নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এপ্রিলের তাপপ্রবাহ এখনো চলছে। মার্চের শেষ দিন থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে টানা ৩৩ দিন। শুরুতে সীমিত এলাকায় থাকলেও পরে তাপপ্রবাহ ছড়িয়েছে বিস্তৃত অঞ্চলজুড়ে। এপ্রিলজুড়ে বৃষ্টির দেখাও মেলেনি। তবে চট্টগ্রাম থেকে শুরু করে সিলেট-মৌলভীবাজার অর্থাৎ দেশের দক্ষিণ-পূর্বের সীমান্তজুড়ে বৃষ্টির সেই অপেক্ষা ফুরিয়েছে গতকাল বৃহস্পতিবার। সিলেট অঞ্চলে সীমান্তের ওপারে ভারী বৃষ্টি ঢল হয়ে নামার শঙ্কাও দেখা দিয়েছে হাওরাঞ্চলে। বিপরীতে দেশের উল্টো পাশ অর্থাৎ সাতক্ষীরা-খুলনা থেকে শুরু করে ঠাকুরগাঁও-পঞ্চগড় পর্যন্ত এলাকা এখনো বৃষ্টিশূন্য।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, গত এপ্রিলে ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। এপ্রিলের শুরু থেকে যে তাপপ্রবাহ দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে, তা চলতি মাসের শুরুতেই শেষ হবে। তাই বলে গরমের অস্বস্তি থেকে একেবারে রেহাই মিলবে না। কারণ, এ মাসেও একাধিক তাপপ্রবাহ বয়ে যাবে। সাময়িক স্বস্তি দিতে ঝরবে বৃষ্টিও।
এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৩ ডিগ্রি। সে হিসাবে গতকাল ঢাকার তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রি। সারা দেশেও তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমেছে। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ৫ মে থেকে সারা দেশেই বৃষ্টি হবে। সেটা ৫ থেকে ৭ দিন চলতে পারে।
হাওরাঞ্চলে নামছে ঢল বন্যা
পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার প্রধান নদ-নদীর পানি বাড়ছে। বাংলাদেশ ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য বলছে, পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তার প্রভাব পড়বে হাওরাঞ্চলে।
অবশ্য সিলেটের জৈন্তাপুরে কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে এরই মধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সারী, বড় নয়াগং ও রাংপানি নদীর পানি বাড়ছে। সরেজমিনে গতকাল দেখা যায়, নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের নিম্নাঞ্চলে কয়েক হাজার হেক্টর বোরো ধানের জমি তলিয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া বলেন, ‘জৈন্তাপুরে তুলনামূলক বেশি বৃষ্টি হয়। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
এদিকে নেত্রকোনায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের আশঙ্কায় হাওরাঞ্চলের বোরো ধান দ্রুত কাটার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। একই পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকেও। ৩ মে থেকে দেশের উত্তর-পূর্ব অঞ্চলের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অবশ্য কৃষি বিভাগ জানিয়েছে, এরই মধ্যে হাওরের অধিকাংশ খেতের ধান কাটা হয়ে গেছে।
খালিয়াজুরির পুরানহাটি গ্রামের কৃষক আজহারুল ইসলাম বলেন, ‘এখন প্রায় সব ধানই পেকে গেছে। সকাল থেকে মাইকে দ্রুত ধান কাটার ঘোষণা দেওয়া হচ্ছে। পানি আসার আশঙ্কায় আমরা ধান কেটে ফেলছি।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নূরুজ্জামান বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ৩ মে থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তাই হাওরে বোরো ধান দ্রুত কাটার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৮০ শতাংশ খেতের ধান কাটা হয়েছে বলেও জানান তিনি।
পদ্মা-যমুনায় পানি বাড়ছে
সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় (গত বুধবার সন্ধ্যা ৬টা থেকে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত) যমুনা নদীর পানি ৩২ সেন্টিমিটার বেড়েছে। এ কারণে জেলার এনায়েতপুরে ভাঙন দেখা দিয়েছে। সিরাজগঞ্জ পাউবোর পানি পরিমাপক হাসানুজ্জামান জানান, এই জেলায় যমুনা নদীর পানির বিপৎসীমা ধরা হয় ১২ দশমিক ৯০ সেন্টিমিটার। গতকাল সন্ধ্যায় পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক শূন্য ৭ সেন্টিমিটার।
এদিকে পাউবো কুষ্টিয়ার ভেড়ামারা যান্ত্রিক পাম্পহাউসের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান গতকাল আজকের পত্রিকাকে জানান, পদ্মা নদীরও পানি বাড়ছে। গত দুই দিনে পাকশীর ভেড়ামারা পাম্পহাউস পয়েন্টে পানির উচ্চতা ৪ দশমিক ২৪ মিটার; এর আগে এই পয়েন্টে পানির উচ্চতা ছিল প্রায় ৪ দশমিক ২০ মিটার। তিনি বলেন, বাংলাদেশ-ভারত পানিচুক্তি অনুযায়ী প্রতিবছর ১০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত পদ্মায় পানিপ্রবাহ বাড়ানোর কথা। এ সময় প্রতি ১০ দিন পরপর পদ্মায় পানিপ্রবাহ বাড়ানোর চুক্তি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেই পানিচুক্তি অনুযায়ী কুষ্টিয়ার ভেড়ামারা পাম্পে কিছুটা পানি বেড়েছে।
মে মাসেও থাকবে গরমের অস্বস্তি
গতকাল মে মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেন অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান। এক মাস মেয়াদি এই পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে তিন থেকে চার দিন বজ্র ও শিলাবৃষ্টি, তীব্র থেকে মাঝারি কালবৈশাখী হতে পারে। দেশের কোথাও কোথাও তীব্র, মাঝারি ও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে দু-একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে; যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, মে মাসে এপ্রিলের মতো টানা তাপপ্রবাহ থাকবে না। তাপমাত্রাও স্বাভাবিক থাকবে। এই মাসে এক থেকে তিনটি তাপপ্রবাহ হতে পারে।
বজ্রপাতে ১০ জনের মৃত্যু
দেশে গতকাল বজ্রপাতে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে কুমিল্লাতেই মারা গেছেন চারজন। রাঙামাটিতে তিনজন, কক্সবাজারে দুজন ও সিলেটে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
কুমিল্লায় গতকাল বিকেলে বজ্রপাতে মারা যাওয়া চারজন হলেন চান্দিনার দৌলতুর রহমান (৪৭), সদর দক্ষিণ উপজেলার আতিকুল ইসলাম (৫০), দেবিদ্বারের মোখলেছুর রহমান (৫৮) এবং বুড়িচংয়ের আলম হোসেন। এর আগে সকালে বজ্রপাতে রাঙামাটির বাঘাইছড়িতে তনিবালা ত্রিপুরা (৩৭) ও বাহারজান বেগম (৫৫) নামের দুজন এবং রাঙামাটি শহরের সিলেটিপাড়ায় মো. নজির (৫০) নামের একজনের মৃত্যু হয়। বাঘাইছড়িতে বজ্রপাতে সাতজন আহত হয়েছেন।
কক্সবাজারের পেকুয়ায় বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বজ্রপাতে রাজাখালী ইউনিয়নে মো. আরফাত (১২) নামের এক শিশু এবং মগনামা ইউনিয়নে দিদারুল ইসলাম (৩০) নামের এক যুবক মারা গেছেন। এদিকে সিলেটের কানাইঘাটে দিঘিপাড় পূর্ব ইউনিয়নের শফিক হাওরে গতকাল দুপুরে ধান কাটার সময় বজ্রপাতে বাবুল আহমদ (৪৮) নামের এক কৃষক মারা গেছেন। এ সময় দুজন আহত হন।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা]
এপ্রিলের তাপপ্রবাহ এখনো চলছে। মার্চের শেষ দিন থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে টানা ৩৩ দিন। শুরুতে সীমিত এলাকায় থাকলেও পরে তাপপ্রবাহ ছড়িয়েছে বিস্তৃত অঞ্চলজুড়ে। এপ্রিলজুড়ে বৃষ্টির দেখাও মেলেনি। তবে চট্টগ্রাম থেকে শুরু করে সিলেট-মৌলভীবাজার অর্থাৎ দেশের দক্ষিণ-পূর্বের সীমান্তজুড়ে বৃষ্টির সেই অপেক্ষা ফুরিয়েছে গতকাল বৃহস্পতিবার। সিলেট অঞ্চলে সীমান্তের ওপারে ভারী বৃষ্টি ঢল হয়ে নামার শঙ্কাও দেখা দিয়েছে হাওরাঞ্চলে। বিপরীতে দেশের উল্টো পাশ অর্থাৎ সাতক্ষীরা-খুলনা থেকে শুরু করে ঠাকুরগাঁও-পঞ্চগড় পর্যন্ত এলাকা এখনো বৃষ্টিশূন্য।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, গত এপ্রিলে ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। এপ্রিলের শুরু থেকে যে তাপপ্রবাহ দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে, তা চলতি মাসের শুরুতেই শেষ হবে। তাই বলে গরমের অস্বস্তি থেকে একেবারে রেহাই মিলবে না। কারণ, এ মাসেও একাধিক তাপপ্রবাহ বয়ে যাবে। সাময়িক স্বস্তি দিতে ঝরবে বৃষ্টিও।
এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৩ ডিগ্রি। সে হিসাবে গতকাল ঢাকার তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রি। সারা দেশেও তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমেছে। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ৫ মে থেকে সারা দেশেই বৃষ্টি হবে। সেটা ৫ থেকে ৭ দিন চলতে পারে।
হাওরাঞ্চলে নামছে ঢল বন্যা
পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার প্রধান নদ-নদীর পানি বাড়ছে। বাংলাদেশ ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য বলছে, পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তার প্রভাব পড়বে হাওরাঞ্চলে।
অবশ্য সিলেটের জৈন্তাপুরে কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে এরই মধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সারী, বড় নয়াগং ও রাংপানি নদীর পানি বাড়ছে। সরেজমিনে গতকাল দেখা যায়, নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের নিম্নাঞ্চলে কয়েক হাজার হেক্টর বোরো ধানের জমি তলিয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া বলেন, ‘জৈন্তাপুরে তুলনামূলক বেশি বৃষ্টি হয়। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
এদিকে নেত্রকোনায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের আশঙ্কায় হাওরাঞ্চলের বোরো ধান দ্রুত কাটার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। একই পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকেও। ৩ মে থেকে দেশের উত্তর-পূর্ব অঞ্চলের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অবশ্য কৃষি বিভাগ জানিয়েছে, এরই মধ্যে হাওরের অধিকাংশ খেতের ধান কাটা হয়ে গেছে।
খালিয়াজুরির পুরানহাটি গ্রামের কৃষক আজহারুল ইসলাম বলেন, ‘এখন প্রায় সব ধানই পেকে গেছে। সকাল থেকে মাইকে দ্রুত ধান কাটার ঘোষণা দেওয়া হচ্ছে। পানি আসার আশঙ্কায় আমরা ধান কেটে ফেলছি।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নূরুজ্জামান বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ৩ মে থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তাই হাওরে বোরো ধান দ্রুত কাটার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৮০ শতাংশ খেতের ধান কাটা হয়েছে বলেও জানান তিনি।
পদ্মা-যমুনায় পানি বাড়ছে
সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় (গত বুধবার সন্ধ্যা ৬টা থেকে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত) যমুনা নদীর পানি ৩২ সেন্টিমিটার বেড়েছে। এ কারণে জেলার এনায়েতপুরে ভাঙন দেখা দিয়েছে। সিরাজগঞ্জ পাউবোর পানি পরিমাপক হাসানুজ্জামান জানান, এই জেলায় যমুনা নদীর পানির বিপৎসীমা ধরা হয় ১২ দশমিক ৯০ সেন্টিমিটার। গতকাল সন্ধ্যায় পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক শূন্য ৭ সেন্টিমিটার।
এদিকে পাউবো কুষ্টিয়ার ভেড়ামারা যান্ত্রিক পাম্পহাউসের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান গতকাল আজকের পত্রিকাকে জানান, পদ্মা নদীরও পানি বাড়ছে। গত দুই দিনে পাকশীর ভেড়ামারা পাম্পহাউস পয়েন্টে পানির উচ্চতা ৪ দশমিক ২৪ মিটার; এর আগে এই পয়েন্টে পানির উচ্চতা ছিল প্রায় ৪ দশমিক ২০ মিটার। তিনি বলেন, বাংলাদেশ-ভারত পানিচুক্তি অনুযায়ী প্রতিবছর ১০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত পদ্মায় পানিপ্রবাহ বাড়ানোর কথা। এ সময় প্রতি ১০ দিন পরপর পদ্মায় পানিপ্রবাহ বাড়ানোর চুক্তি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেই পানিচুক্তি অনুযায়ী কুষ্টিয়ার ভেড়ামারা পাম্পে কিছুটা পানি বেড়েছে।
মে মাসেও থাকবে গরমের অস্বস্তি
গতকাল মে মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেন অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান। এক মাস মেয়াদি এই পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে তিন থেকে চার দিন বজ্র ও শিলাবৃষ্টি, তীব্র থেকে মাঝারি কালবৈশাখী হতে পারে। দেশের কোথাও কোথাও তীব্র, মাঝারি ও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে দু-একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে; যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, মে মাসে এপ্রিলের মতো টানা তাপপ্রবাহ থাকবে না। তাপমাত্রাও স্বাভাবিক থাকবে। এই মাসে এক থেকে তিনটি তাপপ্রবাহ হতে পারে।
বজ্রপাতে ১০ জনের মৃত্যু
দেশে গতকাল বজ্রপাতে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে কুমিল্লাতেই মারা গেছেন চারজন। রাঙামাটিতে তিনজন, কক্সবাজারে দুজন ও সিলেটে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
কুমিল্লায় গতকাল বিকেলে বজ্রপাতে মারা যাওয়া চারজন হলেন চান্দিনার দৌলতুর রহমান (৪৭), সদর দক্ষিণ উপজেলার আতিকুল ইসলাম (৫০), দেবিদ্বারের মোখলেছুর রহমান (৫৮) এবং বুড়িচংয়ের আলম হোসেন। এর আগে সকালে বজ্রপাতে রাঙামাটির বাঘাইছড়িতে তনিবালা ত্রিপুরা (৩৭) ও বাহারজান বেগম (৫৫) নামের দুজন এবং রাঙামাটি শহরের সিলেটিপাড়ায় মো. নজির (৫০) নামের একজনের মৃত্যু হয়। বাঘাইছড়িতে বজ্রপাতে সাতজন আহত হয়েছেন।
কক্সবাজারের পেকুয়ায় বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বজ্রপাতে রাজাখালী ইউনিয়নে মো. আরফাত (১২) নামের এক শিশু এবং মগনামা ইউনিয়নে দিদারুল ইসলাম (৩০) নামের এক যুবক মারা গেছেন। এদিকে সিলেটের কানাইঘাটে দিঘিপাড় পূর্ব ইউনিয়নের শফিক হাওরে গতকাল দুপুরে ধান কাটার সময় বজ্রপাতে বাবুল আহমদ (৪৮) নামের এক কৃষক মারা গেছেন। এ সময় দুজন আহত হন।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা]
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে