নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধর্মীয় অবমাননার ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার শিকার সনাতন ধর্মাবলম্বীদের অভয় দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। আর এসব সহিংসতার পেছনে থাকা কুশীলবদের খুঁজে বের করে তাঁদের শাস্তির দাবি জানিয়েছে ১৪ দলীয় জোট।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গতকাল মঙ্গলবার সম্প্রীতি সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের আমলে প্রতিটি দুর্গাপূজায় হাজার হাজার পূজামণ্ডপে পূজা চলেছে, কোনো ঘটনা ঘটেনি। হঠাৎ আগামী নির্বাচন সামনে রেখে হিন্দুদের বাড়িঘরে হামলা শুরু হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ রাজপথ ছাড়ে নাই, আওয়ামী লীগ রাজপথে আছে। যত দিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত আমরা ভেঙে দিতে পারব, তত দিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে, রাস্তায় থাকবে।’ আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ বিএনপি সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিয়ে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘হিন্দু ভাইদের বলব, আপনাদের ভয় নাই, শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছে, আওয়ামী লীগ আপনাদের সঙ্গে আছে।’
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উসকানি দিয়ে ভারতের মুসলমানদের একটা বড় অংশের জীবনকে বিপন্ন করে ফেলা হয়েছে বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ভারতে মুসলমান আছে, তাদের জানমালের কথাও আমাদের ভাবতে হবে।’
কুশীলবদের খোঁজ চায় ১৪ দল
সহিংসতার পেছনে থাকা কুশীলবদের খুঁজে বের করার দাবি জানিয়েছে ১৪ দলীয় জোট। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করে জোট নেতারা এই দাবি জানান।
বৈঠক শেষে জোটের নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আমরা বলেছি এই ঘটনা পূর্বপরিকল্পিত। ৫০ বছরে বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় মন্দির ভাঙার ঘটনা ঘটেছে। কিন্তু দুর্গাপূজাকে কেন্দ্র করে এমন ঘটনা দেখিনি। আমরা বলেছি, এর পেছনে যে কুশীলবরা কাজ করেছে তাদের খুঁজে বের করতে হবে।’
এসব ঘটনার পেছনে প্রশাসনিক ও গোয়েন্দাদের ব্যর্থতা আছে কি না, তা খতিয়ে দেখা দরকার বলে মনে করে ১৪ দল। মেনন বলেন, কোথাও যদি কোনো শৈথিল্য থাকে, সেটা দেখতে হবে।
কার উদ্দেশ্য সফল করতে মৃত্যু: স্বরাষ্ট্রমন্ত্রী
পরিস্থিতি সামাল দিতে চাঁদপুরে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল র্যাব সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘দেশ অনেক এগিয়েছে। এটা বিনষ্ট করার জন্য আজকে নানান ধরনের চক্রান্ত দেখছি। এই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ও মুসলিম সবাই একসঙ্গে মিলেমিশে থাকবে। কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরে কিছু মানুষ সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা করেছে। এমন পরিস্থিতিতে প্রশাসন যখন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিল তখন তারা গুলি করতে বাধ্য হয়েছে। এ ঘটনায় আগে চারজন আর আজকে আরেকজনের মৃত্যু হয়েছে। কার উদ্দেশ্য সফল হওয়ার জন্য এই মৃত্যু?’
পুলিশ-প্রশাসন ব্যর্থ: টিআইবি
দুর্গাপূজাকে কেন্দ্র করে ১৫ জেলায় শতাধিক সাম্প্রদায়িক সহিংসতায় ছয়জন নিহত ও কয়েক শ লোক আহত হওয়ার তথ্য দিয়ে টিআইবি বলছে, আগের ঘটনাগুলোর বিচার না হওয়ায় এখন এসব ঘটনা ঘটছে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গতকাল এক বিবৃতিতে বলেন, হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানসহ জীবন-জীবিকার ওপর প্রায় সপ্তাহব্যাপী চলমান সাম্প্রদায়িক হামলা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসন দুঃখজনক ব্যর্থতার পরিচয় দিল। ঘটনা ঘটে যাওয়ার পর শতাধিক মামলায় কয়েক হাজার আসামি করা হলো অথচ চিরাচরিত রাজনৈতিক দোষারোপের বাইরে এখন পর্যন্ত অধিকাংশ স্থানেই প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি।
ধর্মীয় অবমাননার ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার শিকার সনাতন ধর্মাবলম্বীদের অভয় দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। আর এসব সহিংসতার পেছনে থাকা কুশীলবদের খুঁজে বের করে তাঁদের শাস্তির দাবি জানিয়েছে ১৪ দলীয় জোট।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গতকাল মঙ্গলবার সম্প্রীতি সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের আমলে প্রতিটি দুর্গাপূজায় হাজার হাজার পূজামণ্ডপে পূজা চলেছে, কোনো ঘটনা ঘটেনি। হঠাৎ আগামী নির্বাচন সামনে রেখে হিন্দুদের বাড়িঘরে হামলা শুরু হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ রাজপথ ছাড়ে নাই, আওয়ামী লীগ রাজপথে আছে। যত দিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত আমরা ভেঙে দিতে পারব, তত দিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে, রাস্তায় থাকবে।’ আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ বিএনপি সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিয়ে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘হিন্দু ভাইদের বলব, আপনাদের ভয় নাই, শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছে, আওয়ামী লীগ আপনাদের সঙ্গে আছে।’
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উসকানি দিয়ে ভারতের মুসলমানদের একটা বড় অংশের জীবনকে বিপন্ন করে ফেলা হয়েছে বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ভারতে মুসলমান আছে, তাদের জানমালের কথাও আমাদের ভাবতে হবে।’
কুশীলবদের খোঁজ চায় ১৪ দল
সহিংসতার পেছনে থাকা কুশীলবদের খুঁজে বের করার দাবি জানিয়েছে ১৪ দলীয় জোট। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করে জোট নেতারা এই দাবি জানান।
বৈঠক শেষে জোটের নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আমরা বলেছি এই ঘটনা পূর্বপরিকল্পিত। ৫০ বছরে বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় মন্দির ভাঙার ঘটনা ঘটেছে। কিন্তু দুর্গাপূজাকে কেন্দ্র করে এমন ঘটনা দেখিনি। আমরা বলেছি, এর পেছনে যে কুশীলবরা কাজ করেছে তাদের খুঁজে বের করতে হবে।’
এসব ঘটনার পেছনে প্রশাসনিক ও গোয়েন্দাদের ব্যর্থতা আছে কি না, তা খতিয়ে দেখা দরকার বলে মনে করে ১৪ দল। মেনন বলেন, কোথাও যদি কোনো শৈথিল্য থাকে, সেটা দেখতে হবে।
কার উদ্দেশ্য সফল করতে মৃত্যু: স্বরাষ্ট্রমন্ত্রী
পরিস্থিতি সামাল দিতে চাঁদপুরে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল র্যাব সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘দেশ অনেক এগিয়েছে। এটা বিনষ্ট করার জন্য আজকে নানান ধরনের চক্রান্ত দেখছি। এই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ও মুসলিম সবাই একসঙ্গে মিলেমিশে থাকবে। কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরে কিছু মানুষ সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা করেছে। এমন পরিস্থিতিতে প্রশাসন যখন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিল তখন তারা গুলি করতে বাধ্য হয়েছে। এ ঘটনায় আগে চারজন আর আজকে আরেকজনের মৃত্যু হয়েছে। কার উদ্দেশ্য সফল হওয়ার জন্য এই মৃত্যু?’
পুলিশ-প্রশাসন ব্যর্থ: টিআইবি
দুর্গাপূজাকে কেন্দ্র করে ১৫ জেলায় শতাধিক সাম্প্রদায়িক সহিংসতায় ছয়জন নিহত ও কয়েক শ লোক আহত হওয়ার তথ্য দিয়ে টিআইবি বলছে, আগের ঘটনাগুলোর বিচার না হওয়ায় এখন এসব ঘটনা ঘটছে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গতকাল এক বিবৃতিতে বলেন, হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানসহ জীবন-জীবিকার ওপর প্রায় সপ্তাহব্যাপী চলমান সাম্প্রদায়িক হামলা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসন দুঃখজনক ব্যর্থতার পরিচয় দিল। ঘটনা ঘটে যাওয়ার পর শতাধিক মামলায় কয়েক হাজার আসামি করা হলো অথচ চিরাচরিত রাজনৈতিক দোষারোপের বাইরে এখন পর্যন্ত অধিকাংশ স্থানেই প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে