পরিবার থেকে টাকা আনতে বলেই ধরা খেলেন তিনি

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২২, ০৭: ৪৬
আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৬: ৩৮

জয়পুরহাটের আক্কেলপুরে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয়ে ঈদবাজারে ক্রেতার থেকে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার পৌর সদরের স্টেশন রোড এলাকা থেকে আটকের পর তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। তিনি খুলনা জেলার আড়ংঘাট ইউনিয়নের গাইকুড় গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আক্কেলপুর পৌরসভার সোনামুখীর মুকিমপুর মহল্লার হাসান নামের এক তরুণ তাঁর চার-পাঁচজন বন্ধু নিয়ে পৌর সদরের রেলস্টেশন রোড এলাকার মার্কেটে যান ঈদের পোশাক কিনতে। ওই সময় এসআইয়ের পরিচয় দিয়ে শেখ জাহাঙ্গীর আলম ওই তরুণদের আটক করেন। ওই সময় হাসানের কাছে থাকা মোবাইল ফোন ও ৪৫০ টাকা কেড়ে নেওয়া হয়। তখন অন্য বন্ধুরা ভয়ে চলে যান। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে ১০ হাজার টাকা বিকাশে দিতে বলেন। তা না হলে থানায় নিয়ে গিয়ে মাদকের মামলা দেওয়া হবে বলে জানান তিনি। এরপর হাসান বিষয়টি তাঁর পরিবার ও বন্ধুদের জানান।

হাসানের বন্ধু মুন্না হোসেন বলেন, ‘হাসানসহ আমরা কয়েকজন বন্ধু মিলে ঈদের কেনাকাটা করছিলাম। তখন পুলিশ পরিচয় দেওয়া ওই ব্যক্তি আমাদের কাছে বাংলা মদ আছে বলে আটক করেন। এরপর আমরা দৌড়ে চলে আসি। কিন্তু হাসানকে ছাড়াতে পারিনি। পরে বিষয়টি আমার মালিক লেমন ভাইকে জানাই।’

হাসান বলেন, ‘লোকটি আমাকে ধরেই বলে ‘‘তোর কাছে তো বাংলা মদ রয়েছে। তোকে থানায় নিয়ে যাব’’ এই বলে তিনি আমার কাছে থাকা ৪৫০ টাকা ও মোবাইল ফোনটি কেড়ে নেন। একপর্যায়ে তিনি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বলেন। আর ১০ হাজার টাকা দিতে বলেন। টাকা না দিলে তিনি আমাকে থানায় নিয়ে গিয়ে মামলা দেবেন। এরপর আমি আমার বন্ধু মুন্নাকে ঘটনাটি ফোনে জানাই। তখন মুন্না তাঁর দোকানমালিক লেমনকে জানান। এরপর ঘটনাটি থানায় জানালে বোঝা যায় তিনি আসল পুলিশ নন।’

লেমন হোসেন বলেন, ‘আমার দোকানটি থানার সামনে হওয়ায় সব পুলিশকে আমার চেনা। তখন আমি ওই লোকটির সঙ্গে মোবাইল ফোনে কথা বলি। তাঁর কথাবার্তা শুনে আমার সন্দেহ হয়। এরপর থানা-পুলিশকে বিষয়টি জানাই। আর এর মধ্যে মুন্না ও তাঁর বন্ধুরা এবং পুলিশ ওই লোকটিকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে রাত ৯টার দিকে রেলস্টেশনে তাঁকে পাওয়া যায়। এরপর পুলিশ তাঁকে থানায় নিয়ে আসেন।’

এ বিষয়ে জানতে চাইলে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ভুয়া পুলিশ পরিচয়দানকারী শেখ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত