হারুনুর রশিদ, রায়পুরা
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর ইউনিয়নের শান্তিপুর গ্রামের একাংশ, লক্ষ্মীপুর গ্রামের ঈদগাহ মাঠ, কবরস্থান, বাজার ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। বিলীনের পথে রয়েছে সাতটি গ্রাম। স্থানীয় বাসিন্দারা বলছেন, একটি প্রভাবশালী মহল নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তুলছে। এ কারণে ভাঙনের শিকার হচ্ছে নদীপাড়ের গ্রাম। এ নিয়ে এলাকাবাসী মানববন্ধন, সংবাদ সম্মেলন ও সভাসমাবেশ করেছেন। বালু তোলা বন্ধের দাবিতে শান্তিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন উচ্চ আদালতে রিট আবেদন করেন। ওই রিটে স্থানীয় প্রশাসনকে বালু তোলা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের। অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে, বালু তোলা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
সম্প্রতি মির্জারচরে গেলে দেখা যায়, স্থানীয় মেঘনা নদীর বিভিন্ন অংশে ড্রেজার বসানো আছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলার কারণে নদীভাঙন চলছে। ফলে বিলীনের ঝুঁকিতে রয়েছে শান্তিপূর্ণ, লক্ষ্মীপুর, চাতুয়াপাড়া, বালুচরসহ সাতটি গ্রাম। এতে বসতভিটা, ফসলি জমি হারানোর শঙ্কায় রয়েছেন এসব গ্রামের মানুষ।
উচ্চ আদালতে মামলার বাদী ও শান্তিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন বলেন, ‘এই এলাকায় নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। এ কারণে গ্রামের পর গ্রাম নদীতে বিলীন হয়ে যাচ্ছে। তাই এই বিষয়ে উচ্চ আদালতে মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে এভাবে বালু তোলার বিষয়ে নজর দিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই বিষয়টির প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টি দেওয়া প্রয়োজন।’
ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহ আলম মিয়া বলেন, ‘এই ইউনিয়নের গ্রামগুলো রক্ষার দাবি জানাচ্ছি। এর জন্য প্রথমে বাঁধ নির্মাণ করতে হবে। এরপর নদীতে বালু তোলা বন্ধ করতে হবে।’
৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহরহ আলী বাহাদুর বলেন, ‘দীর্ঘ ১০ বছর ধরে অবৈধভাবে বালু তোলা বন্ধের জন্য আন্দোলন করে যাচ্ছি। আন্দোলন করতে গিয়ে বালুখেকোদের হাতে বেশ কয়েকবার মামলা-হামলারও শিকার হয়েছি। স্থানীয় কিছু প্রভাবশালীকে মোটা অঙ্কের টাকা দিয়ে হাত করে বালু উত্তোলন করছে একটি চক্র।’
মির্জাচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘উপজেলায় উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে পড়া এই ইউনিয়নের বেশকিছু গ্রাম মেঘনার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসীকে রক্ষার জন্য সরকারের কাছে বহুবার আবেদন জানিয়েছি। কিন্তু এলাকাবাসী কোনো সুফল পায়নি।’
নরসিংদী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শঙ্কর চক্রবর্তী বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বালুমহাল হিসেবে ইজারা দেওয়া হয়ে থাকে। আর ইজারা নির্দিষ্ট স্থানে দেওয়া হয়। এর বাইরে কোথাও বালু তোলার সুযোগ নেই। মেঘনা নদীতেও প্রকল্পের বাইরে বালু তোলার অনুমতি দেয়নি পানি উন্নয়ন বোর্ড। যদি কেউ বালু তুলে থাকে, তবে তা অবৈধভাবে করছে। নির্দেশনা না মেনে কেউ বালু তুললে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এর আগেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর ইউনিয়নের শান্তিপুর গ্রামের একাংশ, লক্ষ্মীপুর গ্রামের ঈদগাহ মাঠ, কবরস্থান, বাজার ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। বিলীনের পথে রয়েছে সাতটি গ্রাম। স্থানীয় বাসিন্দারা বলছেন, একটি প্রভাবশালী মহল নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তুলছে। এ কারণে ভাঙনের শিকার হচ্ছে নদীপাড়ের গ্রাম। এ নিয়ে এলাকাবাসী মানববন্ধন, সংবাদ সম্মেলন ও সভাসমাবেশ করেছেন। বালু তোলা বন্ধের দাবিতে শান্তিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন উচ্চ আদালতে রিট আবেদন করেন। ওই রিটে স্থানীয় প্রশাসনকে বালু তোলা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের। অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে, বালু তোলা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
সম্প্রতি মির্জারচরে গেলে দেখা যায়, স্থানীয় মেঘনা নদীর বিভিন্ন অংশে ড্রেজার বসানো আছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলার কারণে নদীভাঙন চলছে। ফলে বিলীনের ঝুঁকিতে রয়েছে শান্তিপূর্ণ, লক্ষ্মীপুর, চাতুয়াপাড়া, বালুচরসহ সাতটি গ্রাম। এতে বসতভিটা, ফসলি জমি হারানোর শঙ্কায় রয়েছেন এসব গ্রামের মানুষ।
উচ্চ আদালতে মামলার বাদী ও শান্তিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন বলেন, ‘এই এলাকায় নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। এ কারণে গ্রামের পর গ্রাম নদীতে বিলীন হয়ে যাচ্ছে। তাই এই বিষয়ে উচ্চ আদালতে মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে এভাবে বালু তোলার বিষয়ে নজর দিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই বিষয়টির প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টি দেওয়া প্রয়োজন।’
ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহ আলম মিয়া বলেন, ‘এই ইউনিয়নের গ্রামগুলো রক্ষার দাবি জানাচ্ছি। এর জন্য প্রথমে বাঁধ নির্মাণ করতে হবে। এরপর নদীতে বালু তোলা বন্ধ করতে হবে।’
৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহরহ আলী বাহাদুর বলেন, ‘দীর্ঘ ১০ বছর ধরে অবৈধভাবে বালু তোলা বন্ধের জন্য আন্দোলন করে যাচ্ছি। আন্দোলন করতে গিয়ে বালুখেকোদের হাতে বেশ কয়েকবার মামলা-হামলারও শিকার হয়েছি। স্থানীয় কিছু প্রভাবশালীকে মোটা অঙ্কের টাকা দিয়ে হাত করে বালু উত্তোলন করছে একটি চক্র।’
মির্জাচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘উপজেলায় উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে পড়া এই ইউনিয়নের বেশকিছু গ্রাম মেঘনার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসীকে রক্ষার জন্য সরকারের কাছে বহুবার আবেদন জানিয়েছি। কিন্তু এলাকাবাসী কোনো সুফল পায়নি।’
নরসিংদী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শঙ্কর চক্রবর্তী বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বালুমহাল হিসেবে ইজারা দেওয়া হয়ে থাকে। আর ইজারা নির্দিষ্ট স্থানে দেওয়া হয়। এর বাইরে কোথাও বালু তোলার সুযোগ নেই। মেঘনা নদীতেও প্রকল্পের বাইরে বালু তোলার অনুমতি দেয়নি পানি উন্নয়ন বোর্ড। যদি কেউ বালু তুলে থাকে, তবে তা অবৈধভাবে করছে। নির্দেশনা না মেনে কেউ বালু তুললে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এর আগেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩৭ মিনিট আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে