সালাম স্মৃতি জাদুঘর রক্ষা বাঁধের কাজ শেষ পর্যায়ে

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২১, ০৭: ৪৭
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৩: ৩৯

ফেনীর দাগনভূঞা সালাম স্মৃতি জাদুঘর রক্ষা বাঁধের কাজ শেষ পর্যায়ে। ইতিমধ্যে বাঁধের কাজ প্রায় ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী মাসের শুরুতে বাঁধের কাজ পুরোপুরি শেষ হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভাষা শহীদ সালাম স্মৃতি জাদুঘরটি দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের মাতুভূঞা খাল (সাবেক ডাকাতিয়া নদীর শাখা খাল) সংলগ্ন এলাকায় অবস্থিত। সালাম স্মৃতি জাদুঘর নির্মাণের পর থেকে নদী ভাঙনের কারণে জাদুঘরে প্রবেশের মূল রাস্তাটি বেশ কয়েক দফায় ভেঙে পড়ে।

বারবার ভেঙে যাওয়ার কারণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর স্থায়ীভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়। ৭০ লাখ টাকা ব্যয়ে চলতি বছরের এপ্রিল মাসে ওয়ার্ক অর্ডার হয়। যার দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান নুরুল হক মিজান। এর মধ্যে নদীর পাশে ৩২০ মিটার ফেলা ওয়াল নির্মাণ ও সড়ক পাকাকরণ কাজ রয়েছে। ইতিমধ্যে নদীর পাশের ওয়ালের মূল কাজ সমাপ্ত হয়েছে। বর্তমানে সড়কটির কার্পেটিংয়ের কাজ বাকি রয়েছে।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, সালাম স্মৃতি জাদুঘর রক্ষায় ইতিপূর্বে বেশ কয়েকবার স্থানীয় ও প্রশাসন নদীর পাড়ে বাঁধ নির্মাণের উদ্যোগ নিলেও প্রতিবছর এটি ভাঙনের কবলে পড়ে ভেস্তে যায়। এবারের মতো বাঁধ নির্মাণে শক্ত উদ্যোগ আগে নেওয়া হয়নি। এবার কাজের মান দেখে বোঝা যাচ্ছে, বাঁধ টেকসই হবে।

ভাষা শহীদ সালামের ছোট ভাই আবদুল করিম জানান, ভাষা শহীদ সালাম স্মৃতি জাদুঘর রক্ষায় সরকার যে বাঁধ নির্মাণ করে দিয়েছে, এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। নদীর পাড়ে একটি টেকসই বাঁধ নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি।

ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার নুরুল হক মিজান বলেন, সালাম স্মৃতিরক্ষা জাদুঘরের বাঁধটি নির্মাণকাজ শেষ পর্যায়ে। আগামী মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজ বুঝিয়ে দেওয়া হবে।

উপজেলা ইঞ্জিনিয়ার সৌরভ দাস জানান, সালাম স্মৃতি জাদুঘর নির্মাণের পর থেকে নদী ভাঙনের কারণে রাস্তাটি কিছুদিন পর পর ভেঙে যেত। সেই ভাঙন রোধে এবার স্থায়ী উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত