অবৈধভাবে মাটি কাটায় দুটি ট্রাক্টরে আগুন ড্রেজার ধ্বংস

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 
প্রকাশ : ১৭ মার্চ ২০২২, ০৫: ৫০
আপডেট : ১৭ মার্চ ২০২২, ২০: ৪১

কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুটি মাটিবোঝাই ট্রাক্টর পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া নদী থেকে অবৈধভাবে বালু তোলার কারণে দুটি ড্রেজার ধ্বংস করা হয়। এ সময় ঘটনাস্থলে মাটিবোঝাই কয়েকটি ট্রাক্টরকে ধাওয়া করলে চালক ট্রাক্টর রেখে পালিয়ে যান।

গত মঙ্গলবার বিকেলে গোমতী নদীর লক্ষ্মীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক উন নবী তালুকদার।

জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রভাবশালী সিন্ডিকেটের আশ্রয়ে গোমতীর দুই পাড়ের প্রায় ৭০ কিলোমিটার বাঁধজুড়ে রাত-দিন মাটিবোঝাই ট্রাক্টর চলছিল। নদীর ভেতরের মাটি কাটার কারণে হুমকির মুখে পড়েছে বাঁধ, সড়ক ও সেতু। পরে গত মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক উন-নবী তালুকদারের নির্দেশে গোমতীর ভেতরে দুটি ট্রাক্টর আগুনে পুড়িয়ে দেন। অপর দিকে চানপুর ও ফতেহাবাদ এলাকায় গোমতী নদী থেকে বালু তোলায় দুটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক উন-নবী তালুকদার বলেন, গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালীন সময়ে ট্রাক্টরের মালিক ও শ্রমিকেরা পালিয়ে যান। যার কারণে কাউকে জরিমানা করা যায়নি। গোমতী নদী বাঁচাতে আরও কঠোর উদ্যোগ নেওয়া হবে। যাঁরা মাটি কাটার সঙ্গে জড়িত, তাঁদের কাউকে ছাড় দেওয়া হবে না।

উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সাঁট মুদ্রাক্ষরিক মো. কাউছার আলমসহ স্থানীয় ব্যক্তিরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত