চারঘাটে ডেঙ্গু রোগী শনাক্ত

প্রতিনিধি, চারঘাট
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১১: ০১
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৩৫

চারঘাটে জরিনা বেগম (৫৫) নামের এক নারীর শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তিনি চারঘাট পৌরসভার মিয়াপুর গ্রামের প্রয়াত আব্দুস সাত্তারের সহধর্মিণী। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শহীদুল ইসলাম রবিন জানান, জরিনা বেগম ঢাকায় ছেলের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ঢাকা থেকে জ্বর নিয়ে গত বৃহস্পতিবার বাড়িতে ফেরেন। পরে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এলে তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত নারী চিকিৎসাধীন আছেন। স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু পরীক্ষার কিট পর্যাপ্ত রয়েছে। নির্দেশনা দেওয়া আছে যে জ্বরের চিকিৎসা নিতে এলেই রোগীর এনএস-১ পরীক্ষা করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে চারঘাট পৌর মেয়র একরামুল হক বলেন, প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরকে নিয়ে আলোচনা করা হয়েছে। মশার আবাসস্থল ধ্বংস করতে ফগার মেশিন দিয়ে স্প্রে করার কাজ চলমান রয়েছে। প্রচারপত্র বিতরণ, ব্যানার ও ফেস্টুনেও প্রচার চালানো হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত