মাদক মামলায় পরীমণি আবার জামিন পেলেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ০৮: ৩৪
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৩: ৩৬

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনকে জামিন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম তাঁদের জামিন দেন। জামিন পাওয়া অন্য দুজন হলেন আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

গতকাল সকালে পরীমণিসহ তিনজন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।

মামলাটি বিচারের জন্য এই আদালতে স্থানান্তর হওয়ায় প্রথা অনুযায়ী আবার জামিন নিতে হয়। আসামিপক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত জামিন আবেদনের শুনানিতে অংশ নেন। তবে বিচারক ছুটিতে থাকায় এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়নি। আগামী ১৫ নভেম্বর এই শুনানির দিন ধার্য করা হয়।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার শুনানির তারিখ ধার্য ছিল মঙ্গলবার। বিচারক ছুটিতে থাকায় শুনানি হয়নি। ভারপ্রাপ্ত বিচারক আসামিদের জামিন দিয়েছেন।

১৩ অক্টোবর মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। পরে আদালত এই মামলার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানির জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করেছিলেন।

গত ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরে তাঁকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত পরীমণির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এই মামলায় ৪ অক্টোবর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্র দাখিলের পর ১০ অক্টোবর পরীমণি সিএমএম আদালতে হাজির হয়ে আবার জামিন নেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত