র সৈকত পরিষ্কার রাখতে হবে। প্রয়োজনে এসব জলাধার পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হবে। 

 ৯ স্থানীয়ভাবে তৈরি খাবার খান: স্থানীয়ভাবে উৎপন্ন মৌসুমি খাবার খেতে হবে। যেসব পণ্য তৈরিতে কম পানি ব্যবহৃত হয় সেসব পণ্য ব্যবহার করতে হবে। 

 ১০ জনমত তৈরি: দেশে এবং বিদেশে নিরাপদ পানির জন্য বিভিন্ন প্রকল্পের প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের জন্য জনপ্রতিনিধিদের কাছে দাবি করতে জনমত তৈরি করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত