নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই বছর আগে সৈয়দ কাজেম কিরমানি শাহ বাংলাদেশে এসে ছোটখাটো একটা ধাক্কাই খেয়েছিলেন। যে দেশে ফুটবলার হতে এসেছেন, সে দেশ ডুবে আছে ক্রিকেটে। ক্রিকেটারের ছেলে হয়ে ফুটবলার হওয়ার জন্য বাংলাদেশে এসে কাজেম কি ভুল করে ফেললেন!
ভুল যে করেননি, দুই মৌসুম পরেই তা প্রমাণিত হতে যাচ্ছে।
এ সময়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলে নজরে পড়েছেন জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার। ডাক পেয়েছেন ফিলিস্তিনের বিপক্ষে সৌদি আরবে হতে যাওয়া বিশ্বকাপ বাছাই ম্যাচের ক্যাম্পে।
কাজেমের বাবা সৈয়দ হালিম শাহ নব্বইয়ের দশকের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ। ক্রিকেটারের ছেলে হয়ে কেন ফুটবলার হতে গেলেন? কাজেমের উত্তর, ‘আমরা ২০০৫ সালে কানাডায় চলে যাই। তখন আমার সাত বছর বয়স। আমিও ছোটবেলায় ক্রিকেটার হতে চাইতাম, কিন্তু কানাডায় গিয়ে দেখি কেউ ক্রিকেট খেলে না। অনেক ফুটবল খেলা হয়। অষ্টম জন্মদিনে বাবা একটা ফুটবল কিনে দিলেন। উৎসাহ দিলেন।’
স্কুল-বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ফুটবল খেলা ২৫ বছর বয়সী কাজেমেরও স্বপ্ন ছিল কানাডার হয়ে খেলার। কিন্তু তা পূরণ হয়নি। এরপর বাংলাদেশি এজেন্টের মাধ্যমে ২০২১ সালে সাইফ স্পোর্টিংয়ে ট্রায়ালে এসে টিকলেন। তবে পাসপোর্ট জটিলতায় খেলতে পারেননি। পরের বছর পুলিশ এফসির হয়ে খেলতে এলেন। প্রথম মৌসুমে খুব বেশি খেলার সুযোগ পাননি। সুযোগ পেয়েছেন এবার। বিপিএল ফুটবলের প্রথম পর্বের ৯ ম্যাচের সব কটিতেই খেলেছেন। ২টি গোলও করেছেন অ্যাটাকিং মিডফিল্ডার কাজেম।
অ্যাটাকিং মিডফিল্ডার হলেও কাজেমের খেলায় বৈচিত্র্য আছে। খেলতে পারেন লেফট উইঙ্গার হিসেবেও কিংবা নিচে নেমে রক্ষণেও। তবে তাঁর আসল শক্তির জায়গা তাঁর আক্রমণে সৃজনশীলতা। এটাই তাঁকে জায়গা করে দিয়েছে ফিলিস্তিনের বিপক্ষে প্রাথমিক দলে।
তবে শুরুর পথটা কাজেমের জন্য সহজ ছিল না। কানাডার মতো উন্নত দেশ ছেড়ে বাংলাদেশে এসে মানিয়ে নিতে হয়েছে। কানাডার বিশ্ববিদ্যালয়ের দলগুলোতেও থাকে সুইমিংপুল, জিম, হট বাথের ব্যবস্থা। ফুটবলারদের ফিটনেস ধরে রাখতে এসব আবশ্যিক চাহিদা। বিশ্ববিদ্যালয়ের দলে যেসব সুবিধা তিনি পেয়েছেন, বাংলাদেশের শীর্ষ পর্যায়ের দলে তার অর্ধেক সুযোগ-সুবিধাও নেই। তবে প্রতিকূল পরিস্থিতিতেও দূর থেকেই ছেলেকে সমর্থন দিয়ে গেছেন বাবা হালিম শাহ।
জাতীয় দলে ডাক পাওয়ায় বাবার কী বার্তা ছিল? এমন প্রশ্নে হেসে ফেলেন কাজেম। বললেন, ‘আমি বুঝতে পারছিলাম, বাবা কিছু বলতে চান। কিন্তু দেখলাম, তিনি আবেগ লুকানোর চেষ্টা করছেন। হঠাৎ করে বললেন, শুভকামনা বাবা, জাতীয় দলে ডাক পেয়েছ। আমিও শুরুতে আবেগী হতে চাইনি তাঁর কাছে। তারপর যে কী হলো, বুঝতেই পারছেন!’
কানাডার আলবার্তা বিশ্ববিদ্যালয়ে স্নাতক করেছেন কাজেম। চাইলে ফুটবলার না হয়ে বেছে নিতে পারেন অন্য পেশাও। তবে কাজেম ফুটবলটা খেলেন আবেগ আর শখের বশে। বাবার দেখানো স্বপ্ন লাল-সবুজের জার্সি গায়ে চেপে বাংলাদেশকে করতে চান গর্বিত, ‘ক্রিকেটারের ছেলে হয়ে ফুটবলার হওয়ায় আমার আক্ষেপ নেই। শুধু জার্সিটা গায়ে চাপাতে চাই। বিদেশে অনেক বাংলাদেশির সন্তান ফুটবল খেলে, আমাকে দেখে যেন তারাও বাংলাদেশে এসে খেলতে পারে তেমন এক উদাহরণ হতে চাই।’
দুই বছর আগে সৈয়দ কাজেম কিরমানি শাহ বাংলাদেশে এসে ছোটখাটো একটা ধাক্কাই খেয়েছিলেন। যে দেশে ফুটবলার হতে এসেছেন, সে দেশ ডুবে আছে ক্রিকেটে। ক্রিকেটারের ছেলে হয়ে ফুটবলার হওয়ার জন্য বাংলাদেশে এসে কাজেম কি ভুল করে ফেললেন!
ভুল যে করেননি, দুই মৌসুম পরেই তা প্রমাণিত হতে যাচ্ছে।
এ সময়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলে নজরে পড়েছেন জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার। ডাক পেয়েছেন ফিলিস্তিনের বিপক্ষে সৌদি আরবে হতে যাওয়া বিশ্বকাপ বাছাই ম্যাচের ক্যাম্পে।
কাজেমের বাবা সৈয়দ হালিম শাহ নব্বইয়ের দশকের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ। ক্রিকেটারের ছেলে হয়ে কেন ফুটবলার হতে গেলেন? কাজেমের উত্তর, ‘আমরা ২০০৫ সালে কানাডায় চলে যাই। তখন আমার সাত বছর বয়স। আমিও ছোটবেলায় ক্রিকেটার হতে চাইতাম, কিন্তু কানাডায় গিয়ে দেখি কেউ ক্রিকেট খেলে না। অনেক ফুটবল খেলা হয়। অষ্টম জন্মদিনে বাবা একটা ফুটবল কিনে দিলেন। উৎসাহ দিলেন।’
স্কুল-বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ফুটবল খেলা ২৫ বছর বয়সী কাজেমেরও স্বপ্ন ছিল কানাডার হয়ে খেলার। কিন্তু তা পূরণ হয়নি। এরপর বাংলাদেশি এজেন্টের মাধ্যমে ২০২১ সালে সাইফ স্পোর্টিংয়ে ট্রায়ালে এসে টিকলেন। তবে পাসপোর্ট জটিলতায় খেলতে পারেননি। পরের বছর পুলিশ এফসির হয়ে খেলতে এলেন। প্রথম মৌসুমে খুব বেশি খেলার সুযোগ পাননি। সুযোগ পেয়েছেন এবার। বিপিএল ফুটবলের প্রথম পর্বের ৯ ম্যাচের সব কটিতেই খেলেছেন। ২টি গোলও করেছেন অ্যাটাকিং মিডফিল্ডার কাজেম।
অ্যাটাকিং মিডফিল্ডার হলেও কাজেমের খেলায় বৈচিত্র্য আছে। খেলতে পারেন লেফট উইঙ্গার হিসেবেও কিংবা নিচে নেমে রক্ষণেও। তবে তাঁর আসল শক্তির জায়গা তাঁর আক্রমণে সৃজনশীলতা। এটাই তাঁকে জায়গা করে দিয়েছে ফিলিস্তিনের বিপক্ষে প্রাথমিক দলে।
তবে শুরুর পথটা কাজেমের জন্য সহজ ছিল না। কানাডার মতো উন্নত দেশ ছেড়ে বাংলাদেশে এসে মানিয়ে নিতে হয়েছে। কানাডার বিশ্ববিদ্যালয়ের দলগুলোতেও থাকে সুইমিংপুল, জিম, হট বাথের ব্যবস্থা। ফুটবলারদের ফিটনেস ধরে রাখতে এসব আবশ্যিক চাহিদা। বিশ্ববিদ্যালয়ের দলে যেসব সুবিধা তিনি পেয়েছেন, বাংলাদেশের শীর্ষ পর্যায়ের দলে তার অর্ধেক সুযোগ-সুবিধাও নেই। তবে প্রতিকূল পরিস্থিতিতেও দূর থেকেই ছেলেকে সমর্থন দিয়ে গেছেন বাবা হালিম শাহ।
জাতীয় দলে ডাক পাওয়ায় বাবার কী বার্তা ছিল? এমন প্রশ্নে হেসে ফেলেন কাজেম। বললেন, ‘আমি বুঝতে পারছিলাম, বাবা কিছু বলতে চান। কিন্তু দেখলাম, তিনি আবেগ লুকানোর চেষ্টা করছেন। হঠাৎ করে বললেন, শুভকামনা বাবা, জাতীয় দলে ডাক পেয়েছ। আমিও শুরুতে আবেগী হতে চাইনি তাঁর কাছে। তারপর যে কী হলো, বুঝতেই পারছেন!’
কানাডার আলবার্তা বিশ্ববিদ্যালয়ে স্নাতক করেছেন কাজেম। চাইলে ফুটবলার না হয়ে বেছে নিতে পারেন অন্য পেশাও। তবে কাজেম ফুটবলটা খেলেন আবেগ আর শখের বশে। বাবার দেখানো স্বপ্ন লাল-সবুজের জার্সি গায়ে চেপে বাংলাদেশকে করতে চান গর্বিত, ‘ক্রিকেটারের ছেলে হয়ে ফুটবলার হওয়ায় আমার আক্ষেপ নেই। শুধু জার্সিটা গায়ে চাপাতে চাই। বিদেশে অনেক বাংলাদেশির সন্তান ফুটবল খেলে, আমাকে দেখে যেন তারাও বাংলাদেশে এসে খেলতে পারে তেমন এক উদাহরণ হতে চাই।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে