Ajker Patrika

নিরাপদ পানির জন্য যা যা করা দরকার

নিরাপদ পানির জন্য যা যা করা দরকার

আজ বিশ্ব পানি দিবস। সবার জন্য বিশুদ্ধ পানির ব্যবহার নিশ্চিত করতে যে ১০টি কাজ আমরা করতে পারি।

 ১ পানির অপচয় রোধ: পরিমিত পানি ব্যবহার করে গোসল করতে হবে। দাঁত ব্রাশ, রান্না ও খাবার তৈরি করার সময় পানির ট্যাপ চালিয়ে রাখা যাবে না। 

 ২ পানি ব্যবহারে সচেতনতা: যে উৎস থেকে মহল্লায় পানি সরবরাহ করা হয়, তা নিরাপদে পরিচালিত হয় কী না তার খোঁজ খবর রাখতে হবে। 

 ৩ সুষম বণ্টন: মহল্লার সবাই যেন প্রয়োজনীয় নিরাপদ পানি পায় তা নিশ্চিত করতে হবে। 

 ৪ নিরাপদ পয়োনিষ্কাশন: নিরাপদ পয়োনিষ্কাশন নিশ্চিত করতে বজ্র পরিবহনের জন্য পাইপ, সেপটিক ট্যাংক সচল রাখতে হবে। 

 ৫ কুসংস্কার প্রতিরোধ: নারীদের ঋতুস্রাবের সময় নিরাপদ পানি ও স্যানিটেশনের গুরুত্ব নিয়ে কথা বলতে হবে। 

 ৬ দূষণ প্রতিরোধ: দূষণ প্রতিরোধে টয়লেট বা ড্রেনের বর্জ্য, উচ্ছিষ্ট খাবার, আবর্জনা, তেল, ওষুধ এবং রাসায়নিক দ্রব্য যেখানে সেখানে নয় নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। 

 ৭ প্রকৃতি রক্ষা: প্রকৃতি রক্ষার্থে বনায়নের জন্য প্রচুর গাছ লাগাতে হবে। বন্যার ঝুঁকি কমাতে এবং পানি সঞ্চয় করতে রেইন হারভেস্টিং করতে হবে। 

 ৮ নিরাপদ জলাধার তৈরি: নিরাপদ পানির জন্য আশপাশের পুকুর, জলাশয়, জলাভূমি, নদী, হ্রদ, সমুদ্র সৈকত পরিষ্কার রাখতে হবে। প্রয়োজনে এসব জলাধার পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হবে। 

 ৯ স্থানীয়ভাবে তৈরি খাবার খান: স্থানীয়ভাবে উৎপন্ন মৌসুমি খাবার খেতে হবে। যেসব পণ্য তৈরিতে কম পানি ব্যবহৃত হয় সেসব পণ্য ব্যবহার করতে হবে। 

 ১০ জনমত তৈরি: দেশে এবং বিদেশে নিরাপদ পানির জন্য বিভিন্ন প্রকল্পের প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের জন্য জনপ্রতিনিধিদের কাছে দাবি করতে জনমত তৈরি করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

চুরির অপবাদে ছাত্রলীগ নেতাকে নির্যাতন ছাত্রদল নেতার, টাকা দিয়ে মুক্তি

৩০টির বেশি মার্কিন পণ্যের আমদানি শুল্ক পর্যালোচনার উদ্যোগ

মামলার ভয় দেখিয়ে ইউপি সদস্যের কাছ থেকে এসি, টাকা নেন ওসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত