নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্দরসজ্জায় বাঁশের চিকে চাকচিক্য না থাকলেও নন্দন আছে ষোলোকলা। গ্রীষ্মের কাঠফাটা রোদ আর গরম থেকে বাঁচতে আমাদের দেশে বাঁশের চিকের ব্যবহার বহুকালের। সময় বদলেছে। এখন চিকের ব্যবহার কেবল প্রয়োজনেই সীমাবদ্ধ নেই। ঘরের সৌন্দর্য বাড়াতেও এর ভূমিকা অনন্য। চিক ব্যবহার করা যেতে পারে বারান্দা, শোয়ার ঘর, খাবার ঘরসহ নানা জায়গায়, নানা আঙ্গিকে।
বারান্দায়
বারান্দায় চিকের ব্যবহার যেমন রোদ, বৃষ্টি ঠেকাবে, তেমনি ঠেকাবে তীব্র আলো। এতে সুরক্ষিত থাকবে ঘর, বারান্দা ও বারান্দা বাগানের গাছগুলোও। আলো-বাতাসের প্রয়োজনে চিক গুটিয়েও রাখা যাবে। এর পাশাপাশি বাঁশের তৈরি মাথাল, সাজি, পোলোসহ নানা রকম গারলেট ব্যবহার করে সাজালে বারান্দার সাজ পাবে ভিন্নমাত্রা।
শোয়ার ঘর
শোয়ার ঘরের জানালায় চিকের ব্যবহারে ঘরের ভেতরে তৈরি হবে মায়াবী আলোছায়ার খেলা। চিকের পাশাপাশি পাতলা যেকোনো কাপড়ের কিংবা গামছা কাপড়ের পর্দার ব্যবহারও ঘরকে দেবে প্রশান্তি। পাশেই টুলের ওপর যদি রাখা থাকে মাটির টেঁপা পুতুল, হাতি-ঘোড়া আর মাটি কিংবা কাঁসার থালায় রাখা থাকে একগুচ্ছ ছড়ানো ফুল, তাহলে তো কথাই নেই। ঘর হয়ে উঠবে মনের মতো।
রান্নাঘর
রান্নাঘর মানেই তেল-মসলার স্বর্গরাজ্য। রান্নাঘরের জানালার কাচ, দেয়ালের টাইলস ইত্যাদি তেলচিটচিটে হয়ে যায় দ্রুতই। এ থেকে রক্ষা পেতে, বিশেষ করে জানালায় বাঁশের চিক ব্যবহার করা যায়। তাতে জানালার কাচ দীর্ঘদিন তেলচিটচিটে হবে না।
খাবার ঘর
খাবার ঘরকেও বদলে দেবে চিকের ব্যবহার। চিকের সঙ্গে জামদানি নকশার পর্দা বা গামছা কাপড়ের কিংবা ডুরে শাড়ি ব্যবহার করা যেতে পারে পর্দা হিসেবে। দুই পাশে ঝুলতে পারে কাপড়, বাঁশ বা কাঠের লম্বা গারলেট। পাশাপাশি দেয়ালে টানানো যেতে পারে টেরাকোটার মুখোশ কিংবা পছন্দের কোনো চিত্রকলা। তবেই না অন্দর হবে চিকের সাজে চাকচিক্যময়।
অন্দরসজ্জায় বাঁশের চিকে চাকচিক্য না থাকলেও নন্দন আছে ষোলোকলা। গ্রীষ্মের কাঠফাটা রোদ আর গরম থেকে বাঁচতে আমাদের দেশে বাঁশের চিকের ব্যবহার বহুকালের। সময় বদলেছে। এখন চিকের ব্যবহার কেবল প্রয়োজনেই সীমাবদ্ধ নেই। ঘরের সৌন্দর্য বাড়াতেও এর ভূমিকা অনন্য। চিক ব্যবহার করা যেতে পারে বারান্দা, শোয়ার ঘর, খাবার ঘরসহ নানা জায়গায়, নানা আঙ্গিকে।
বারান্দায়
বারান্দায় চিকের ব্যবহার যেমন রোদ, বৃষ্টি ঠেকাবে, তেমনি ঠেকাবে তীব্র আলো। এতে সুরক্ষিত থাকবে ঘর, বারান্দা ও বারান্দা বাগানের গাছগুলোও। আলো-বাতাসের প্রয়োজনে চিক গুটিয়েও রাখা যাবে। এর পাশাপাশি বাঁশের তৈরি মাথাল, সাজি, পোলোসহ নানা রকম গারলেট ব্যবহার করে সাজালে বারান্দার সাজ পাবে ভিন্নমাত্রা।
শোয়ার ঘর
শোয়ার ঘরের জানালায় চিকের ব্যবহারে ঘরের ভেতরে তৈরি হবে মায়াবী আলোছায়ার খেলা। চিকের পাশাপাশি পাতলা যেকোনো কাপড়ের কিংবা গামছা কাপড়ের পর্দার ব্যবহারও ঘরকে দেবে প্রশান্তি। পাশেই টুলের ওপর যদি রাখা থাকে মাটির টেঁপা পুতুল, হাতি-ঘোড়া আর মাটি কিংবা কাঁসার থালায় রাখা থাকে একগুচ্ছ ছড়ানো ফুল, তাহলে তো কথাই নেই। ঘর হয়ে উঠবে মনের মতো।
রান্নাঘর
রান্নাঘর মানেই তেল-মসলার স্বর্গরাজ্য। রান্নাঘরের জানালার কাচ, দেয়ালের টাইলস ইত্যাদি তেলচিটচিটে হয়ে যায় দ্রুতই। এ থেকে রক্ষা পেতে, বিশেষ করে জানালায় বাঁশের চিক ব্যবহার করা যায়। তাতে জানালার কাচ দীর্ঘদিন তেলচিটচিটে হবে না।
খাবার ঘর
খাবার ঘরকেও বদলে দেবে চিকের ব্যবহার। চিকের সঙ্গে জামদানি নকশার পর্দা বা গামছা কাপড়ের কিংবা ডুরে শাড়ি ব্যবহার করা যেতে পারে পর্দা হিসেবে। দুই পাশে ঝুলতে পারে কাপড়, বাঁশ বা কাঠের লম্বা গারলেট। পাশাপাশি দেয়ালে টানানো যেতে পারে টেরাকোটার মুখোশ কিংবা পছন্দের কোনো চিত্রকলা। তবেই না অন্দর হবে চিকের সাজে চাকচিক্যময়।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪