নির্বাচন ঘিরে প্রস্তুতি আ.লীগের

খান রফিক, বরিশাল
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬: ৩৮
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৩৮

বরিশালে সক্রিয় হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সাংগঠনিক অবস্থা ঢেলে সাজাতে আগামী ৩ মাসের মধ্যে বরিশালসহ বিভাগের ৪টি জেলায় সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এই ৪টি জেলার কমিটিই দীর্ঘদিন মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে বিভিন্ন জেলায়।

বরিশাল বিভাগে সাংগঠনিক অবস্থা শক্তিশালী করতে গত বুধবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম সভা করেছেন। টিমের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করার জন্যই তাঁরা প্রস্তুতি শুরু করেছেন। বিভাগীয় টিমের সিদ্ধান্ত অনুযায়ী মার্চ থেকে ৬ জেলার সঙ্গে ভার্চুয়াল সভা ও ধাপে ধাপে সম্মেলন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাজধানীর ধানমন্ডিতে গত বুধবার বিভাগীয় টিম প্রধান সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, কেন্দ্রীয় সদস্য গোলাম রাব্বানী চিনু, আনিচুল ইসলাম।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘করোনার কারণে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। কিন্তু এই মহামারির সময় তাঁরা দলের সাংগঠনিক কাজ করতে পারেননি। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামী ৩ মাসের মধ্যে বরিশালসহ বিভাগের ৪টি জেলার সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা হবে। বাকি ৩টি জেলা হচ্ছে পিরোজপুর, বরগুনা ও ভোলা। এ লক্ষ্যে আগামী ৫ ও ৬ মার্চ পিরোজপুর এবং বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হবে বলে বিভাগীয় টিমের বুধবারের সভায় সিদ্ধান্ত হয়েছে।’

বরিশাল জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ অঞ্চলের সাংগঠনিক টিমের প্রধান আবুল হাসানাত আবদুল্লাহ। তিনি ইতিমধ্যে বরিশাল জেলাকে সংগঠিত করার জন্য কাজ শুরু করেছেন। এ জেলার বিষয়ে সিদ্ধান্ত হাসানাত ভাই নেবেন।’

সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল আরও জানান, বিএনপি-জামায়াতকে প্রতিহতের পাশাপাশি আগামী নির্বাচনকে লক্ষ্য রেখে দলকে শক্তিশালী করার জন্য বরিশাল বিভাগে প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

খোঁজ নিয়ে জানা গেছে, সাংগঠনিকভাবে তৎপরতা শুরু করেছে দীর্ঘদিন মেয়াদোত্তীর্ণ পিরোজপুর ও বরগুনা জেলা আওয়ামী লীগ। পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল হাকিম হাওলাদার বলেন, ‘আগামী ১ মার্চ জেলা আওয়ামী লীগের সভা ডেকেছেন। ওই দিন জেলার বর্ধিত সভা নিয়ে সিদ্ধান্ত হতে পারে।’ তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ৫-৬ মার্চ বর্ধিত সভা হবে। বর্ধিত সভার প্রধান এজেন্ডা থাকবে, কোন কোন থানার সম্মেলন বাকি রয়েছে এবং জেলা সম্মেলন কবে নাগাদ হতে পারে। ৫ বছর আগে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। সংগঠন ভালো থাকলে নির্বাচনী প্রস্তুতি শক্তিশালী হবে বলে মনে করেন আওয়ামী লীগ নেতা হাকিম।’

বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু জানান, তাঁরা আগামী ৬ মার্চ বর্ধিত সভা করবেন। সেখানে কেন্দ্রীয় বিভাগীয় টিম থাকবেন। সভার প্রধান এজেন্ডা জেলা সম্মেলন করা। ৭ বছর আগে ২০১৪ সালের ১৫ নভেম্বর বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। এখন সকলে চান দল পুনর্গঠন হোক। আগামী নির্বাচনের জন্য দলকে সংগঠিত করাই এর উদ্দেশ্য।

এদিকে বরিশাল জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১২ সালের ২৭ ডিসেম্বর। ১০ বছর ধরে একই নেতৃত্বে থাকায় মেয়াদ উত্তীর্ণ বরিশাল জেলা আওয়ামী লীগে অসন্তোষ বিরাজ করছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এ প্রসঙ্গে জানান, কেন্দ্রীয় নেতারা বিভিন্ন জেলার সম্মেলন নিয়ে সাংগঠনিকভাবে বসেছিলেন। তাঁরা বরিশাল জেলা আওয়ামী লীগের সম্মেলনের বিষয় পরবর্তী সময়ে জানাবেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত