চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে লতিকা হালদার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। লতিকা উপজেলা সন্তোষপুর গ্রামের কানাই লাল মজুমদারের স্ত্রী ও একই উপজেলার চরবানিয়ারী উত্তরপাড়া গ্রামের যশমন্ত হালদারের মেয়ে। লতিকার বাবার অভিযোগ, যৌতুকের জন্য মারধর করে শ্বশুরবাড়ির লোকজন বিষ খাইয়ে তাঁর মেয়েকে হত্যা করেছে। অপরদিকে লতিকার শ্বশুর বিবেকানন্দ মজুমদার বলেছেন, পারিবারিক কলহের জেরে লতিকা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।
গত শুক্রবার দুপুর ৩টায় গুরুতর অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ দিন রাত সাড়ে ১১টায় সেখানে তাঁর মৃত্যু হয়। লতিকার পাঁচ বছর বয়সী ডনা মজুমদার নামে একটি মেয়ে রয়েছে।
গতকাল শনিবার দুপুরে লতিকার বাবা যশমন্ত হালদার বলেন, ২০১৪ সালে লতিকাকে বিবেকানন্দ মজুমদারের ছেলে কানাই লাল মজুমদারের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে কানাই লাল এ পর্যন্ত প্রায় চার লাখ টাকা নিয়েছেন।
কয়েক দিন আগে কানাই মাইক্রোবাস কেনার জন্য আরও চার লাখ টাকা দাবি করেন। এ টাকা নিতে লতিকা দুদিন আগে তাঁর বাড়ি যায়। তিনি এত টাকা একসঙ্গে দিতে পারেননি। বলেছিলেন, জমি বিক্রি করে পরে দেবেন। এরপর লতিকা টাকা না নিয়েই শ্বশুরবাড়ি ফিরে যায়। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুরে কানাই লালসহ শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করে বিষ খাইয়ে দেয়।
প্রথমে তাঁকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ দিন রাত সাড়ে ১১টায় সেখানে তাঁর মৃত্যু হয়।
লতিকার শ্বশুর বিবেকানন্দ মজুমদার বলেন, ইলিশ মাছ ও বোয়াল মাছ কাটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে লতিকা বিষপান করেন। পরে হাসপাতালে নিলে মারা যায়।
চিতলমারী থানার পরিদর্শক (ওসি) তদন্ত মো. ইকরাম হোসেন বলেন, লতিকার মৃত্যু খুলনা মেডিকেল কলেজে হয়েছে। ওখানে তাঁর ময়নাতদন্ত হবে। অভিযোগ দিলে তাঁরা আপাতত অভিযোগ নেবেন। প্রাথমিক তদন্তও চলবে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাগেরহাটের চিতলমারীতে লতিকা হালদার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। লতিকা উপজেলা সন্তোষপুর গ্রামের কানাই লাল মজুমদারের স্ত্রী ও একই উপজেলার চরবানিয়ারী উত্তরপাড়া গ্রামের যশমন্ত হালদারের মেয়ে। লতিকার বাবার অভিযোগ, যৌতুকের জন্য মারধর করে শ্বশুরবাড়ির লোকজন বিষ খাইয়ে তাঁর মেয়েকে হত্যা করেছে। অপরদিকে লতিকার শ্বশুর বিবেকানন্দ মজুমদার বলেছেন, পারিবারিক কলহের জেরে লতিকা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।
গত শুক্রবার দুপুর ৩টায় গুরুতর অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ দিন রাত সাড়ে ১১টায় সেখানে তাঁর মৃত্যু হয়। লতিকার পাঁচ বছর বয়সী ডনা মজুমদার নামে একটি মেয়ে রয়েছে।
গতকাল শনিবার দুপুরে লতিকার বাবা যশমন্ত হালদার বলেন, ২০১৪ সালে লতিকাকে বিবেকানন্দ মজুমদারের ছেলে কানাই লাল মজুমদারের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে কানাই লাল এ পর্যন্ত প্রায় চার লাখ টাকা নিয়েছেন।
কয়েক দিন আগে কানাই মাইক্রোবাস কেনার জন্য আরও চার লাখ টাকা দাবি করেন। এ টাকা নিতে লতিকা দুদিন আগে তাঁর বাড়ি যায়। তিনি এত টাকা একসঙ্গে দিতে পারেননি। বলেছিলেন, জমি বিক্রি করে পরে দেবেন। এরপর লতিকা টাকা না নিয়েই শ্বশুরবাড়ি ফিরে যায়। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুরে কানাই লালসহ শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করে বিষ খাইয়ে দেয়।
প্রথমে তাঁকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ দিন রাত সাড়ে ১১টায় সেখানে তাঁর মৃত্যু হয়।
লতিকার শ্বশুর বিবেকানন্দ মজুমদার বলেন, ইলিশ মাছ ও বোয়াল মাছ কাটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে লতিকা বিষপান করেন। পরে হাসপাতালে নিলে মারা যায়।
চিতলমারী থানার পরিদর্শক (ওসি) তদন্ত মো. ইকরাম হোসেন বলেন, লতিকার মৃত্যু খুলনা মেডিকেল কলেজে হয়েছে। ওখানে তাঁর ময়নাতদন্ত হবে। অভিযোগ দিলে তাঁরা আপাতত অভিযোগ নেবেন। প্রাথমিক তদন্তও চলবে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৪ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে