নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অ্যান্টিগা টেস্টে গতকাল রাত ১০টা পর্যন্ত ১৬ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান পেসাররা। এক ইনিংসে বাংলাদেশি পেসাররা নিয়েছেন ৫ উইকেট। এই তথ্যের সাধ্য নেই ইবাদত হোসেন-খালেদ আহমেদরা কী দারুণ বোলিংটাই না করেছেন।
প্রথম ইনিংসে দেড় সেশনের কম খেলে ১০৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এই টেস্টে লড়াইয়ের মনোবল সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা সফরকারীদের। তবে উজ্জীবিত বোলিংয়ে সেটা হতে দেননি বাংলাদেশ পেসাররা।
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের উইকেটে সে অর্থে সবুজ ঘাস নেই। এখানে-ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘাস কাজে লাগানোর কাজটা বোলারের দক্ষতার ওপর নির্ভর। পেসস্বর্গ অ্যান্টিগার চেনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ পেসারদের জন্য কাজটা যতটা সহজ, বাংলাদেশ পেসারদের জন্য ততটাই কঠিন। একাদশে থাকা তিন পেসারই প্রথমবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টেস্ট খেলছেন। তবু চ্যালেঞ্জ উতরে যাওয়ার সব চেষ্টাই করেছেন খালেদ-ইবাদতরা।
বাংলাদেশে পেসারদের প্রশংসাবৃষ্টিতে ভাসিয়েছেন অ্যালান ডোনাল্ড। মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের পেস বোলিংয়ের দায়িত্ব নেন এই প্রোটিয়া কিংবদন্তি। গতকাল তৃতীয় দিনের খেলা শুরুর আগে ধারাভাষ্যকারদের সঙ্গে আলোচনায় ডোনাল্ড বলেন, ‘এই ছেলেদের সঙ্গে আমার পঞ্চম টেস্ট। চাপ তৈরি করা নিয়ে তাদের সঙ্গে আমার অনেক কথা হয়েছে। তারা যেভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে, তাতে আমি খুশি।’
উইকেট সে অর্থে গতিময় নয়। ব্যাটারকে উইকেটে আটকে রাখতে সিমের ব্যবহার করে বোলিং গুরুত্বপূর্ণ। উইন্ডিজ পেসাররা সে কাজটাই করেছে। মুভমেন্ট করা বল ব্যাটের কানা ছুঁয়ে উইকেটকিপারের গ্লাভসে আসার পরিসংখ্যানে অ্যান্টিগা ওপরের দিকেই আছে। গত ২০ বছরে অন্তত ১০ টেস্ট খেলা ভেন্যুগুলোর মধ্যে অ্যান্টিগায় প্রায় ৩০ শতাংশ উইকেট এভাবেই পেয়েছেন পেসাররা।
ফিল্ডারদের পিচ্ছিল হাত গলে একাধিক ক্যাচ হাতছাড়ার পরও এখানে বাংলাদেশ পেসাররা খারাপ করেননি। ডোনাল্ড তাঁর শিষ্যদের নিয়ে তৃপ্ত, ‘ইবাদত ও খালেদের মধ্যে দারুণ প্রতিভা রয়েছে। গত কয়েকটি টেস্টে আমরা কিছু জিনিস বাস্তবায়ন করতে পারিনি। ওয়েস্ট ইন্ডিজ পেসাররা প্রথম ইনিংসে নতুন বলে দারুণ করেছে। যে দৃঢ় মনোভাব আমরাও দেখিয়েছি, সেটা উদাহরণ হয়ে থাকবে।’
অ্যান্টিগা টেস্টে গতকাল রাত ১০টা পর্যন্ত ১৬ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান পেসাররা। এক ইনিংসে বাংলাদেশি পেসাররা নিয়েছেন ৫ উইকেট। এই তথ্যের সাধ্য নেই ইবাদত হোসেন-খালেদ আহমেদরা কী দারুণ বোলিংটাই না করেছেন।
প্রথম ইনিংসে দেড় সেশনের কম খেলে ১০৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এই টেস্টে লড়াইয়ের মনোবল সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা সফরকারীদের। তবে উজ্জীবিত বোলিংয়ে সেটা হতে দেননি বাংলাদেশ পেসাররা।
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের উইকেটে সে অর্থে সবুজ ঘাস নেই। এখানে-ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘাস কাজে লাগানোর কাজটা বোলারের দক্ষতার ওপর নির্ভর। পেসস্বর্গ অ্যান্টিগার চেনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ পেসারদের জন্য কাজটা যতটা সহজ, বাংলাদেশ পেসারদের জন্য ততটাই কঠিন। একাদশে থাকা তিন পেসারই প্রথমবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টেস্ট খেলছেন। তবু চ্যালেঞ্জ উতরে যাওয়ার সব চেষ্টাই করেছেন খালেদ-ইবাদতরা।
বাংলাদেশে পেসারদের প্রশংসাবৃষ্টিতে ভাসিয়েছেন অ্যালান ডোনাল্ড। মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের পেস বোলিংয়ের দায়িত্ব নেন এই প্রোটিয়া কিংবদন্তি। গতকাল তৃতীয় দিনের খেলা শুরুর আগে ধারাভাষ্যকারদের সঙ্গে আলোচনায় ডোনাল্ড বলেন, ‘এই ছেলেদের সঙ্গে আমার পঞ্চম টেস্ট। চাপ তৈরি করা নিয়ে তাদের সঙ্গে আমার অনেক কথা হয়েছে। তারা যেভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে, তাতে আমি খুশি।’
উইকেট সে অর্থে গতিময় নয়। ব্যাটারকে উইকেটে আটকে রাখতে সিমের ব্যবহার করে বোলিং গুরুত্বপূর্ণ। উইন্ডিজ পেসাররা সে কাজটাই করেছে। মুভমেন্ট করা বল ব্যাটের কানা ছুঁয়ে উইকেটকিপারের গ্লাভসে আসার পরিসংখ্যানে অ্যান্টিগা ওপরের দিকেই আছে। গত ২০ বছরে অন্তত ১০ টেস্ট খেলা ভেন্যুগুলোর মধ্যে অ্যান্টিগায় প্রায় ৩০ শতাংশ উইকেট এভাবেই পেয়েছেন পেসাররা।
ফিল্ডারদের পিচ্ছিল হাত গলে একাধিক ক্যাচ হাতছাড়ার পরও এখানে বাংলাদেশ পেসাররা খারাপ করেননি। ডোনাল্ড তাঁর শিষ্যদের নিয়ে তৃপ্ত, ‘ইবাদত ও খালেদের মধ্যে দারুণ প্রতিভা রয়েছে। গত কয়েকটি টেস্টে আমরা কিছু জিনিস বাস্তবায়ন করতে পারিনি। ওয়েস্ট ইন্ডিজ পেসাররা প্রথম ইনিংসে নতুন বলে দারুণ করেছে। যে দৃঢ় মনোভাব আমরাও দেখিয়েছি, সেটা উদাহরণ হয়ে থাকবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৮ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে