Ajker Patrika

জয়পুরহাটে স্কুল শিক্ষার্থীদের টিকাদান শুরু

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৮
জয়পুরহাটে স্কুল শিক্ষার্থীদের টিকাদান শুরু

জয়পুরহাটে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী। কর্মসূচির প্রথম দিন জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিছ বেগম, সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমুখ।

সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী জানান, টিকাদান কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে জেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছর বয়সী মোট ৬১ হাজার ৫৫৮ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা প্রদান করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত